ETV Bharat / sitara

আনুষ্ঠানিকভাবে শুরু হল নতুন সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ - Biswjit Chatterjee

আনুষ্ঠানিকভাবে শুরু হল বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ । শিল্পী, টেকনিশিয়ানদের বিভিন্ন সমস্যা থেকে সুরক্ষা দিতে এই পরিষদ গঠন করা হল । গতকাল কলকাতা প্রেস ক্লাবে এই পরিষদের উদ্বোধন হয় ।

বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উদ্বোধনী অনুষ্ঠান
author img

By

Published : Jun 23, 2019, 1:30 PM IST

Updated : Jun 23, 2019, 1:44 PM IST

কলকাতা : পথ চলা শুরু করল শিল্পী, টেকনিশিয়ানদের নতুন সংস্থা বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ । বিভিন্ন সমস্যা থেকে শিল্পী ও টেকনিশিয়ানদের সুরক্ষা দিতে শুরু হল এই পরিষদ । গতকাল কলকাতা প্রেস ক্লাবে BJP-র উদ্যোগে এই অনুষ্ঠান হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি, দেশপ্রিয় রায়চৌধুরি, গায়ক পেলে ভট্টাচার্য, পরিচালক মিলন ভৌমিক সহ আরও অনেকে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গত কয়েক মাস ধরে বাংলা ধারাবাহিকের দর্শক সংখ্যা যেমন বেড়েছে, বেড়েছে বিতর্কও । শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া পারিশ্রমিক না মেটানো, বিদেশে শুটিং করতে গেলে নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান না নিয়ে যাওয়ার অভিযোগে শুটিং বাতিল বা কোনও সময় গিল্ডের সদস্য হওয়ায় নতুন সুযোগ না দেওয়া । সব কিছু নিয়েই শুরু হয়েছে নানা বিতর্ক । আর তাই এই সমস্যাগুলি থেকে সুরক্ষা দিতে তৈরি করা হল নতুন সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ।

কলকাতা : পথ চলা শুরু করল শিল্পী, টেকনিশিয়ানদের নতুন সংস্থা বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ । বিভিন্ন সমস্যা থেকে শিল্পী ও টেকনিশিয়ানদের সুরক্ষা দিতে শুরু হল এই পরিষদ । গতকাল কলকাতা প্রেস ক্লাবে BJP-র উদ্যোগে এই অনুষ্ঠান হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি, দেশপ্রিয় রায়চৌধুরি, গায়ক পেলে ভট্টাচার্য, পরিচালক মিলন ভৌমিক সহ আরও অনেকে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গত কয়েক মাস ধরে বাংলা ধারাবাহিকের দর্শক সংখ্যা যেমন বেড়েছে, বেড়েছে বিতর্কও । শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া পারিশ্রমিক না মেটানো, বিদেশে শুটিং করতে গেলে নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান না নিয়ে যাওয়ার অভিযোগে শুটিং বাতিল বা কোনও সময় গিল্ডের সদস্য হওয়ায় নতুন সুযোগ না দেওয়া । সব কিছু নিয়েই শুরু হয়েছে নানা বিতর্ক । আর তাই এই সমস্যাগুলি থেকে সুরক্ষা দিতে তৈরি করা হল নতুন সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ।

Intro:পথ চলা শুরু করলো শিল্পী ও টেকনিশিয়ানদের নতুন সংস্থা বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ


অমিত চক্রবর্তী,কলকাতা: গত কয়েক মাস ধরে বাংলা ধারাবাহিকের দর্শক সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে, ঠিক সেভাবেই বৃদ্ধি ঘটছে এই ধারাবাহিক গুলি কে কেন্দ্র করে একের পর এক বিতর্ক। কোন সময় শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া পারিশ্রমিক না মেটানো, কোন সময় বিদেশে শুটিং করতে গেলে নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান না নিয়ে যাওয়ার অভিযোগে শুটিং বাতিল, বা কোন সময় গিল্ডের সদস্য হওয়ার জন্য নতুন করে সুযোগ না দেওয়া। এই সব কিছু নিয়ে বাংলা ধারাবাহিক কে কেন্দ্র করে বিতর্ক জমজমাট। আর এই সমস্যা থেকে শিল্পী ও টেকনিশিয়ানদের সুরক্ষা দিতে আজ কলকাতা প্রেসক্লাবে বিজেপির উদ্যোগে শুরু হলো নতুন সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীত দিনের অসামান্য অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জী, দেশপ্রিয় রায়চৌধুরী, গায়ক পেলে ভট্টাচার্য,পরিচালক মিলন ভৌমিক সহ আরো অনেকে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jun 23, 2019, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.