কলকাতা : লকডাউনের জেরে এখন সম্পূর্ণ স্তব্ধ যাত্রা জগৎ । যদিও এই সময়টা তাঁদের রোজগারের সময় । সামনেই রথযাত্রা । প্রতি বছর রথে নতুন করে সেজে ওঠে যাত্রার জগৎ । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে এবছরটা একেবারেই আলাদা । এ বছর সব কিছুই অনিশ্চিত । এই পরিস্থিতির মধ্যে কেমন আছেন যাত্রাশিল্পীরা ? এ বিষয়ে যাত্রাশিল্পী যুবরাজ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিল ETV ভারত সিতারা ।
![sdf](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20200513-wa0014_1305newsroom_1589356772_285.jpg)
ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাস যাত্রার জন্য ভালো সময় । পুজোর ষষ্ঠী থেকে শুরু হয় যাত্রার সিজ়ন । রথযাত্রা থেকে শুরু হয় সেই সব যাত্রার প্রস্তুতি । চিৎপুরে বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর থেকে নায়েকরা এসে বুকিং করেন, পোস্টার তৈরি হয়, শিল্পীদের কাছে অভিনয়ের প্রস্তাব আসে । তবে এখন লকডাউনের কারণে সবকিছুই খুব অনিশ্চিত হয়ে পড়েছে । তাই নিয়ে খুবই চিন্তায় রয়েছেন যুবরাজ ।
যুবরাজ বলেন, "আজ সারা পৃথিবী কোরোনা ভাইরাসে আক্রান্ত । সব শিল্পই আজ বন্ধ । প্রতিটা ঘরে লোক কী খাবে, কীভাবে বাঁচবে বুঝতেই পারছেন না । ঠিক একই অবস্থা আমাদের যাত্রা জগতেরও । এই শিল্পের সঙ্গে জড়িত অনেক মানুষ, অর্থনৈতিকভাবে খুব বিপদে পড়েছেন সবাই । এই বছর আমাদের সিজ়ন সম্পূর্ণভাবে নষ্ট । আগামীতে কী হতে চলেছে, তা আমরা এখনও কেউ জানি না । সামনের মাস থেকে আমাদের নতুন সিজ়ন শুরু । রথযাত্রায় আমাদের নতুন বিজ্ঞাপন দিয়ে মহরৎ শুরু হয় । সবকিছুই এখন খুব সংশয়ের মধ্যে ।"