লন্ডন, 14 মার্চ: সদ্য প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (homage to Lata Mangeshkar) কুর্নিশ জানাল ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ৷ বাফটার (BAFTA 2022) চলতি বছরের 'ইন মেমোরিয়াম' (BAFTA In Memoriam) বিভাগে স্মরণ করা হল মেলোডি কুইনকে ৷
কৌতুকাভিনেতা রেবেল উইলসন রবিবার দ্য রয়্যাল অ্যালবার্ট হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনা করেন ৷ গত 6 জানুয়ারি 92 বছর বয়সে চিরঘুমের দেশে চলে যান লতা মঙ্গেশকর ৷ তাঁকে শ্রদ্ধা জানিয়ে ব্রিটিশ অ্যাকাডেমি বলে, "এই ভারতীয় প্লেব্যাক সিঙ্গার তাঁর 70 বছরের কেরিয়ারে 25,000 গান গেয়েছেন, হাজারেরও বেশি হিন্দি ছবিতে গান গেয়েছেন ৷"
আরও পড়ুন: Dadagiri Special Episode: 'দাদাগিরি'র মঞ্চে এবার সন্ধ্যা, লতা, বাপ্পি স্মরণ
এও বলা হয় যে, 1974 সালে রয়্যাল অ্যালবার্ট হলে প্রথম ভারতীয় শিল্পী হিসেবে পারফর্ম করেছিলেন লতা মঙ্গেশকর ৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে উল্লেখ করা হয় তাঁর কয়েকটি বিখ্যাত গান ৷ বলা হয়, "ফিল্মে তাঁর কৃতিত্ব বিরাট ৷ তাঁর উল্লেখযোগ্য গানগুলি যে ফিল্মের সেগুলি হল, অনামিকা (1973), আশা (1980), দিল সে.. (1998) ও রং দে বসন্তী (2006)৷ 2001 সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন তিনি ৷"
বাফটার 'ইন মেমোরিয়াম' সেগমেন্টে লতা মঙ্গেশকর (BAFTA 2022 pays homage to Lata Mangeshkar) ছাড়াও শ্রদ্ধা জানানো হয়েছে, অভিনেতা-চিত্রনির্মাতা সিডনি পোইটিয়ের, পরিচালক ইভান রিটম্যান, সিনেম্যাটোগ্রাফার হ্যালিনা হাচিনস, অভিনেতা মনিকা ভিট্টি ও স্যালি কেলারম্যানকে ৷ যদিও ভুলবশত এই বিভাগ থেকে বাদ পড়েছেন 'গোল্ডেন গার্লস' স্টার বেট্টি হোয়াইট ৷ এই নিয়ে ব্রিটিশ অ্যাকাডেমির বিরুদ্ধে তোপ দেগে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে ৷ 2021 সালের 31 ডিসেম্বর প্রয়াত হন বেট্টি হোয়াইট ৷
আরও পড়ুন: Salman Sings 'Lag ja gale': লগ যা গলে ! গান গেয়ে লতাকে নিয়ে আবেগী সলমন