কলকাতা :'অপরাজিত' শব্দটা শুনলেই মাথায় আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাসের কথা আর মাথায় আসে সত্যজিৎ রায়ের অপুর ট্রিলজির কথা । তবে এই 'অপরাজিত'র সঙ্গে পুরোনো 'অপরাজিত'-র কোনও যোগ নেই । এটি একটি তথ্যচিত্র । 'মিস্টিক মেময়ার'এর পরিচালক অভিনেত্রী অপরাজিতা ঘোষের পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'অপরাজিত' । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
আমাদের সমাজের নেপথ্য নায়কদের নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্র । এটিকে সিরিজ় রূপে তৈরি করেছেন অপরাজিতা । বলা হবে মেঘ সায়ন্তনীর কথা, যিনি এখন আইনজীবী ও নৃত্যশিল্পী, এবং যিনি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ । বলা হবে সোনামুই হরিসভা প্রাইমারি স্কুলের কথা, যেখানে 'গো গ্রিন', 'প্লাস্টিক রি-সাইকেলের মতো বিষয়কে মেনে চলা হয়, পরিবেশের সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয় । রয়েছে মুকেশ গুপ্ত, অমর গুপ্তর মতো অসাধারণ মানুষের উপর এক একটি এপিসোড ।
CFP ফিল্মস প্রোডাকশন ও অপরাজিতা ঘোষ অ্যান্ড কোম্পানি তৈরি করেছে 'অপরাজিত'কে ।