কলকাতা : পথ চলা শুরু করল শিল্পী, টেকনিশিয়ানদের নতুন সংস্থা বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ । বিভিন্ন সমস্যা থেকে শিল্পী ও টেকনিশিয়ানদের সুরক্ষা দিতে শুরু হল এই পরিষদ । গতকাল কলকাতা প্রেস ক্লাবে BJP-র উদ্যোগে এই অনুষ্ঠান হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি, দেশপ্রিয় রায়চৌধুরি, গায়ক পেলে ভট্টাচার্য, পরিচালক মিলন ভৌমিক সহ আরও অনেকে ।
গত কয়েক মাস ধরে বাংলা ধারাবাহিকের দর্শক সংখ্যা যেমন বেড়েছে, বেড়েছে বিতর্কও । শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া পারিশ্রমিক না মেটানো, বিদেশে শুটিং করতে গেলে নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান না নিয়ে যাওয়ার অভিযোগে শুটিং বাতিল বা কোনও সময় গিল্ডের সদস্য হওয়ায় নতুন সুযোগ না দেওয়া । সব কিছু নিয়েই শুরু হয়েছে নানা বিতর্ক । আর তাই এই সমস্যাগুলি থেকে সুরক্ষা দিতে তৈরি করা হল নতুন সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ।