ETV Bharat / sitara

চরিত্রহীনতাই একটি চরিত্র হয়ে উঠবে 'চরিত্রহীন ২'-এ - CHaritraheen 2

গত বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'চরিত্রহীন' উপন্যাসটি ১০০ বছর অতিক্রম করেছিল। আর সেই উপন্যাসকে স্মরণ করে পরিচালক দেবালয় ভট্টাচার্য নিয়ে এসেছিলেন 'চরিত্রহীন'। বেশ জনপ্রিয় হয়েছিল ওয়েব সিরিজ়টি। এবার তার দ্বিতীয় ভাগ আসতে চলেছে, নাম 'চরিত্রহীন ২'।

চরিত্রহীন
author img

By

Published : May 31, 2019, 3:57 PM IST

কলকাতা: 'চরিত্রহীন' যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই সিজ়ন ২-এর গল্প। যোগ হয়েছে কিছু নতুন চরিত্রও। গল্পে এসেছে আরও চমক, টুইস্ট অ্যান্ড টার্ন।

এই ওয়েব সিরিজ়টির প্রধান চরিত্রে অভিনয় করছেন নয়না গাঙ্গুলি,সৌরভ দাস, মুমতাজ সরকার, সায়নী ঘোষ,সৌরভ চক্রবর্তী ও শ্বেতা ভট্টাচার্য। আগামী ২১ জুন থেকে হইচই অ্যাপে দর্শক দেখতে পাবেন ওয়েব সিরিজ়টি। তার আগে মুক্তি পেল 'চরিত্রহীন ২'-এর টিজ়ার। উপস্থিত ছিল ETV ভারত।


ক্যামেরার মুখোমুখি হলেন সিরিজ়ের অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক। দেখে নিন ভিডিয়ো।

চরিত্রহীন ২-এর টিজ়ার লঞ্চে

কলকাতা: 'চরিত্রহীন' যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই সিজ়ন ২-এর গল্প। যোগ হয়েছে কিছু নতুন চরিত্রও। গল্পে এসেছে আরও চমক, টুইস্ট অ্যান্ড টার্ন।

এই ওয়েব সিরিজ়টির প্রধান চরিত্রে অভিনয় করছেন নয়না গাঙ্গুলি,সৌরভ দাস, মুমতাজ সরকার, সায়নী ঘোষ,সৌরভ চক্রবর্তী ও শ্বেতা ভট্টাচার্য। আগামী ২১ জুন থেকে হইচই অ্যাপে দর্শক দেখতে পাবেন ওয়েব সিরিজ়টি। তার আগে মুক্তি পেল 'চরিত্রহীন ২'-এর টিজ়ার। উপস্থিত ছিল ETV ভারত।


ক্যামেরার মুখোমুখি হলেন সিরিজ়ের অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক। দেখে নিন ভিডিয়ো।

চরিত্রহীন ২-এর টিজ়ার লঞ্চে
Intro:চরিত্রহীনের পর আসছে চরিত্রহীন পার্ট টু

অমিত চক্রবর্তী,কলকাতা: গত বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন উপন্যাস টি 100 বছর অতিক্রম করেছিল। আর সেই উপন্যাস কে স্মরণ করে পরিচালক দেবালয় ভট্টাচার্য নিয়ে এসেছিলেন তার নতুন ওয়েব সিরিজ চরিত্রহীন। গল্পের নতুনত্ব ও নয়না,গৌরব, সায়নী ও সৌরভের অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। হইচই প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত চরিত্রহীন ওয়েব সিরিজটি অন্যতম সেরা একটি ওয়েব সিরিজ। আর সেই সাফল্যের ওপর ভর করে দেবালয় ভট্টাচার্য নিয়ে আসলেন চরিত্রহীন পাট 2। এবারের গল্প শুরু হচ্ছে যেখানে চরিত্রহীন শেষ হয়েছিল সেখান থেকেই। এবারের চরিত্রহীন পাট 2 ওয়েব সিরিজ এর প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নয়না গাঙ্গুলী,সৌরভ দাস, মুমতাজ সরকার, সায়নী ঘোষ,সৌরভ চক্রবর্তী ও শ্বেতা ভট্টাচার্য কে। আগামী একুশে জুন থেকে হইচই অ্যাপে দর্শকরা চরিত্রহীন টু দেখতে পাবেন। তার আগেই এদিন এক অনুষ্ঠানে সামনে এলো চরিত্রহীন টু এর টিজার।


Body:ভিডিও ফিড রুমে যাবে লাইভ ইউ দিয়ে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.