ETV Bharat / sitara

Babul Supriya on Small screen : রাজের হাত ধরে অভিনয়ের দ্বিতীয় ইনিংস শুরু বাবুল সুপ্রিয়র - Babul Supriya on Small screen

রাজনীতির মাঝ থেকে বিরতি নিয়ে ফের নাকি একবার অভিনয়ে ফিরছেন বাবুল সুপ্রিয় (Babul Supriya is coming back to acting) ৷ কয়েকদিন ধরে এমনই খবর উড়ছে টলিপাড়ার আনাচেকানাচে ৷ তবে বড় পর্দায় নয়, বাবুল নাকি ফিরতে চলেছেন ছোটপর্দায় ৷ আর সেই ধারাবাহিকের প্রযোজক হতে চলেছেন রাজ চক্রবর্তী।

Babul Supriya on small screen
ছোটপর্দায় বাবুল সুপ্রিয়
author img

By

Published : Jan 22, 2022, 4:18 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : সঙ্গীতশিল্পী তথা রাজিনীতিবিদ বাবুল সুপ্রিয়র অভিনয় শৈলীর কথা অজানা নয় কারওরই । তরুণ মজুমদারের 'চাঁদের বাড়ি' ছবিতে তাঁর অভিনয় আজও মনে রেখেছে দর্শক । কিন্তু এরপরেই টানা বিরতি । রাজনীতির ব্যাস্ততার আদ্যন্ত জড়িয়েছিলেন তিনি । মাঝেমধ্যে গান তাঁর গলায় একটা দু‘টো এসেছে ঠিকই, কিন্তু অভিনয়ে আর তাঁকে দেখা যায়নি ৷ সম্প্রতি তাঁর রাজনৈতিক জীবন থেকে কিছুটা সময় চুরি করে নিয়ে ফের একবার পর্দায় ফিরতে চলেছেন বাবুল ৷ তবে এবার ছোটপর্দায় তাঁর অভিনয় দেখবেন দর্শক (Viewers will see babul on Screen after long break)।

শোনা যাচ্ছে, যে চ্যানেলে চলছে 'গাঁটছড়া', 'মন ফাগুন', সেই চ্যানেলেই আসবে বাবুল সুপ্রিয়র অভিনীত নতুন ধারাবাহিক । কিন্তু চ্যানেলের তরফে এখনও কিছু জানানো হয়নি এই ব্যাপারে । ধারাবাহিকের নাম, স্লট, গল্প কিছুই জানা যায়নি । তবে, জানা গিয়েছে অসম বয়সি প্রেমের গল্প বলবে এই ধারাবাহিক । যেখানে বাবুল থাকবেন মুখ্য পুরুষ চরিত্রে । তাঁর সঙ্গে নাকি জুটি বাঁধবেন দেবচন্দ্রিমা সিংহ রায় । দেবচন্দ্রিমা বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ । তাঁর ছোটপর্দায় ডেভিউ হয় রাজ চক্রবর্তীর হাত ধরে, 'কাজললতা' ধারাবাহিকে । বাবুল সুপ্রিয় অভিনীত আসন্ন ধারাবাহিকের প্রযোজকও রাজ চক্রবর্তী । সূত্রের খবর দেবচন্দ্রিমা এবং বাবুল উভয়েরই লুক সেট হয়ে গিয়েছে বলে ।

অবশ্য এই ধারাবাহিক নিয়ে দেবচন্দ্রিমার কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমার কাছে এমন কোনও খবর নেই । লুক সেট একটা হয়েছে আমার । এরকম তো কতই হয় । সেটা এই কাজটার জন্যই কিনা আমার জানা নেই । আমার সঙ্গে এই ব্যাপারে কারও কোনও কথা হয়নি । চারদিকে খবর হচ্ছে দেখছি । অথচ আমিই জানি না যে আমি আছি এই ধারাবাহিকে । তবে, খবরটা যদি সত্যি হয় খুশি হব ।"

আরও পড়ুন : এক অদেখা পৃথিবী গল্প বলতে আসছে অভিষেক চৌধুরীর টিকিল্যান্ড

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় জনতা পার্টির মায়া ত্যাগ করে রাজ্যের শাসকদলে নাম লিখিয়েছেন বাবুল সুপ্রিয় । আর তার পরপরই এমন এক চমকপ্রদ খবর বাংলা বিনোদন দুনিয়ায়। এবার সময়ের অপেক্ষা । অস্বীকার করার উপায় নেই, বাবুল সুপ্রিয় যেখানে গান সেখানে । এই ধারাবাহিকে সুরের দায়িত্বে আছেন জিৎ গঙ্গোপাধ্যায় । কাহিনি এবং চিত্রনাট্য লেখার জন্য মুম্বই থেকে আসছেন এক জনপ্রিয় চিত্রনাট্যকার, এমনই খবর টলিপাড়ার আনাচেকানাচে ।

কলকাতা, 22 জানুয়ারি : সঙ্গীতশিল্পী তথা রাজিনীতিবিদ বাবুল সুপ্রিয়র অভিনয় শৈলীর কথা অজানা নয় কারওরই । তরুণ মজুমদারের 'চাঁদের বাড়ি' ছবিতে তাঁর অভিনয় আজও মনে রেখেছে দর্শক । কিন্তু এরপরেই টানা বিরতি । রাজনীতির ব্যাস্ততার আদ্যন্ত জড়িয়েছিলেন তিনি । মাঝেমধ্যে গান তাঁর গলায় একটা দু‘টো এসেছে ঠিকই, কিন্তু অভিনয়ে আর তাঁকে দেখা যায়নি ৷ সম্প্রতি তাঁর রাজনৈতিক জীবন থেকে কিছুটা সময় চুরি করে নিয়ে ফের একবার পর্দায় ফিরতে চলেছেন বাবুল ৷ তবে এবার ছোটপর্দায় তাঁর অভিনয় দেখবেন দর্শক (Viewers will see babul on Screen after long break)।

শোনা যাচ্ছে, যে চ্যানেলে চলছে 'গাঁটছড়া', 'মন ফাগুন', সেই চ্যানেলেই আসবে বাবুল সুপ্রিয়র অভিনীত নতুন ধারাবাহিক । কিন্তু চ্যানেলের তরফে এখনও কিছু জানানো হয়নি এই ব্যাপারে । ধারাবাহিকের নাম, স্লট, গল্প কিছুই জানা যায়নি । তবে, জানা গিয়েছে অসম বয়সি প্রেমের গল্প বলবে এই ধারাবাহিক । যেখানে বাবুল থাকবেন মুখ্য পুরুষ চরিত্রে । তাঁর সঙ্গে নাকি জুটি বাঁধবেন দেবচন্দ্রিমা সিংহ রায় । দেবচন্দ্রিমা বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ । তাঁর ছোটপর্দায় ডেভিউ হয় রাজ চক্রবর্তীর হাত ধরে, 'কাজললতা' ধারাবাহিকে । বাবুল সুপ্রিয় অভিনীত আসন্ন ধারাবাহিকের প্রযোজকও রাজ চক্রবর্তী । সূত্রের খবর দেবচন্দ্রিমা এবং বাবুল উভয়েরই লুক সেট হয়ে গিয়েছে বলে ।

অবশ্য এই ধারাবাহিক নিয়ে দেবচন্দ্রিমার কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমার কাছে এমন কোনও খবর নেই । লুক সেট একটা হয়েছে আমার । এরকম তো কতই হয় । সেটা এই কাজটার জন্যই কিনা আমার জানা নেই । আমার সঙ্গে এই ব্যাপারে কারও কোনও কথা হয়নি । চারদিকে খবর হচ্ছে দেখছি । অথচ আমিই জানি না যে আমি আছি এই ধারাবাহিকে । তবে, খবরটা যদি সত্যি হয় খুশি হব ।"

আরও পড়ুন : এক অদেখা পৃথিবী গল্প বলতে আসছে অভিষেক চৌধুরীর টিকিল্যান্ড

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় জনতা পার্টির মায়া ত্যাগ করে রাজ্যের শাসকদলে নাম লিখিয়েছেন বাবুল সুপ্রিয় । আর তার পরপরই এমন এক চমকপ্রদ খবর বাংলা বিনোদন দুনিয়ায়। এবার সময়ের অপেক্ষা । অস্বীকার করার উপায় নেই, বাবুল সুপ্রিয় যেখানে গান সেখানে । এই ধারাবাহিকে সুরের দায়িত্বে আছেন জিৎ গঙ্গোপাধ্যায় । কাহিনি এবং চিত্রনাট্য লেখার জন্য মুম্বই থেকে আসছেন এক জনপ্রিয় চিত্রনাট্যকার, এমনই খবর টলিপাড়ার আনাচেকানাচে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.