ETV Bharat / sitara

বিগ বসের নোংরা ঘর পরিষ্কার করলেন বিরক্ত সলমান - সলমান খান

'বিগ বস'-এর ঘর অপরিষ্কার দেখে প্রতিযোগীদের উপর রেগে গেলেন সলমান খান । বাসন মাজা থেকে শুরু করে নিজের হাতে ফ্রিজ ও বাথরুমও পরিষ্কার করেন তিনি ।

dfg
dfg
author img

By

Published : Dec 29, 2019, 3:58 PM IST

মুম্বই : 'বিগ বস'-এ এবার সাফাইকর্মীর ভূমিকায় সলমান খান । 'বিগ বস'-এর বাড়িতে ঢুকে বাসন ধোয়া থেকে শুরু করে ফ্রিজ ও বাথরুম সবই পরিষ্কার করেন তিনি । সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই শো-এর একটি প্রোমো । সেখানে বিরক্তিপ্রকাশ করতে দেখা গেছে ভাইজানকে ।

দু'জনকে সঙ্গে নিয়ে সোজা 'বিগ বস'-এর বাড়িতে ঢুকে যান সলমান । এরপর রান্না ঘরে গিয়ে বেসিনের উপর রাখা বাসন মাজতে শুরু করেন তিনি । তখন প্রতিযোগীদের একটি ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছিল । সেখান থেকেই একের পর এক সবাই তাঁকে 'সরি' বলতে শুরু করেন । এরপর ফ্রিজ খুলে অবাক হয়ে যান সলমান । আসলে সেটা যে এতটা অপরিষ্কার থাকতে পারে তা তাঁর জানা ছিল না । তা পরিষ্কার করে, সেখান থেকে সোজা বাথরুমে চলে যান । হাতে গ্লাভস পরে তাও পরিষ্কার করতে দেখা যায় তাঁকে । তখনও প্রতিযোগীরা 'সরি' বলছিলেন । সব শেষে প্রতিযোগীদের সঙ্গে টিভির মাধ্যমে কথা বলেন ।

প্রতিযোগীরা একসঙ্গে সলমানকে 'সরি' বলেন । তাতেও বরফ গলেনি । সলমান এতটাই রেগে ছিলেন যে প্রতিযোগীদের বলেন, "কেন সরি বলা হচ্ছে ? প্রতিযোগীদের কারও কোনও লজ্জা নেই । দর্শকরা এই নাটক দেখছেন । দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা ।"

তবে এটাই প্রথমবার নয় । এর আগেও প্রতিযোগীদের উপর রেগে গিয়েছিলেন সলমান । শো-এর সঞ্চালনাও ছাড়তে চেয়েছিলেন তিনি । প্রতিযোগীদের মধ্যে গালিগালাজ থেকে হাতাহাতি সবই চলেছিল । আসলে সব ধরনের ঘটনারই সাক্ষী থেকেছে 'বিগ বস'-এর এই সিজ়ন । এদিকে প্রথমে জানুয়ারি মাসে এই শো শেষ হওয়ার কথা ছিল । কিন্তু, তার পরিবর্তে আরও পাঁচ সপ্তাহ তা বাড়ানো হয় । তাতে প্রথম থেকেই রেগে ছিলেন সলমান । কারণ তাঁর হাতে এই শো ছাড়া আরও অনেক কাজও রয়েছে । তারপর প্রতিযোগীদের এই আচরণ তাঁকে আরও রুষ্ট করে তুলেছে । আর সেই কারণেই শো ছাড়ার সিদ্ধান্ত নেন ।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'দাবাং 3' । বেশ ভালো রিভিউ পাচ্ছে সলমন অভিনীত এই ছবি । প্রথম দিনে বক্স অফিসে 24.5 কোটি টাকা আয় করেছে ।

মুম্বই : 'বিগ বস'-এ এবার সাফাইকর্মীর ভূমিকায় সলমান খান । 'বিগ বস'-এর বাড়িতে ঢুকে বাসন ধোয়া থেকে শুরু করে ফ্রিজ ও বাথরুম সবই পরিষ্কার করেন তিনি । সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই শো-এর একটি প্রোমো । সেখানে বিরক্তিপ্রকাশ করতে দেখা গেছে ভাইজানকে ।

দু'জনকে সঙ্গে নিয়ে সোজা 'বিগ বস'-এর বাড়িতে ঢুকে যান সলমান । এরপর রান্না ঘরে গিয়ে বেসিনের উপর রাখা বাসন মাজতে শুরু করেন তিনি । তখন প্রতিযোগীদের একটি ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছিল । সেখান থেকেই একের পর এক সবাই তাঁকে 'সরি' বলতে শুরু করেন । এরপর ফ্রিজ খুলে অবাক হয়ে যান সলমান । আসলে সেটা যে এতটা অপরিষ্কার থাকতে পারে তা তাঁর জানা ছিল না । তা পরিষ্কার করে, সেখান থেকে সোজা বাথরুমে চলে যান । হাতে গ্লাভস পরে তাও পরিষ্কার করতে দেখা যায় তাঁকে । তখনও প্রতিযোগীরা 'সরি' বলছিলেন । সব শেষে প্রতিযোগীদের সঙ্গে টিভির মাধ্যমে কথা বলেন ।

প্রতিযোগীরা একসঙ্গে সলমানকে 'সরি' বলেন । তাতেও বরফ গলেনি । সলমান এতটাই রেগে ছিলেন যে প্রতিযোগীদের বলেন, "কেন সরি বলা হচ্ছে ? প্রতিযোগীদের কারও কোনও লজ্জা নেই । দর্শকরা এই নাটক দেখছেন । দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা ।"

তবে এটাই প্রথমবার নয় । এর আগেও প্রতিযোগীদের উপর রেগে গিয়েছিলেন সলমান । শো-এর সঞ্চালনাও ছাড়তে চেয়েছিলেন তিনি । প্রতিযোগীদের মধ্যে গালিগালাজ থেকে হাতাহাতি সবই চলেছিল । আসলে সব ধরনের ঘটনারই সাক্ষী থেকেছে 'বিগ বস'-এর এই সিজ়ন । এদিকে প্রথমে জানুয়ারি মাসে এই শো শেষ হওয়ার কথা ছিল । কিন্তু, তার পরিবর্তে আরও পাঁচ সপ্তাহ তা বাড়ানো হয় । তাতে প্রথম থেকেই রেগে ছিলেন সলমান । কারণ তাঁর হাতে এই শো ছাড়া আরও অনেক কাজও রয়েছে । তারপর প্রতিযোগীদের এই আচরণ তাঁকে আরও রুষ্ট করে তুলেছে । আর সেই কারণেই শো ছাড়ার সিদ্ধান্ত নেন ।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'দাবাং 3' । বেশ ভালো রিভিউ পাচ্ছে সলমন অভিনীত এই ছবি । প্রথম দিনে বক্স অফিসে 24.5 কোটি টাকা আয় করেছে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.