কলকাতা : ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন (EIMPCC)-র সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পলকে । সংগঠনের কোনও কাজকর্মের সঙ্গে যুক্ত না থাকায় এই সিদ্ধান্ত ।
সিনেমা, টেলিভিশনের সঙ্গে যুক্ত শিল্পী ও টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে পথ চলা শুরু করে EIMPCC । সংগঠনের পথ চলার শুরুতেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন অগ্নিমিত্রা । সংগঠনের সঙ্গে যুক্ত হয়েই প্রথম সাংবাদিক বৈঠক ও দু'টি মিছিলে যোগ দিয়ে বর্তমান অচলাবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি । কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি আর সেভাবে এই সংগঠনের কোনও কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না ।
EIMPCC-র তরফে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনও উত্তর দেননি । সংগঠনের নিয়ম অনুযায়ী, পরপর পাঁচটি বৈঠকে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল করে দেওয়া হয় । তাই একপ্রকার বাধ্য হয়েই সংগঠনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অগ্নিমিত্রা পলকে ।
EIMPCC-র নতুন সভাপতি হিসেবে যোগ দিলেন বাবান ঘোষ । চেয়ারম্যান হিসেবে এলেন জর্জ বেকার । জেনেরাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলেন সংঘমিত্রা চৌধুরি ।