হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: বিগ বস ওটিটির (Bigg Boss OTT) ঘরে শমিতা শেট্টি (Shamita Shetty) ও রাকেশ বাপাতের (Raqesh Bapat) রোম্যান্স নিয়ে এ বার মুখ খুললেন রাকেশের প্রাক্তন স্ত্রী রিধি ডোগরা (Ridhi Dogra)৷ সম্প্রতি একটি এপিসোডে রাকেশ স্বীকার করে নিয়েছেন যে, তিনি শমিতার প্রেমে পড়েছেন ৷ এই শোয়ের পরও তাঁরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান ৷
এই স্বীকারোক্তির পরই রাকেশের প্রাক্তন স্ত্রী রিধিকে একটি সাক্ষাৎকারে এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল ৷ জবাবে রিধি বলেন, "রাকেশ যদি খুশি হয়, তাহলে আমিও খুশি ৷ এটা ওর ব্যক্তিগত জায়গা ৷" বিগ বস ওটিটি-র শোয়ে তিনি রাকেশের পারফরম্যান্স বেশ উপভোগ করেন বলে জানিয়ে রিধি বলেন, "এই শোয়ে রাকেশকে দেখতে বেশ ভাল লাগে ৷ দু'জনের বেশি লোক এসে গেলে ওকে ওর কথাটা চিৎকার করে বলতে হয় না ৷ ও শান্ত ভাবে কথা বলেই নিজের বক্তব্য তুলে ধরতে পারে ৷ অপরদিকে, নিশান্তও খুব ভাল খেলছে ৷ ও-ও আমার খুব ভাল বন্ধু ৷ ও দারুণ বিনোদন করছে, আর রাকেশ ও নিশান্তকে দেখে আমার মনে হচ্ছে যে আমার বন্ধুদের শো দেখছি ৷"
আরও পড়ুন: Bigg Boss OTT: প্রতীকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন নেহার স্বামী
এ দিকে, দিনকয়েক আগেই বিগ বস ওটিটির ঘরে গিয়েছিলেন শমিতার মা ৷ তাঁর আচরণেও মনে হয়েছে যে, তিনি শমিতার সঙ্গে রাকেশের সম্পর্ক মেনে নিয়েছেন ৷ শমিতার মা রাকেশ সম্পর্কে বলেন, "ও খুব মিষ্টি একটা ছেলে ৷ ভদ্রলোক ৷"
আরও পড়ুন: Golondaaj Trailer: পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব
গায়িকা নেহা ভাসিন ছিটকে যাওয়ার পর এখন বিগ বস ওটিটির ঘরে বাকি রয়েছেন পাঁচ জন - প্রতীক সেঝপাল, দিব্যা আগরওয়াল, নিশান্ত ভাট, রাকেশ ও শমিতা ৷ প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছেন ৷ জানা গিয়েছে, আগামী 18 সেপ্টেম্বর শনিবার হোস্ট করণ জোহরের (Karan Johar) সঙ্গে এই শোয়ে আরও বিনোদনের খোরাক জোগাবেন রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখ ৷
আরও পড়ুন: Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার
বিগ বসের ডিজিটাল ভার্সানের উপস্থাপনা করছেন চিত্রনির্মাতা করণ জহর ৷ 6 সপ্তাহের বিগ বস ওটিটি ডিজিটাল এক্সক্লুসিভ শো শেষ হলে তা আবার সম্প্রচারিত হবে কালার্সে ৷ সলমন খানের (Salman Khan) বিগ বস (Bigg Boss) সিজন 15-এর সঙ্গে শুরু হবে বিগ বস ওটিটির টেলিভিশন সফর ৷
আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল