কলকাতা: লাগাতার আর্টিস্ট ফোরাম ও শিল্পীদের চাপের মুখে পড়ে আজ সকালে রানা সরকার, আর্টিস্ট ফোরাম ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে একটি চিঠি দেন। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন দাগ ক্রিয়েটিভ মিডিয়ার তরফ থেকে চ্যানেল কর্তৃপক্ষকে 'নো অবজেকশন সার্টিফিকেট' প্রদান করা হয়েছে।
আরও পড়ুন : বকেয়া টাকা বাকি, প্রযোজকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর্টিস্ট ফোরামের
রানা সরকার সেই সঙ্গে এটাও জানিয়ে দেন যে, এরপর যদি চ্যানেল কর্তৃপক্ষ আর্টিস্টদের বকেয়া বেতন দিতে কোনও রকমের টালবাহানা করে, সেক্ষেত্রে দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও রানা সরকার কোনো রকমের দায়িত্বভার গ্রহণ করবে না।
বিষয়টি নিয়ে ETV ভারত যোগাযোগ করেছিল আর্টিস্ট ফোরামের সদস্য ও অভিনেতা অরিন্দম গাঙ্গুলির সঙ্গে। তিনি এ বিষয়ে আমাদের জানান যে, রানা সরকারের তরফ থেকে একটি চিঠি আর্টিস্ট ফোরাম পেয়েছে। সেই খবর তাঁরাও পেয়েছেন। তবে পরবর্তী মিটিংয়ের আগে আর কিছু বলতে চাইলেন না অরিন্দম গাঙ্গুলি।