ETV Bharat / sitara

সপরিবারে ভোট দিলেন মুনমুন সেন - Raima Sen

লোকসভা ভোট একটা উৎসব। নিজের গণতান্ত্রিক অধিকারকে ব্যবহার করার একটা পন্থা। তাই শত ব্যস্ততা সত্ত্বেও সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা ভোট দিলেন।

মুনমুন সেন
author img

By

Published : May 20, 2019, 1:48 PM IST

কলকাতা : সপরিবারে ডেভিড হেয়ার ট্রেনিং স্কুলে ভোট দিলেন মুনমুন সেন। স্বামী ভরত দেব বর্মণ, আর দুই মেয়ে রাইমা আর রিয়া ছিলেন সঙ্গে।

ভোট দিতে ঢোকার আগে প্রত্যেকে নিজেদের ভোটার আইকার্ড দেখালেন। ছবি তুললেন রিপোর্টারদের অনুরোধে।

দেখুন ভিডিয়োয়...

সপরিবারে মুনমুন সেন

কলকাতা : সপরিবারে ডেভিড হেয়ার ট্রেনিং স্কুলে ভোট দিলেন মুনমুন সেন। স্বামী ভরত দেব বর্মণ, আর দুই মেয়ে রাইমা আর রিয়া ছিলেন সঙ্গে।

ভোট দিতে ঢোকার আগে প্রত্যেকে নিজেদের ভোটার আইকার্ড দেখালেন। ছবি তুললেন রিপোর্টারদের অনুরোধে।

দেখুন ভিডিয়োয়...

সপরিবারে মুনমুন সেন
রাজুবিশ্বাস,বারাসতঃ-লোকসভা নিবা'চনে কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ নিয়ে যখন তৃনমূলের নেতা ও মন্ত্রীরা প্রশ্ন তুলছেন,তখন উত্তর২৪পরগনার প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি করলেন জেলা তৃনমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷আজ দুপুরে বারাসতে জেলাশাসকের দপ্তরে ব্যারাকপুর ও বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন৷সেখানে হাজির ছিলেন জেলা তৃনমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷তাকে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে প্রশ্ন করা হলে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,সবজায়গায় কেন্দ্রীয় বাহিনী দিক৷যতগুলি বুথ আছে,সব বুথে কেন্দ্রীয় বাহিনী আসুক৷আমাদের তাতে কোনও আপত্তি নেই৷তাঁর কথায়,আমরা কেন্দ্রীয় বাহিনী চাইছি৷সুষ্ঠ নিবা'চন চাইছি৷মানুষ যাতে নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে৷ভোটের দিন সকালে গিয়ে ভোটটা দিতে পারে৷এটাই আমরা চাইছি৷তারপর ফলাফল বোঝা যাবে৷উত্তর২৪পরগনার মানুষ কার সাথে আছে,তা পরিষ্কার হয়ে যাবে৷সদ্য গেরুয়া শিবিরে নাম লেখানো ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অজু'ন সিং-কে কটাক্ষ করে জেলা তৃনমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,আমি চায় ও(অজু'ন সিং)ভালোভাবে প্রচার করুক৷জেতার জন্য প্রচার করুক৷ও যত খুশি প্রচার করলেও ২৩ মে রেজাল্ট বেরলো বুঝতে পারবে৷কত ধানে কত চাল৷অজু'নের চৈতন্য হউক,এটাই আমি চায়৷বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক৷তিনি বলেন,বাচ্চা ছেলে(সায়ন্তন বসু)-র কথায় আমি কোনও উত্তর দেবনা৷ওর এখনও পরিপক্বতা আসেনি৷আমার সমতুল্য কেউ কোনও কথা বললে তখন উত্তর দেওয়া যায়৷তৃনমূলের জামাত যোগের অভিযোগ উড়িয়ে খাদ্যমন্ত্রী বলেন,যত(বিজেপি)অভিযোগ করার ওরা করুক৷দরকার হলে নিবা'চন কমিশনে যাক৷সেখানে কোনও কাজ না হলে প্রেসিডেন্ট টাম্পের কাছেও অভিযোগ করতে পারে৷ওরা তো পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করছে৷সেখানেও বলতে পারে৷যেখানে খুশি এবিষয়ে ওরা(বিজেপি)অভিযোগ জানাতে পারে৷তাহলে আপনারা প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করছেন?ফের এই প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,আবার বলছি যত খুশি কেন্দ্রীয় বাহিনী দিক৷এক একটা বুথে ২০-২৫ জন করে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক৷আমাদের কোনও আপত্তি নেই৷আমরা নিবা'চনে জিতছি,জিতব৷সব্যসাচী দত্তের শুধু দমদমে প্রচারে নামা নিয়ে খাদ্যমন্ত্রী বলেন,ও একটা কেন্দ্রে করছে,করুক না৷যেখানেই হোক করলেই হল৷বারাসত লোকসভার তৃনমূল প্রার্থী ডাঃকাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সব্যসাচী দত্তের ঝামেলা মিটে গেছে বলেও দাবি করেন জেলা তৃনমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷এবিষয়ে তিনি বলেন,সব ঝামেলা মিটে গেছে কোনও চিন্তা নেই৷খুব তাড়াতাড়ি বারাসতেও প্রচারে সব্যসাচী দত্তকে দেখা যাবে৷ইলেকশন খুব সুন্দর হবে৷কাকলি ঘোষ দস্তিদার আগের থেকে বেশি মাজি'নে জিতবে বলেও দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.