ETV Bharat / sitara

Golondaaj Box Office Collection : প্রথম সপ্তাহে বক্স অফিসে কামাল দেখাল 'গোলন্দাজ', আপ্লুত দেব - Box Office

মাত্র সাতদিনে 2 কোটি টাকার উপর ব্যবসা করেছে 'গোলন্দাজ'। ছবি নির্মাতারা আগামী সপ্তাহগুলোতে আরও ভাল ফলাফলের প্রত্যাশা করছে।

Golondaaj Box Office Collection
প্রথম সপ্তাহে বক্স অফিসে কামাল 'গোলন্দাজে'র, আপ্লুত দেব
author img

By

Published : Oct 17, 2021, 10:29 PM IST

কলকাতা, 17 অক্টোবর : মায়ের সঙ্গে ফিটন গাড়ি চড়ে যাওয়ার সময় সাহেবদের ফুটবল খেলা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি ৷ পরবর্তীতে প্রথম ভারতীয় হিসেবে ফুটবলে প্রথম পা ছুঁয়ে ইতিহাস গড়েছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ৷ নগেন্দ্র প্রসাদকে তাই নিঃসংকোচেই এদেশে ফুটবলের পথিকৃৎ আখ্য়া দেওয়া যায় ৷ সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে পর্দায় এনে এবার পুজোয় চমক দিয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ৷ ছবির নাম 'গোলন্দাজ' ৷

প্রতাাশামতই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে সুপারস্টার দেব, ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ঐতিহাসিক এই ছবি । পুজোর ভরা মরসুমেও দেবের ক্য়ারিশমা দেখতে শহরের প্রেক্ষাগৃহগুলোতে উপচে পড়েছিল ভিড় ৷ টানা 4-5 দিন হাউজফুল থাকার পর এখনও এই ছবি টানছে দর্শককে। দেব অভিনীত 'গোলন্দাজ' প্রেক্ষাগৃহে দর্শককে পুনরায় হলমুখী করতে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করল, এমনই দাবি প্রযোজনা সংস্থার। রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে 50 শতাংশেরও বেশি স্ক্রিনিং পেয়েছে এই ছবি। মাত্র সাতদিনে ইতিমধ্যেই 2 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'গোলন্দাজ'। ছবি নির্মাতারা আগামী সপ্তাহগুলোতে আরও ভাল ফলাফলের প্রত্যাশা করছে। কারণ তাদের বিশ্বাস উৎসবের মরশুম পেরিয়ে গেলেও ঐতিহাসিক পটভূমিকায় তৈরি এই স্পোর্টস ড্রামা দর্শককে সিনেমা হলে নিয়ে যাবে।

গোলন্দাজের সাফল্য প্রসঙ্গে দেব বলেন, "আমি আনন্দিত যে মানুষ সিনেমা উদযাপনের জন্য প্রেক্ষাগৃহে ফিরে এসেছে। গত দু'বছর ধরে এই মহামারি পরিস্থিতিতে মানুষকে সিনেমা হলে ফিরিয়ে আনা খুব কঠিন ছিল এবং আমরা একটি দল হিসেবে খুবই খুশি যে আমরা প্রেক্ষাগৃহে দর্শককে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। চিয়ার্স এবং হুইসেল দিয়ে গোলন্দাজকে বরণ করেছে দর্শক।"

আরও পড়ুন : শহরের ইতিকথা, ‘কলকাতা চলন্তিকা’র প্রথম পোস্টার লুক নিয়ে হাজির পাভেল

পরিচালক ধ্রুব ব্যানার্জি এবং মুখ্য চরিত্রাভিনেতা দেব স্বভাবতই গোলন্দাজের সাফল্যে আপ্লুত। ধ্রুব ব্যানার্জি জানিয়েছেন, "অত্যন্ত আনন্দিত যে কঠোর পরিশ্রমের সুফল আমরা পেয়েছি এবং আমরা বাঙালি দর্শকদের এরকম ছবি উপহার দিতে পেরে খুশি। গোলন্দাজকে এত ভালবাসা দেওয়ার জন্য আমি বাংলার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।"

কলকাতা, 17 অক্টোবর : মায়ের সঙ্গে ফিটন গাড়ি চড়ে যাওয়ার সময় সাহেবদের ফুটবল খেলা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি ৷ পরবর্তীতে প্রথম ভারতীয় হিসেবে ফুটবলে প্রথম পা ছুঁয়ে ইতিহাস গড়েছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ৷ নগেন্দ্র প্রসাদকে তাই নিঃসংকোচেই এদেশে ফুটবলের পথিকৃৎ আখ্য়া দেওয়া যায় ৷ সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে পর্দায় এনে এবার পুজোয় চমক দিয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ৷ ছবির নাম 'গোলন্দাজ' ৷

প্রতাাশামতই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে সুপারস্টার দেব, ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ঐতিহাসিক এই ছবি । পুজোর ভরা মরসুমেও দেবের ক্য়ারিশমা দেখতে শহরের প্রেক্ষাগৃহগুলোতে উপচে পড়েছিল ভিড় ৷ টানা 4-5 দিন হাউজফুল থাকার পর এখনও এই ছবি টানছে দর্শককে। দেব অভিনীত 'গোলন্দাজ' প্রেক্ষাগৃহে দর্শককে পুনরায় হলমুখী করতে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করল, এমনই দাবি প্রযোজনা সংস্থার। রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে 50 শতাংশেরও বেশি স্ক্রিনিং পেয়েছে এই ছবি। মাত্র সাতদিনে ইতিমধ্যেই 2 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'গোলন্দাজ'। ছবি নির্মাতারা আগামী সপ্তাহগুলোতে আরও ভাল ফলাফলের প্রত্যাশা করছে। কারণ তাদের বিশ্বাস উৎসবের মরশুম পেরিয়ে গেলেও ঐতিহাসিক পটভূমিকায় তৈরি এই স্পোর্টস ড্রামা দর্শককে সিনেমা হলে নিয়ে যাবে।

গোলন্দাজের সাফল্য প্রসঙ্গে দেব বলেন, "আমি আনন্দিত যে মানুষ সিনেমা উদযাপনের জন্য প্রেক্ষাগৃহে ফিরে এসেছে। গত দু'বছর ধরে এই মহামারি পরিস্থিতিতে মানুষকে সিনেমা হলে ফিরিয়ে আনা খুব কঠিন ছিল এবং আমরা একটি দল হিসেবে খুবই খুশি যে আমরা প্রেক্ষাগৃহে দর্শককে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। চিয়ার্স এবং হুইসেল দিয়ে গোলন্দাজকে বরণ করেছে দর্শক।"

আরও পড়ুন : শহরের ইতিকথা, ‘কলকাতা চলন্তিকা’র প্রথম পোস্টার লুক নিয়ে হাজির পাভেল

পরিচালক ধ্রুব ব্যানার্জি এবং মুখ্য চরিত্রাভিনেতা দেব স্বভাবতই গোলন্দাজের সাফল্যে আপ্লুত। ধ্রুব ব্যানার্জি জানিয়েছেন, "অত্যন্ত আনন্দিত যে কঠোর পরিশ্রমের সুফল আমরা পেয়েছি এবং আমরা বাঙালি দর্শকদের এরকম ছবি উপহার দিতে পেরে খুশি। গোলন্দাজকে এত ভালবাসা দেওয়ার জন্য আমি বাংলার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.