কলকাতা: 'চরিত্রহীন' যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই সিজ়ন ২-এর গল্প। যোগ হয়েছে কিছু নতুন চরিত্রও। গল্পে এসেছে আরও চমক, টুইস্ট অ্যান্ড টার্ন।
এই ওয়েব সিরিজ়টির প্রধান চরিত্রে অভিনয় করছেন নয়না গাঙ্গুলি,সৌরভ দাস, মুমতাজ সরকার, সায়নী ঘোষ,সৌরভ চক্রবর্তী ও শ্বেতা ভট্টাচার্য। আগামী ২১ জুন থেকে হইচই অ্যাপে দর্শক দেখতে পাবেন ওয়েব সিরিজ়টি। তার আগে মুক্তি পেল 'চরিত্রহীন ২'-এর টিজ়ার। উপস্থিত ছিল ETV ভারত।
ক্যামেরার মুখোমুখি হলেন সিরিজ়ের অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক। দেখে নিন ভিডিয়ো।