কলকাতা : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গানের মাধ্যমে দুই বন্ধুর গল্প শোনালেন সংগীত পরিচালক অনুপম রায় ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । গানটির নাম 'মাইকেল বিদ্যাসাগর সংবাদ'। এটি গেয়েছেন অনুপম ও অনির্বাণ দু'জনেই । বিদ্যাসাগরের চরিত্রে অনির্বাণ ও মাইকেল মধুসূদন দত্তর চরিত্রে দেখা গিয়েছে অনুপমকে।
ভিডিওটির ভাবনা পুরোটাই অনির্বাণের । গানটি লিখেছেন অনুপম । মাইকেল মধুসূদন দত্ত তখন বিদেশে ব্যারিস্টারি পড়ছিলেন । সেই সময় অর্থ সংকটে পড়েছিলেন মধুসূদন । বিদ্যাসাগরের কাছে সাহায্য চান তিনি । সেই সময় বাকিরা মুখ ফিরিয়ে নিলেও বিদ্যাসাগর তাঁর থেকে মুখ ফেরাননি । সাধ্যমতো মাইকেলকে অর্থ সাহায্য করেছিলেন তিনি । গানের মাধ্যমে এই বিষয়টি তুলে ধরা হয়েছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এ প্রসঙ্গে অনির্বাণ বলেন, "ছোটো থেকেই এই দুই মহান ব্যক্তির দ্বারা আমি খুব অনুপ্রাণিত । এই কাজটি তাই আমার মনের খুবই কাছের । গানটি অতীত ও ভবিষ্যতের মধ্যে মেলবন্ধন । এমন কিছু আছে এই গানে যেটি কিনা অতীত ও ভবিষ্যৎকে জুড়ে রাখে । আমরা প্রত্যেকটি ছোটো ছোটো বিষয়ের উপর জোর দিয়েছি । যাতে কোনও খুঁত না থাকে ।"
এই ভিডিয়োর জন্য SVF মিউজ়িককে ধন্যবাদ জানিয়েছেন অনুপম । বলেন, "ভীষণ অন্যরকম একটা কাজ করলাম । মত বিরোধ থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল । একসময় মধুসূদনের লেখনীর সমালোচনা করেছিলেন বিদ্যাসাগর । মধুসূদনের লেখার মর্মই বুঝতে পারেননি বিদ্যাসাগর । কিন্তু সময়ের বহমান স্রোতে এই দুই ব্যক্তি হয়ে ওঠেন অভিন্নহৃদয় বন্ধু ।"