এই প্রসঙ্গে অভিনেত্রী দেবাদৃতা তথা ধারাবাহিকের জয়ী বলেন, "দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আজও মনে পড়ে শুটিংয়ের সেই প্রথম দিনগুলোর কথা। আমরা সবাই মিলে একসঙ্গে আজকে ৫০০ পর্বের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছি। আশা করব, আমরা এই ভাবেই এগিয়ে যাব হাজার দেড়হাজার এপিসোডে। আর প্রথম যখন শুনেছিলাম এই ধারাবাহিকের জন্য আমাকে ফুটবল খেলতে হবে একটু আশ্চর্যই হয়েছিলাম। কারণ আমি কখনও ফুটবল খেলিনি কিন্তু ফুটবল খেলা দেখতাম।"
অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ওরফে রিভু বলেন, "আজকে আমরা যে এই ৫০০ পর্বের মাইলস্টোন ছুঁতে পেরেছি সেটা একমাত্র দর্শকের জন্য়। এর আগে জয়ী, সুকুমার ও সাগর দত্তের সঙ্গে লড়ে জিতেছে। এবার তো রয়েছে বিবি,তার সঙ্গে জয়ীর লড়াই কোথায় যায়, সেটাই আগামী পর্বের চমক।"
ধারাবাহিকের অন্য়ান্য় কলাকুশলীরা কী বললেন, জানতে দেখুন ভিডিয়ো...