ETV Bharat / sitara

Ed Sheeran: করোনা আক্রান্ত ব্রিটিশ সঙ্গীত তারকা এড শিরান - এড শিরান

করোনা আক্রান্ত ব্রিটিশ সঙ্গীত তারকা এড শিরান ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি একথা জানিয়েছেন ৷ বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন শিরান ৷ বাড়ি থেকেই অনলাইনে প্রমোশনাল এবং সাক্ষাৎকার সারবেন ৷

english-singer-ed-sheeran-testes-positive-for-covid-19
করোনা আক্রান্ত ব্রিটিশ সঙ্গীত তারকা এড শিরান
author img

By

Published : Oct 25, 2021, 7:29 PM IST

লন্ডন, 25 অক্টোবর : করোনা আক্রান্ত হলেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী এড শিরান ৷ বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন ৷ স্থানীয় সময় রবিবার ইনস্টাগ্রামে তারকা সঙ্গীত শিল্পী নিজেই এই খবর জানান ৷ পাশাপাশি, তাঁর অনুরাগী এবং শো’র চুক্তিকারীদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন ‘শেপ অফ ইউ’ খ্যাত তারকা শিল্পী ৷ তবে, যতটা সম্ভব তিনি বাড়ি থেকে অনলাইনে তাঁর সাক্ষাৎকার এবং গানের পারফরমেন্স করবেন বলে জানিয়েছেন শিরান ৷

এড শিরান তাঁর পোস্টে লেখেন, ‘‘হ্যালো বন্ধুরা ৷ দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ৷ তাই আমি এখন সেলফ আইসোলেশনে রয়েছি সরকারি নির্দেশিকা মেনে ৷ অর্থাৎ, আমি আগামী দিনে কোনও ব্যক্তিকে দেওয়া কথাই রাখতে পারব না ৷ তাই যতটা সম্ভব আমি পরিকল্পিত সাক্ষাৎকার এবং পারফরমেন্স আমার বাড়ি থেকে করব ৷ কাউকে হতাশ করে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ সবাই নিরাপদে থাকবেন ৷’’

আরও পড়ুন : Alec Baldwin : সিনেমার শ্যুটিংয়ে বড়সড় বিপত্তি, অভিনেতার প্রপ গানের গুলিতে মৃত্যু মহিলার ; জখম পরিচালক

বছর 30’র এই সঙ্গীত তারকার আগামী 6 নভেম্বর ‘সাটারডে নাইট লাইভে’ অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল ৷ এই মুহূর্তে গোটা ইউরোপ জুড়ে তার পরপর একাধিক কনসার্ট করার কথা, যা আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত চলবে ৷ তবে, তাঁর প্রমোশনাল কাজকর্ম তিনি বাড়ি থেকে অনলাইনেই করবেন বলে জানিয়ে দিয়েছেন ৷ সেখানে তাঁর এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ বর্তমানে ইংল্যান্ডে করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে ৷ গত সাতদিনে যুক্তরাজ্যে 3 লক্ষ 28 হাজার 287 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে 949 জন মারা গিয়েছেন এবং 6 হাজার 720 জন হাসপাতালে ভর্তি হয়েছেন ৷

আরও পড়ুন : Burj Khalifa-AR Rahman : দুবাইয়ের বুর্জ খলিফায় রহমানের সুরে বাথুকাম্মা সংগীত

লন্ডন, 25 অক্টোবর : করোনা আক্রান্ত হলেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী এড শিরান ৷ বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন ৷ স্থানীয় সময় রবিবার ইনস্টাগ্রামে তারকা সঙ্গীত শিল্পী নিজেই এই খবর জানান ৷ পাশাপাশি, তাঁর অনুরাগী এবং শো’র চুক্তিকারীদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন ‘শেপ অফ ইউ’ খ্যাত তারকা শিল্পী ৷ তবে, যতটা সম্ভব তিনি বাড়ি থেকে অনলাইনে তাঁর সাক্ষাৎকার এবং গানের পারফরমেন্স করবেন বলে জানিয়েছেন শিরান ৷

এড শিরান তাঁর পোস্টে লেখেন, ‘‘হ্যালো বন্ধুরা ৷ দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ৷ তাই আমি এখন সেলফ আইসোলেশনে রয়েছি সরকারি নির্দেশিকা মেনে ৷ অর্থাৎ, আমি আগামী দিনে কোনও ব্যক্তিকে দেওয়া কথাই রাখতে পারব না ৷ তাই যতটা সম্ভব আমি পরিকল্পিত সাক্ষাৎকার এবং পারফরমেন্স আমার বাড়ি থেকে করব ৷ কাউকে হতাশ করে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ সবাই নিরাপদে থাকবেন ৷’’

আরও পড়ুন : Alec Baldwin : সিনেমার শ্যুটিংয়ে বড়সড় বিপত্তি, অভিনেতার প্রপ গানের গুলিতে মৃত্যু মহিলার ; জখম পরিচালক

বছর 30’র এই সঙ্গীত তারকার আগামী 6 নভেম্বর ‘সাটারডে নাইট লাইভে’ অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল ৷ এই মুহূর্তে গোটা ইউরোপ জুড়ে তার পরপর একাধিক কনসার্ট করার কথা, যা আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত চলবে ৷ তবে, তাঁর প্রমোশনাল কাজকর্ম তিনি বাড়ি থেকে অনলাইনেই করবেন বলে জানিয়ে দিয়েছেন ৷ সেখানে তাঁর এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ বর্তমানে ইংল্যান্ডে করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে ৷ গত সাতদিনে যুক্তরাজ্যে 3 লক্ষ 28 হাজার 287 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে 949 জন মারা গিয়েছেন এবং 6 হাজার 720 জন হাসপাতালে ভর্তি হয়েছেন ৷

আরও পড়ুন : Burj Khalifa-AR Rahman : দুবাইয়ের বুর্জ খলিফায় রহমানের সুরে বাথুকাম্মা সংগীত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.