ETV Bharat / sitara

কলকাতায় শুরু হচ্ছে ভারতনাট্যম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র - Some Dey Chatterjee

অভিনেত্রী সোমা দে চ্যাটার্জির মেয়ে যাজ্ঞসেনী চ্যাটার্জি শহরে খুললেন ভারতনাট্যম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠানের প্রেস মিটে উপস্থিত ETV ভারত।

সোমা দে চ্যাটার্জি
author img

By

Published : May 9, 2019, 11:50 PM IST




কলকাতা: অভিনেত্রী সোমা দে চ্যাটার্জি বাংলা ছবির জগতে এক পরিচিত মুখ। পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অসংখ্য বাংলা ছবিতে। কিন্তু বর্তমানে তিনি বাংলা ছবি থেকে বহু মাইল দূরে। ছবি আর সেভাবে টানে না। ছোটো থেকেই নিজের ভারতনাট্যম শেখার ইচ্ছা ছিল। কিন্তু, বাড়ির পরিস্থিতির চাপে সেই নাচ আর শেখা হয়ে ওঠেনি। তাই নিজের অপূর্ণ সাধকে পূর্ণতা দিতে নিজের মেয়ে যাজ্ঞসেনী চ্যাটার্জিকে ছোটো থেকেই নাচের স্কুলে ভরতি করেন। তাঁকে আরও ভালো নৃত্য শিল্পী করে তুলতে চেন্নাইতেও তিনি। সারা দেশ জুড়ে ভারতনাট্যম নৃত্য পরিবেশনের পর এবার যাজ্ঞসেনী কলকাতায় আসছেন ভারতনাট্যম নৃত্য প্রতিষ্ঠান গড়ে তুলতে এবং শহরের বুকে ভারতনাট্যম নৃত্য পরিবেশনা করতে। এই উপলক্ষ্যে গতকাল কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হলেন মা ও মেয়ে।


যাজ্ঞসেনী বললেন, "এই প্রথমবার কলকাতায় আমার নিজের শহরে আমার ভারতনাট্যম নৃত্য পরিবেশন করব। কলকাতায় আসা যাওয়া ছিল কিন্তু, অনুষ্ঠান এই প্রথমবার। তাই ভীষণ আনন্দিত লাগছে। আমার ভারতনাট্যম শেখার প্রাথমিক সূচনাটা কলকাতাতেই হয়েছিল। কিন্তু এখানে সেভাবে সবকিছু জানতে পারছিলাম না। তাই সেই জায়গা থেকে মনে হয়েছিল কলকাতার বাইরে চেন্নাইতে গিয়ে ভারতনাট্যমের তালিম নেওয়ার।"


অভিনেত্রী সোমা দে চ্যাটার্জি বললেন, "ওঁর (মেয়ে) কাছে নাচ মানে সকালে ঘুম থেকে উঠে নাচ, রাতে শোওয়ার আগে নাচ। তাই তো ও কোনও চাকরি করল না। ওই সময়টা ও নাচে দিল। নাচের স্কুল খুলছে ও খুব ভালো লাগছে।"

সোমা দে চ্যাটার্জি




কলকাতা: অভিনেত্রী সোমা দে চ্যাটার্জি বাংলা ছবির জগতে এক পরিচিত মুখ। পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অসংখ্য বাংলা ছবিতে। কিন্তু বর্তমানে তিনি বাংলা ছবি থেকে বহু মাইল দূরে। ছবি আর সেভাবে টানে না। ছোটো থেকেই নিজের ভারতনাট্যম শেখার ইচ্ছা ছিল। কিন্তু, বাড়ির পরিস্থিতির চাপে সেই নাচ আর শেখা হয়ে ওঠেনি। তাই নিজের অপূর্ণ সাধকে পূর্ণতা দিতে নিজের মেয়ে যাজ্ঞসেনী চ্যাটার্জিকে ছোটো থেকেই নাচের স্কুলে ভরতি করেন। তাঁকে আরও ভালো নৃত্য শিল্পী করে তুলতে চেন্নাইতেও তিনি। সারা দেশ জুড়ে ভারতনাট্যম নৃত্য পরিবেশনের পর এবার যাজ্ঞসেনী কলকাতায় আসছেন ভারতনাট্যম নৃত্য প্রতিষ্ঠান গড়ে তুলতে এবং শহরের বুকে ভারতনাট্যম নৃত্য পরিবেশনা করতে। এই উপলক্ষ্যে গতকাল কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হলেন মা ও মেয়ে।


যাজ্ঞসেনী বললেন, "এই প্রথমবার কলকাতায় আমার নিজের শহরে আমার ভারতনাট্যম নৃত্য পরিবেশন করব। কলকাতায় আসা যাওয়া ছিল কিন্তু, অনুষ্ঠান এই প্রথমবার। তাই ভীষণ আনন্দিত লাগছে। আমার ভারতনাট্যম শেখার প্রাথমিক সূচনাটা কলকাতাতেই হয়েছিল। কিন্তু এখানে সেভাবে সবকিছু জানতে পারছিলাম না। তাই সেই জায়গা থেকে মনে হয়েছিল কলকাতার বাইরে চেন্নাইতে গিয়ে ভারতনাট্যমের তালিম নেওয়ার।"


অভিনেত্রী সোমা দে চ্যাটার্জি বললেন, "ওঁর (মেয়ে) কাছে নাচ মানে সকালে ঘুম থেকে উঠে নাচ, রাতে শোওয়ার আগে নাচ। তাই তো ও কোনও চাকরি করল না। ওই সময়টা ও নাচে দিল। নাচের স্কুল খুলছে ও খুব ভালো লাগছে।"

সোমা দে চ্যাটার্জি
Intro:কলকাতায় শুরু হচ্ছে ভারতনাট্যম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র


অমিত চক্রবর্তী, কলকাতা: অভিনেত্রী সোমা দে চ্যাটার্জী বাংলা ছবির জগতের খুব পরিচিত একজন মুখ। পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অসংখ্য বাংলা ছবিতে এবং তাকে অভিনয় করতে দেখা গেছে বাংলা ছবির সমস্ত বড় মাপের অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে। কিন্তু বর্তমানে তিনি বাংলা ছবির থেকে বহু মাইল দূরে এখন আর সেভাবে তাকে ছবি টানে না, এবং সবথেকে বড় বিষয় একই ধরনের চরিত্রের অভিনয় ও রাতভর শুটিং কোনটাই আর তার ভালো লাগে না। তাই এখন কাজ করা পুরোপুরি বন্ধ।কিন্তু নিজের ছোট থেকে ভারত নাট্যম নাচ শেখার ইচ্ছা ছিল, কিন্তু বাড়ির পরিস্থিতির চাপে সেই নাচ আর শেখা হয়ে ওঠেনি। তাই নিজের অপূর্ণ সাধ কে পূর্ণতা দিতে নিজের মেয়ে যজ্ঞাসেনি চ্যাটার্জী কে ছোট থেকেই নাচের স্কুলে ভর্তি করেন। এবং তাকে আরো ভালো নৃত্য শিল্পী করে তুলতে চেন্নাই তে পাঠান ভারতনাট্যম এর প্রশিক্ষণ নিতে।এই মুহূর্তে যজ্ঞাসেনি চ্যাটার্জি ভারতনাট্যম নৃত্যের অন্যতম পরিচিত একজন মুখ। সারা দেশ জুড়ে ভারতনাট্যম নৃত্য পরিবেশনের পর এবার তিনি কলকাতায় আসছেন নিজের ভারতনাট্যম নৃত্য প্রতিষ্ঠান গড়ে তুলতে। এবং শহরের বুকে ভারতনাট্যম নৃত্য পরিবেশনা করতে। এই উপলক্ষে গতকাল কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন ভারতনাট্যম শিল্পী যজ্ঞাসেনি ও তার অতীত দিনের স্বনামধন্য অভিনেত্রী সোমা দে চ্যাটার্জী।


Body:তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নৃত্যশিল্পী যজ্ঞাসেনি জানালেন, এই প্রথমবার কলকাতায় আমার নিজের শহরে আমার ভারতনাট্যম নৃত্য পরিবেশন করব। কলকাতায় আসা যাওয়া ছিল কিন্তু, যেহেতু এই প্রথমবার এবং একটি অনুষ্ঠান আয়োজন করতে চলেছি ভীষণ আনন্দিত লাগছে। আমার ভারতনাট্যম শেখার প্রাথমিক সূচনাটা কলকাতাতেই হয়েছিল। কিন্তু এখানে সেভাবে সবকিছু জানতে পারছিলাম না, তাই সেই জায়গা থেকে মনে হয়েছিল কলকাতার বাইরে চেন্নাইতে গিয়ে ভারতনাট্যম নৃত্য নিয়ে তালিম নেওয়ার। তবে কলকাতায় থাকাকালীন আমার আলাদা করে কোনো ভারতনাট্যম স্কুল খোলার ইচ্ছা নেই। একটা ইচ্ছা রয়েছে সেটা হলো ডক্টর লাক্সমি রামাস্বামী শ্রী মুদ্রার সহযোগিতায় এখানে একটি ভারতনাট্যম প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা যায় কিনা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.