ETV Bharat / sitara

Rhea Chakraborty: বিগ বস 15-এর প্রতিযোগী হতে কত টাকা নিচ্ছেন রিয়া ? - বিগ বস 15

বিগ বস 15-এ (Bigg Boss 15) প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার জন্য সপ্তাহে 35 লাখ টাকা অফার করা হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) ৷ বলিউডে এই খবর নিয়ে জোর জল্পনা চলছে ৷

bigg-boss-15-rhea-chakraborty-being-paid-huge-amount-to-the-enter-show
বিগ বস 15-এর প্রতিযোগী হতে সপ্তাহে ₹35 লাখ নিচ্ছেন রিয়া ?
author img

By

Published : Sep 29, 2021, 8:14 PM IST

হায়দরবাদ, 29 সেপ্টেম্বর : বিগ বস 15 (Bigg Boss 15) নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়ে গিয়েছে বিনোদনের জগতে ৷ কোন সেলিব্রিটিরা এ বার সলমন খানের (Salman Khan) শোয়ের ঘর আলো করতে চলেছেন, তা জানতে কৌতূহলের শেষ নেই দর্শকদের ৷ ইতিমধ্যেই কয়েকটি নাম ঘোষণা হয়ে গিয়েছে ৷ অপর একটি নাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ৷ তিনি হলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)৷ তবে তাঁর অন্তর্ভুক্তির এখনও পাকা খবর মেলেনি ৷ শোনা যাচ্ছে, রিয়াকে প্রতিযোগী করার জন্য বিরাট অঙ্কের টাকা অফার করেছে বিগ বস 15 কর্তৃপক্ষ ৷

বলিউডে জোর খবর, বিগ বস 15 হাউসের সদস্য হওয়ার জন্য সপ্তাহে 35 লাখ টাকা অফার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে ৷ এই খবর সত্যি হলে তিনিই হবেন প্রথম সেলিব্রিটি, যাঁকে বিগ বসের এই সিজনে এত পরিমাণ পারিশ্রমিক দেওয়া হচ্ছে ৷ তবে এই খবরের সত্যতা স্বীকার করেনি কোনও পক্ষই ৷

আরও পড়ুন: Devlina Kumar: মহালয়ায় দেবী স্কন্দমাতার অবতারে দেবলীনা কুমার

গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আচমকা প্রয়াণের পর থেকেই বদলে যায় তাঁর চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর জীবন ৷ নিজের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকে রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে প্রয়াত অভিনেতার পরিবার ৷ এরপর সিবিআই, ইডি ও এনসিবি-র হাজারো প্রশ্নের মুখে পড়তে হয় রিয়াকে ৷ দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ ৷ মাদক মামলায় তাঁকে দীর্ঘদিন কারাবাসেও থাকতে হয় ৷ একমাস হাজতবাসে থাকার পর বম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে ৷ সেই অধ্যায় পেরিয়ে ফের বিনোদনের জগতে কাজ শুরু করেছেন রিয়া চক্রবর্তী ৷ কর্মক্ষেত্রে সম্প্রতি তাঁকে অমিতাভ বচ্চন ও এমরান হাশমির চেহরেতে দেখা গিয়েছে ৷ এ বার বিগ বস 15-এ তাঁর অন্তর্ভুক্তি হলে তাঁকে আরও কাছ থেকে জানার সুযোগ পেতে পারেন দর্শকরা ৷

bigg-boss-15-rhea-chakraborty-being-paid-huge-amount-to-the-enter-show
বিগ বসে 15-এ যাচ্ছেন রিয়া ?

আরও পড়ুন: Swastika Dutta: লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ

2 অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিগ বস 15 ৷ এখনও পর্যন্ত এই সিজনের প্রতিযোগীদের মধ্যে যে নামগুলি নিশ্চিত করা হয়েছে তাঁরা হলেন, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, আফসানা খান, সিম্বা নাগপাল, উমর রিয়াজ, প্রতীক সেহজপাল, শমিতা শেট্টি ও নিশান্ত ভাট ৷

আরও পড়ুন: Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

হায়দরবাদ, 29 সেপ্টেম্বর : বিগ বস 15 (Bigg Boss 15) নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়ে গিয়েছে বিনোদনের জগতে ৷ কোন সেলিব্রিটিরা এ বার সলমন খানের (Salman Khan) শোয়ের ঘর আলো করতে চলেছেন, তা জানতে কৌতূহলের শেষ নেই দর্শকদের ৷ ইতিমধ্যেই কয়েকটি নাম ঘোষণা হয়ে গিয়েছে ৷ অপর একটি নাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ৷ তিনি হলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)৷ তবে তাঁর অন্তর্ভুক্তির এখনও পাকা খবর মেলেনি ৷ শোনা যাচ্ছে, রিয়াকে প্রতিযোগী করার জন্য বিরাট অঙ্কের টাকা অফার করেছে বিগ বস 15 কর্তৃপক্ষ ৷

বলিউডে জোর খবর, বিগ বস 15 হাউসের সদস্য হওয়ার জন্য সপ্তাহে 35 লাখ টাকা অফার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে ৷ এই খবর সত্যি হলে তিনিই হবেন প্রথম সেলিব্রিটি, যাঁকে বিগ বসের এই সিজনে এত পরিমাণ পারিশ্রমিক দেওয়া হচ্ছে ৷ তবে এই খবরের সত্যতা স্বীকার করেনি কোনও পক্ষই ৷

আরও পড়ুন: Devlina Kumar: মহালয়ায় দেবী স্কন্দমাতার অবতারে দেবলীনা কুমার

গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আচমকা প্রয়াণের পর থেকেই বদলে যায় তাঁর চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর জীবন ৷ নিজের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকে রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে প্রয়াত অভিনেতার পরিবার ৷ এরপর সিবিআই, ইডি ও এনসিবি-র হাজারো প্রশ্নের মুখে পড়তে হয় রিয়াকে ৷ দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ ৷ মাদক মামলায় তাঁকে দীর্ঘদিন কারাবাসেও থাকতে হয় ৷ একমাস হাজতবাসে থাকার পর বম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে ৷ সেই অধ্যায় পেরিয়ে ফের বিনোদনের জগতে কাজ শুরু করেছেন রিয়া চক্রবর্তী ৷ কর্মক্ষেত্রে সম্প্রতি তাঁকে অমিতাভ বচ্চন ও এমরান হাশমির চেহরেতে দেখা গিয়েছে ৷ এ বার বিগ বস 15-এ তাঁর অন্তর্ভুক্তি হলে তাঁকে আরও কাছ থেকে জানার সুযোগ পেতে পারেন দর্শকরা ৷

bigg-boss-15-rhea-chakraborty-being-paid-huge-amount-to-the-enter-show
বিগ বসে 15-এ যাচ্ছেন রিয়া ?

আরও পড়ুন: Swastika Dutta: লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ

2 অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিগ বস 15 ৷ এখনও পর্যন্ত এই সিজনের প্রতিযোগীদের মধ্যে যে নামগুলি নিশ্চিত করা হয়েছে তাঁরা হলেন, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, আফসানা খান, সিম্বা নাগপাল, উমর রিয়াজ, প্রতীক সেহজপাল, শমিতা শেট্টি ও নিশান্ত ভাট ৷

আরও পড়ুন: Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.