ETV Bharat / sitara

নতুন রূপে টিভি পরদায় ফিরছে ভুতু-পটল

একরত্তি, পুঁচকে ভূত ভুতু ও হৃদয়ভোলানো খুদে গায়িকা পটলকুমারকে এখনও ভুলতে পারেনি বাংলা ধারাবাহিকের দর্শক । 'ভুতু' এবং 'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিক শেষ হওয়ার পরও আরশিয়া মুখোপাধ্যায় (ভুতু) এবং হিয়া দে (পটল) এখনও মনে রেখেছে মানুষ । তাই আবার ছোটো পরদায় ফিরছে তারা ।

ভুতু-পটল
author img

By

Published : Jul 29, 2019, 1:44 PM IST

কলকাতা : দুষ্টু-মিষ্টি, বাচ্চা, ভালো ভূত ভুতুকে একসময় চোখে হারাত দর্শক । তার জনপ্রিয়তা এতটাই ছিল যে, ধারাবাহিকটি পরে হিন্দিতেও বানানো হয় । এখনও কার্টুনরূপে দেখা যায় বাংলার একটি চ্যানেলে । বিদেশি কার্টুন চরিত্র ক্যাসপারের আদলের সঙ্গে ভুতুর প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন অনেকে । ধারাবাহিক শেষ হওয়ার পর আরশিয়া পাড়ি দেয় মুম্বইতে । সেখানে বেশ কিছু কাজ করার পর বাড়ির জন্য মন কেমন করতে শুরু করে তার । তারপর সে ফিরে আসে কলকাতায় । সেসময় আরশিয়ার মা জানিয়েছিলেন, কলকাতায় ফিরে হয়তো তাকে আবার অভিনয় করতে দেখা যাবে ।

bhutu potol
হিয়া দে (পটল) ও আরশিয়া মুখোপাধ্যায় (ভুতু)

সম্প্রতি 'রানু পেল লটারি' ধারাবাহিকে অভিনয় করছে আরশিয়া । চরিত্রের নাম লটারি । আলাদা চ্য়ানেলের হলেও একই স্টুডিওতে কাজ করত

আরশিয়া ও হিয়া । তবে কোনওদিন রেষারেষির মুখে পড়তে হয়নি এই খুদে তারকাদের । আরশিয়া ও হিয়া তখন থেকেই একে অপরের বন্ধু । বেস্ট ফ্রেন্ড বললেও ভুল বলা হবে না । আরশিয়া 'রানু পেল লটারি'-তে অভিনয় শুরু করার পরই খবর আসে ধারাবাহিকে ফিরেছে হিয়াও । ধারাবাহিকের নাম 'আলো ছায়া' । এই ধারাবাহিকে হিয়া মেধাবী । গণিতে তুখোড় । ধারাবাহিকের প্রোমো সেই কথাই বলে ।

এর আগে হিয়া ও আরশিয়া ভিন্ন চ্যানেলের হয়ে মুখ্য চরিত্রে কাজ করেছে । এবার তাদের দেখা যাবে একই চ্যানেলে । দর্শক ফের ফিরে পাবে তাদের প্রিয় খুদে তারকাদের ।

কলকাতা : দুষ্টু-মিষ্টি, বাচ্চা, ভালো ভূত ভুতুকে একসময় চোখে হারাত দর্শক । তার জনপ্রিয়তা এতটাই ছিল যে, ধারাবাহিকটি পরে হিন্দিতেও বানানো হয় । এখনও কার্টুনরূপে দেখা যায় বাংলার একটি চ্যানেলে । বিদেশি কার্টুন চরিত্র ক্যাসপারের আদলের সঙ্গে ভুতুর প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন অনেকে । ধারাবাহিক শেষ হওয়ার পর আরশিয়া পাড়ি দেয় মুম্বইতে । সেখানে বেশ কিছু কাজ করার পর বাড়ির জন্য মন কেমন করতে শুরু করে তার । তারপর সে ফিরে আসে কলকাতায় । সেসময় আরশিয়ার মা জানিয়েছিলেন, কলকাতায় ফিরে হয়তো তাকে আবার অভিনয় করতে দেখা যাবে ।

bhutu potol
হিয়া দে (পটল) ও আরশিয়া মুখোপাধ্যায় (ভুতু)

সম্প্রতি 'রানু পেল লটারি' ধারাবাহিকে অভিনয় করছে আরশিয়া । চরিত্রের নাম লটারি । আলাদা চ্য়ানেলের হলেও একই স্টুডিওতে কাজ করত

আরশিয়া ও হিয়া । তবে কোনওদিন রেষারেষির মুখে পড়তে হয়নি এই খুদে তারকাদের । আরশিয়া ও হিয়া তখন থেকেই একে অপরের বন্ধু । বেস্ট ফ্রেন্ড বললেও ভুল বলা হবে না । আরশিয়া 'রানু পেল লটারি'-তে অভিনয় শুরু করার পরই খবর আসে ধারাবাহিকে ফিরেছে হিয়াও । ধারাবাহিকের নাম 'আলো ছায়া' । এই ধারাবাহিকে হিয়া মেধাবী । গণিতে তুখোড় । ধারাবাহিকের প্রোমো সেই কথাই বলে ।

এর আগে হিয়া ও আরশিয়া ভিন্ন চ্যানেলের হয়ে মুখ্য চরিত্রে কাজ করেছে । এবার তাদের দেখা যাবে একই চ্যানেলে । দর্শক ফের ফিরে পাবে তাদের প্রিয় খুদে তারকাদের ।

Intro:বছর খানেক আগে একরত্তি, পুঁচকে ভূত ভুতু ও হৃদয়ভোলান খুদে গায়িকা পটলকুমারকে রোজ টিভির পর্দায় না দেখলে সিরিয়ালপ্রেমী দর্শকের দিনটা ভালো কাটত না। 'ভুতু' এবং 'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিক শেষ হওয়ার পরও আরশিয়া মুখোপাধ্যায় (ভুতু) এবং হিয়া দে'কে (পটল) দর্শক ভোলেনি। তাই হয়তো দর্শকের টানেই এই দুই শিশুশিল্পী ফিরে এল ছোটোপর্দায়।


Body:দুষ্টু-মিষ্টি, বাচ্চা, ভালো ভূত ভুতু একটা সময় চোখে হারাত দর্শক। হিন্দিতে ও ধারাবাহিকটি হয়েছে। এখনও কার্টুনরূপে দেখা যায় বাংলার একটি চ্যানেলে। বিদেশি কার্টুন চরিত্র ক্যাসপারের আদলের সঙ্গে ভুতুর প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন অনেকে। ধারাবাহিক শেষ হওয়ার পর আরশিয়া পাড়ি দেয় মুম্বইতে। সেখানে বেশকিছু কাজ করার পর বাড়ির জন্য মন কেমন করতে শুরু করে তার। তারপর সে ফিরে আসে কলকাতায়। সেসময় আরশিয়ার মা জানিয়েছিলেন, কলকাতায় ফিরে হয়তো তাকে আবার অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি 'রানু পেল লটারি' ধারাবাহিকে অভিনয়ে ব্যস্ত আরশিয়া। চরিত্রের নাম লটারি।

আরশিয়া ও হিয়া একই শুটিং স্টুডিওতে কাজ করতেন ভুতু ও পটল সেজে। ভিন্ন চ্যানেল ও অভিন্ন ধারাবাহিকে কাজ করেও কোনওদিন রেষারেষির মুখে পড়তে হয়নি এই খুদে তারকাদের। আরশিয়া ও হিয়া তখন থেকেই একেঅপরের বন্ধু। বেস্ট ফ্রেন্ড বললেও ভুল বলা হবে না। আরশিয়া রানু পেল লটারিতে অভিনয় শুরু করার পরই খবর আসে ধারাবাহিকে ফিরেছে হিয়াও। ধারাবাহিকের নাম 'আলো ছায়া'। এই ধারাবাহিকে হিয়া মেধাবী। গণিতে তুখোড়। ধারাবাহিকের প্রোমো সেই কথাই বলে।




Conclusion:এর আগে হিয়া ও আরশিয়া ভিন্ন চ্যানেলের হয়ে মুখ্য চরিত্রে কাজ করেছে। এবার তাদের দেখা যাবে একই চ্যানেলে। দর্শক ফের ফিরে পাবে তাদের প্রিয় খুদে তারকাদের।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.