ETV Bharat / sitara

হাইকোর্টে মামলা, ফের অনিশ্চিত 'গুমনামি'-র ভবিষ্যৎ - Srijit Mukherjee news

'গুমনামী' ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ছবির মুক্তি আটকানোর দাবিতে।

case filed against Gumnami
author img

By

Published : Sep 13, 2019, 7:20 PM IST

Updated : Sep 13, 2019, 7:45 PM IST

কলকাতা : সৃজিত মুখার্জির ছবি 'গুমনামী' আলোকপাত করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যে। আর এরকম একটি বিতর্কিত বিষয় নিয়ে ছবি তৈরির মাশুল দিতে হচ্ছে সৃজিতকে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের, মামলা করলেন ফরওয়ার্ড ব্লকের জেনারেল সেক্রেটারি দেবব্রত রায়। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে।

case filed against Gumnami
ছবির দৃশ্য...

প্রধান বিচারপতি টি.বি.রাধাকৃষ্ণণ ও অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলা। মামলা প্রসঙ্গে দেবব্রত বললেন, "নেতাজির মতো এক দেশনায়ককে নিয়ে তথ্য বিকৃত করে ব্যবসায়িক মুনাফা অর্জন করতে চাইছে এক ব্যক্তি। নেতাজির অবমাননা হচ্ছে। চিফ জাস্টিস বলছেন এটা একটা ন্যাশনাল ইশু। এই মামলার টপ প্রায়োরিটি থাকবে। আগামী শুক্রবার মামলার শুনানি।"

দেবব্রতর আইনজীবী প্রদীপ রায় বললেন, "নেতাজি জীবিত না মৃত সেই বিষয়ে ভারত সরকার কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি। তাই আমার মনে হয় সংবিধানের 'Right to Expression'-এর ভিত্তিতে কোনও মানুষকে অপমান করা বা তাঁর সামাজিক প্রতিষ্ঠা সংক্রান্ত তথ্যকে বিকৃত করে জনসমক্ষে তুলে ধরার অধিকার কারো নেই।"

শুনে নিন আইনজীবীর বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : সৃজিত মুখার্জির ছবি 'গুমনামী' আলোকপাত করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যে। আর এরকম একটি বিতর্কিত বিষয় নিয়ে ছবি তৈরির মাশুল দিতে হচ্ছে সৃজিতকে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের, মামলা করলেন ফরওয়ার্ড ব্লকের জেনারেল সেক্রেটারি দেবব্রত রায়। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে।

case filed against Gumnami
ছবির দৃশ্য...

প্রধান বিচারপতি টি.বি.রাধাকৃষ্ণণ ও অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলা। মামলা প্রসঙ্গে দেবব্রত বললেন, "নেতাজির মতো এক দেশনায়ককে নিয়ে তথ্য বিকৃত করে ব্যবসায়িক মুনাফা অর্জন করতে চাইছে এক ব্যক্তি। নেতাজির অবমাননা হচ্ছে। চিফ জাস্টিস বলছেন এটা একটা ন্যাশনাল ইশু। এই মামলার টপ প্রায়োরিটি থাকবে। আগামী শুক্রবার মামলার শুনানি।"

দেবব্রতর আইনজীবী প্রদীপ রায় বললেন, "নেতাজি জীবিত না মৃত সেই বিষয়ে ভারত সরকার কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি। তাই আমার মনে হয় সংবিধানের 'Right to Expression'-এর ভিত্তিতে কোনও মানুষকে অপমান করা বা তাঁর সামাজিক প্রতিষ্ঠা সংক্রান্ত তথ্যকে বিকৃত করে জনসমক্ষে তুলে ধরার অধিকার কারো নেই।"

শুনে নিন আইনজীবীর বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...
Intro:গুমনামী বাবা সিনেমার রিলিজ বন্ধ করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা Body:
মানস নস্কর---

"গুমনামী বাবা " সিনেমার রিলিজ বন্ধ করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা


কলকাতা ১৩ সেপ্টেম্বর ঃ
সৃজিত মুখার্জি পরিচালিত "গুমনামী বাবা" সিনেমার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষনান ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলা।আবেদনকারী দেবব্রত রায়ের দাবি নেতাজিকে নিয়ে সঠিক কিছু না জেনে মুখার্জি কমিশনের রিপোর্টের ভিত্তিতে সিনেমা বানিয়েছেন পরিচালক বলে দাবি করা হয়েছে। কিন্ত একজন জাতীয় মনিষীকে নিয়ে এই ভাবে বানিজ্যিক স্বার্থে কাজে লাগাতে চাইছেন পরিচালক বলে দেবব্রত বাবুর আইনজীবী জানালেন।পাশাপাশি আগামী ২ অক্টোবর যাতে এই সিনেমার রিলিজ না হয় তার আবেদন জানিয়েছেন মামলাকারী। আগামী শুক্রবার এই মামলার শুনানি।

মামলার ব্যাপারে দেবব্রত রায়ের আইনজীবী প্রদীপ রায় জানালেন, "সৃজিত মুখার্জি "গুমনামী বাবা" নিয়ে যে ছবি করছেন সেই সিনামাটি যাতে রিলিজ না করে তার আবেদন জানিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি।কেন্দ্র সরকার,রাজ্য সরকার ও সেনসর বোর্ডকে আমরা পার্টি করেছি।পাশাপাশি নেতাজির ভাইদের মধ্যে DN BOSE কে পার্টি করা হয়েছে। কারন প্রথম থেকেই তিনি গুমনামী বাবার বিরোধিতা করেছেন। নেতাজি পরিবারের ৩০ জন সদস্য এর বিরোধিতা করেছেন। সেনসর বোর্ড যে কারনেই হোক "বাবা " কথাটা বাদ দিয়ে গুমনামী নামে সিনেমাটা রিলিজ করাতে চাইছে।অথচ নেতাজির মৃত্যু নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। খোসলা কমিশন বিমান দূর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে জানালেও কেন্দ্র সরকার তা গ্রহন করেনি।পরবর্তীকালে মুখার্জি কমিশন করা হয়।সেখানে কিন্তু গুমনামী বাবাই নেতাজি বলে ক্লিনচিট দেওয়া হয় নি।এগুলোই আমাদের মামলার মুল বিষয়। "Conclusion:
Last Updated : Sep 13, 2019, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.