কলকাতা : দুষ্টু-মিষ্টি, বাচ্চা, ভালো ভূত ভুতুকে একসময় চোখে হারাত দর্শক । তার জনপ্রিয়তা এতটাই ছিল যে, ধারাবাহিকটি পরে হিন্দিতেও বানানো হয় । এখনও কার্টুনরূপে দেখা যায় বাংলার একটি চ্যানেলে । বিদেশি কার্টুন চরিত্র ক্যাসপারের আদলের সঙ্গে ভুতুর প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন অনেকে । ধারাবাহিক শেষ হওয়ার পর আরশিয়া পাড়ি দেয় মুম্বইতে । সেখানে বেশ কিছু কাজ করার পর বাড়ির জন্য মন কেমন করতে শুরু করে তার । তারপর সে ফিরে আসে কলকাতায় । সেসময় আরশিয়ার মা জানিয়েছিলেন, কলকাতায় ফিরে হয়তো তাকে আবার অভিনয় করতে দেখা যাবে ।
সম্প্রতি 'রানু পেল লটারি' ধারাবাহিকে অভিনয় করছে আরশিয়া । চরিত্রের নাম লটারি । আলাদা চ্য়ানেলের হলেও একই স্টুডিওতে কাজ করত
আরশিয়া ও হিয়া । তবে কোনওদিন রেষারেষির মুখে পড়তে হয়নি এই খুদে তারকাদের । আরশিয়া ও হিয়া তখন থেকেই একে অপরের বন্ধু । বেস্ট ফ্রেন্ড বললেও ভুল বলা হবে না । আরশিয়া 'রানু পেল লটারি'-তে অভিনয় শুরু করার পরই খবর আসে ধারাবাহিকে ফিরেছে হিয়াও । ধারাবাহিকের নাম 'আলো ছায়া' । এই ধারাবাহিকে হিয়া মেধাবী । গণিতে তুখোড় । ধারাবাহিকের প্রোমো সেই কথাই বলে ।
এর আগে হিয়া ও আরশিয়া ভিন্ন চ্যানেলের হয়ে মুখ্য চরিত্রে কাজ করেছে । এবার তাদের দেখা যাবে একই চ্যানেলে । দর্শক ফের ফিরে পাবে তাদের প্রিয় খুদে তারকাদের ।