ETV Bharat / sitara

EIMPCC-র সভাপতি পদ থেকে সরানো হল অগ্নিমিত্রা পলকে - kolkata

সংগঠনের কাজের সঙ্গে যুক্ত না থাকায় সভাপতি পদ থেকে সরানো হল অগ্নিমিত্রা পলকে । নতুন সভাপতি হলেন বাবান ঘোষ ।

অগ্নিমিত্রা পল
author img

By

Published : Sep 18, 2019, 10:40 AM IST

Updated : Sep 18, 2019, 11:48 AM IST

কলকাতা : ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন (EIMPCC)-র সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পলকে । সংগঠনের কোনও কাজকর্মের সঙ্গে যুক্ত না থাকায় এই সিদ্ধান্ত ।

সিনেমা, টেলিভিশনের সঙ্গে যুক্ত শিল্পী ও টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে পথ চলা শুরু করে EIMPCC । সংগঠনের পথ চলার শুরুতেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন অগ্নিমিত্রা । সংগঠনের সঙ্গে যুক্ত হয়েই প্রথম সাংবাদিক বৈঠক ও দু'টি মিছিলে যোগ দিয়ে বর্তমান অচলাবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি । কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি আর সেভাবে এই সংগঠনের কোনও কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

EIMPCC-র তরফে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনও উত্তর দেননি । সংগঠনের নিয়ম অনুযায়ী, পরপর পাঁচটি বৈঠকে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল করে দেওয়া হয় । তাই একপ্রকার বাধ্য হয়েই সংগঠনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অগ্নিমিত্রা পলকে ।

EIMPCC-র নতুন সভাপতি হিসেবে যোগ দিলেন বাবান ঘোষ । চেয়ারম্যান হিসেবে এলেন জর্জ বেকার । জেনেরাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলেন সংঘমিত্রা চৌধুরি ।

কলকাতা : ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন (EIMPCC)-র সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পলকে । সংগঠনের কোনও কাজকর্মের সঙ্গে যুক্ত না থাকায় এই সিদ্ধান্ত ।

সিনেমা, টেলিভিশনের সঙ্গে যুক্ত শিল্পী ও টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে পথ চলা শুরু করে EIMPCC । সংগঠনের পথ চলার শুরুতেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন অগ্নিমিত্রা । সংগঠনের সঙ্গে যুক্ত হয়েই প্রথম সাংবাদিক বৈঠক ও দু'টি মিছিলে যোগ দিয়ে বর্তমান অচলাবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি । কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি আর সেভাবে এই সংগঠনের কোনও কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

EIMPCC-র তরফে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনও উত্তর দেননি । সংগঠনের নিয়ম অনুযায়ী, পরপর পাঁচটি বৈঠকে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল করে দেওয়া হয় । তাই একপ্রকার বাধ্য হয়েই সংগঠনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অগ্নিমিত্রা পলকে ।

EIMPCC-র নতুন সভাপতি হিসেবে যোগ দিলেন বাবান ঘোষ । চেয়ারম্যান হিসেবে এলেন জর্জ বেকার । জেনেরাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলেন সংঘমিত্রা চৌধুরি ।

Intro:শিল্পী ও টেকনিশিয়ানদের আন্দোলনে গঠিত EIMPCC এর সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অগ্নিমিত্রা পল কে

অমিত চক্রবর্তী, কলকাতা: দ্বিতীয়বার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরপরই বর্তমান দেশের শাসক দলের পক্ষ থেকে রাজনীতির পাশাপাশি সিনেমা বা বিনোদন জগতে নিজেদের আধিপত্য বিস্তার করতে সিনেমা ও টেলিভিশন এর অভিনেতা, অভিনেত্রী টেকনিশিয়ানদের জন্য শুরু হয় নতুন সংস্থা ইস্টান ইন্ডিয়া মোশন পিকচারস কালচারাল কনফেডারেশন এর। এবং সূচনালগ্নেই সংস্থার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল কে। নতুন সংগঠনে যুক্ত হয়ে তিনি সংস্থার প্রথম সাংবাদিক সম্মেলন এবং দুটি রেলিতে যোগদান করে বর্তমান অচল অবস্থায় বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল তিনি আর সেভাবে এই সংগঠনের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না।এবং সংগঠনের তরফ থেকে যতবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় ততবারই তিনি নিরুত্তাপ থাকেন। আর সংস্থার নিয়ম অনুযায়ী পরপর পাঁচটি বৈঠকে অনুপস্থিত থাকলে, তার সদস্যপদ বাতিল হিসেবে গণ্য করা হয়।তাই একপ্রকার বাধ্য হয়েই নবগঠিত ইন্ডিয়ান কালচারাল কনফেডারেশন সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল অগ্নিমিত্রা পল কে। তার জায়গায় প্রেসিডেন্ট সভাপতি হিসেবে এলেন বাবান ঘোষ। আর চেয়ারম্যান হিসেবে জায়গা পেলেন জর্জ বেকার।আর জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলেন সংঘমিত্রা চৌধুরী। আর এ প্রসঙ্গে ইটিভি ভারত সিতারার ক্যামেরার মুখোমুখি হয় নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি সংঘমিত্রা চৌধুরী জানালেন।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Sep 18, 2019, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.