ETV Bharat / sitara

Gourab Roy Chowdhury : বাড়ি আর পাড়ায় কাটবে দুর্গাপুজো, দ্রুত শ্যুটিংয়ে ফিরছেন গৌরব - Gourab Roy Chowdhury, pujo plan, Ekannoborti, Ogo Nirupama

ইটিভি ভারতকে গৌরব জানিয়েছেন, অপারেশনের আগেই 'একান্নবর্তী'র শ্যুটিং সেরে রেখে গিয়েছিলেন তিনি ।

Gourab Roy Chowdhury
পুজোর পরেই ফের শুটিংয়ে ফিরছেন, ইটিভি ভারতকে জানালেন অভিনেতা গৌরব
author img

By

Published : Sep 30, 2021, 10:33 AM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: দিনকয়েক আগেই ডান হাতের কনুইয়ে সার্জারি হয়েছে অভিনেতা গৌরব রায়চৌধুরীর । তার আগে কপালে ফোঁড়ার কারণে বেশ কিছুদিন ভুগেছেন তিনি । আপাতত নিজের বাড়িতেই বিশ্রামে আছেন গৌরব । পুজোর পরেই ফিরবেন কাজে । কিন্তু এবারের পুজোয় বেশি ঘোরাফেরায় মাতবেন না বলে জানিয়েছেন এই অভিনেতা ৷

কয়েকদিন আগেই শেষ হয়েছে গৌরব অভিনীত বাংলা ধারাবাহিক 'ওগো নিরুপমা' । আবির রায়চৌধুরীকে ভুলতে সময় লাগবে টেলি দর্শকের । তবে, কেউ যদি বড়পর্দার দিকে তাকান তা হলে ফের এক দারুণ ভূমিকায় পাবেন তাঁদের প্রিয় অভিনেতাকে । মৈনাক ভৌমিক পরিচালিত 'একান্নবর্তী'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌরব রায়চৌধুরী । এই মুহূর্তে বাড়িতেই বিশ্রামে আছেন অভিনেতা । কারণ দিনকয়েক আগেই হাতের বোন সার্জারি হয়েছে গৌরবের । তার আগে কপালে ফোঁড়ার কারণে বেশ কিছুদিন ভুগেছেন তিনি । তাঁর হাতের সমস্যা বেশ জটিল জায়গায় পৌঁছে গিয়েছিল । তবে, সব বাধা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা ।

আরও পড়ুন : Devlina Kumar: মহালয়ায় দেবী স্কন্দমাতার অবতারে দেবলীনা কুমার

ইটিভি ভারতকে গৌরব জানিয়েছেন, অপারেশনের আগেই 'একান্নবর্তী'র শ্যুটিং সেরে রেখে গিয়েছিলেন তিনি । গৌরবের এ বছর পুজো প্ল্যান কী, জানতে চাইলে তিনি জানান, "বড় সার্জারি হয়েছে হাতে । অনেক ধকল গিয়েছে শরীরের উপর দিয়ে । ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন । ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুজোর পর থেকে কাজ শুরু করব । তবে, এবারের পুজো মায়ের সঙ্গেই কাটাব । দূরে কোথাও যাব না । বেশি ঘোরাফেরায় মাতব না এবার । পাড়াতেই থাকব । আশপাশের ঠাকুর দেখব মায়ের সঙ্গেই । এ ছাড়া পাড়ায় বসে আড্ডা মারব । এমনিতেই ভিড়ভাট্টায় বিধিনিষেধ জারি আছে । ফলে, ভিড় বাড়িয়ে বিপদ বাড়ানোর যুক্তি নেই । তাছাড়া টিভি আর অনলাইন তো আছেই । ঘরে বসে দূরের সব ঠাকুর দেখব। বাড়িতেই খাওয়া দাওয়া করব । অনেক সুস্থ এখন আমি । আশা করি মায়ের আশীর্বাদে ভাল হয়ে যাব বাকিটা । সকলের আশীর্বাদে কাজে ফিরব খুব তাড়াতাড়ি ।"

কলকাতা, 30 সেপ্টেম্বর: দিনকয়েক আগেই ডান হাতের কনুইয়ে সার্জারি হয়েছে অভিনেতা গৌরব রায়চৌধুরীর । তার আগে কপালে ফোঁড়ার কারণে বেশ কিছুদিন ভুগেছেন তিনি । আপাতত নিজের বাড়িতেই বিশ্রামে আছেন গৌরব । পুজোর পরেই ফিরবেন কাজে । কিন্তু এবারের পুজোয় বেশি ঘোরাফেরায় মাতবেন না বলে জানিয়েছেন এই অভিনেতা ৷

কয়েকদিন আগেই শেষ হয়েছে গৌরব অভিনীত বাংলা ধারাবাহিক 'ওগো নিরুপমা' । আবির রায়চৌধুরীকে ভুলতে সময় লাগবে টেলি দর্শকের । তবে, কেউ যদি বড়পর্দার দিকে তাকান তা হলে ফের এক দারুণ ভূমিকায় পাবেন তাঁদের প্রিয় অভিনেতাকে । মৈনাক ভৌমিক পরিচালিত 'একান্নবর্তী'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌরব রায়চৌধুরী । এই মুহূর্তে বাড়িতেই বিশ্রামে আছেন অভিনেতা । কারণ দিনকয়েক আগেই হাতের বোন সার্জারি হয়েছে গৌরবের । তার আগে কপালে ফোঁড়ার কারণে বেশ কিছুদিন ভুগেছেন তিনি । তাঁর হাতের সমস্যা বেশ জটিল জায়গায় পৌঁছে গিয়েছিল । তবে, সব বাধা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা ।

আরও পড়ুন : Devlina Kumar: মহালয়ায় দেবী স্কন্দমাতার অবতারে দেবলীনা কুমার

ইটিভি ভারতকে গৌরব জানিয়েছেন, অপারেশনের আগেই 'একান্নবর্তী'র শ্যুটিং সেরে রেখে গিয়েছিলেন তিনি । গৌরবের এ বছর পুজো প্ল্যান কী, জানতে চাইলে তিনি জানান, "বড় সার্জারি হয়েছে হাতে । অনেক ধকল গিয়েছে শরীরের উপর দিয়ে । ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন । ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুজোর পর থেকে কাজ শুরু করব । তবে, এবারের পুজো মায়ের সঙ্গেই কাটাব । দূরে কোথাও যাব না । বেশি ঘোরাফেরায় মাতব না এবার । পাড়াতেই থাকব । আশপাশের ঠাকুর দেখব মায়ের সঙ্গেই । এ ছাড়া পাড়ায় বসে আড্ডা মারব । এমনিতেই ভিড়ভাট্টায় বিধিনিষেধ জারি আছে । ফলে, ভিড় বাড়িয়ে বিপদ বাড়ানোর যুক্তি নেই । তাছাড়া টিভি আর অনলাইন তো আছেই । ঘরে বসে দূরের সব ঠাকুর দেখব। বাড়িতেই খাওয়া দাওয়া করব । অনেক সুস্থ এখন আমি । আশা করি মায়ের আশীর্বাদে ভাল হয়ে যাব বাকিটা । সকলের আশীর্বাদে কাজে ফিরব খুব তাড়াতাড়ি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.