ETV Bharat / sitara

Bijoya Boithok : নাচে-গানে-আড্ডায় টেলিভিশন সংসারের বিজয়া বৈঠক - ইশা সাহা

টেলিভিশন চ্যানেলে বসছে বিজয়া বৈঠক ৷ মিঠাই, যমুনা, প্রিয়ম, ঝিলম ও অপুরা গান, নাচ আড্ডায় মাতাবে আসর ৷ সঞ্চালনা করবেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এবং ইশা সাহা ।

Bijoya Boithok in Bengali television channel, Ditipriya Roy and ishaa saha to host the show
নাচে-গানে-আড্ডায় টেলিভিশন সংসারের বিজয়া বৈঠক
author img

By

Published : Oct 19, 2021, 5:55 PM IST

কলকাতা, 19 অক্টোবর : দেবী দুর্গা কৈলাসে চলে গেলে মন হয় ভারাক্রান্ত । ফের মায়ের আগমনের অপেক্ষায় দিন কাটে উৎসবপ্রিয় বাঙালির । মায়ের চলে যাওয়ার পর তাই মনটাকে কিঞ্চিৎ ভাল করতে বাঙালি মেতে ওঠে বিজয়া সম্মিলনীতে । বাদ পড়ে না বাংলা টেলিভিশনও । শিগগিরই টেলিভিশনের পর্দায় বসবে 'বিজয়া বৈঠক'।

বিজয়া সম্মেলন মানেই গান, আড্ডা, নাচ, গল্প এবং অবশ্যই খানিক পিএনপিসি । মোদ্দাকথা সব মিলিয়ে আনন্দ লুটেপুটে নেওয়ার এক ভরপুর প্রয়াস । বলা ভাল, বাঙালির ঐতিহ্য এই 'বিজয়া সম্মেলন'। আর সেই ঐতিহ্য অব্যাহত রাখতে এক দারুণ প্রয়াস নিয়েছে বাংলা বিনোদন চ্যানেল । প্রতি বছরই অবশ্য এই প্রয়াস নিয়ে থাকে বাংলা বিনোদন চ্যানেলগুলি ।

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

bijoya-boithok-in-bengali-television-channel-ditipriya-roy-and-ishaa-saha-to-host-the-show
বিজয়ার বৈঠকে

সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্ররা নিজেদের চোখ ধাঁধানো পারফরম্যান্স নিয়ে হাজির থাকবেন । টিআরপি'র দৌড়ে এ-ওর থেকে এগিয়ে পিছিয়ে থাকলেও মানসিকভাবে যে তাঁরা কতখানি এক আত্মা এক প্রাণ, তা বুঝিয়ে দেবে মিঠাই, যমুনা, প্রিয়ম, ঝিলম, উমা, পারমিতা, অপুরা ।

আরও পড়ুন : প্রথম সপ্তাহে বক্স অফিসে কামাল দেখাল 'গোলন্দাজ', আপ্লুত দেব

গান গাইবেন জোজো, অনীক, অনুষ্কা, অর্কদীপ, অঙ্কিতা, জ্যোতিরা । সঞ্চালনায় থাকছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এবং ইশা সাহা ।

বিজয়া বৈঠকে তারকারা

24 অক্টোবর ঠিক বিকেল 3টেয় টানা তিন ঘণ্টার অনুষ্ঠান, মিস করবেন না...

আরও পড়ুন: Priyanka Chopra: স্পেনে মা-দেওরকে নিয়ে স্কুবা ডাইভিং-এ প্রিয়াঙ্কা

কলকাতা, 19 অক্টোবর : দেবী দুর্গা কৈলাসে চলে গেলে মন হয় ভারাক্রান্ত । ফের মায়ের আগমনের অপেক্ষায় দিন কাটে উৎসবপ্রিয় বাঙালির । মায়ের চলে যাওয়ার পর তাই মনটাকে কিঞ্চিৎ ভাল করতে বাঙালি মেতে ওঠে বিজয়া সম্মিলনীতে । বাদ পড়ে না বাংলা টেলিভিশনও । শিগগিরই টেলিভিশনের পর্দায় বসবে 'বিজয়া বৈঠক'।

বিজয়া সম্মেলন মানেই গান, আড্ডা, নাচ, গল্প এবং অবশ্যই খানিক পিএনপিসি । মোদ্দাকথা সব মিলিয়ে আনন্দ লুটেপুটে নেওয়ার এক ভরপুর প্রয়াস । বলা ভাল, বাঙালির ঐতিহ্য এই 'বিজয়া সম্মেলন'। আর সেই ঐতিহ্য অব্যাহত রাখতে এক দারুণ প্রয়াস নিয়েছে বাংলা বিনোদন চ্যানেল । প্রতি বছরই অবশ্য এই প্রয়াস নিয়ে থাকে বাংলা বিনোদন চ্যানেলগুলি ।

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

bijoya-boithok-in-bengali-television-channel-ditipriya-roy-and-ishaa-saha-to-host-the-show
বিজয়ার বৈঠকে

সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্ররা নিজেদের চোখ ধাঁধানো পারফরম্যান্স নিয়ে হাজির থাকবেন । টিআরপি'র দৌড়ে এ-ওর থেকে এগিয়ে পিছিয়ে থাকলেও মানসিকভাবে যে তাঁরা কতখানি এক আত্মা এক প্রাণ, তা বুঝিয়ে দেবে মিঠাই, যমুনা, প্রিয়ম, ঝিলম, উমা, পারমিতা, অপুরা ।

আরও পড়ুন : প্রথম সপ্তাহে বক্স অফিসে কামাল দেখাল 'গোলন্দাজ', আপ্লুত দেব

গান গাইবেন জোজো, অনীক, অনুষ্কা, অর্কদীপ, অঙ্কিতা, জ্যোতিরা । সঞ্চালনায় থাকছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এবং ইশা সাহা ।

বিজয়া বৈঠকে তারকারা

24 অক্টোবর ঠিক বিকেল 3টেয় টানা তিন ঘণ্টার অনুষ্ঠান, মিস করবেন না...

আরও পড়ুন: Priyanka Chopra: স্পেনে মা-দেওরকে নিয়ে স্কুবা ডাইভিং-এ প্রিয়াঙ্কা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.