ETV Bharat / sitara

আমি একা হাতেই মেয়েদের মানুষ করেছি, আমি সিঙ্গল মাদার : অপর্ণা

29 নভেম্বর মুক্তি পেতে চলেছে অপর্ণা সেন, অর্পিতা চ্যাটার্জি, ব্রাত্য বসু অভিনীত 'বহমান'। ছবির পরিচালক অনুমিতা দাশগুপ্ত।

Aparna Sen latest news
author img

By

Published : Nov 21, 2019, 10:36 PM IST

কলকাতা : 'বহমান' ছবিতে উঠে এসেছে সিঙ্গল মাদারহুডের গল্প। এদিনের অনুষ্ঠানেও তাই এই বিষয় নিয়েই কথা বললেন উপস্থিত সবাই। তার মধ্যে ছিলেন অপর্ণা সেন, সোহাগ সেন, অর্পিতা চ্যাটার্জি ও অনুমিতা দাশগুপ্ত।

অপর্ণার মতে, "সিঙ্গল মাদার হিসেবে আমার যাঁর নাম সবার আগে মনে পড়ে, তিনি হলেন সীতা। একা হাতে সীতা তাঁর দুই ছেলেকে মানুষ করেছেন বাল্মিকীর আশ্রমে।"

অপর্ণা সেনও কিছুটা সিঙ্গল মাদার বলা যেতে পারে। কারণ তাঁর একাধিক বার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং মেয়েদের তিনি একা হাতেই মানুষ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে তিনি তাঁর স্বামীর তরফ থেকে সাহায্য পেলেও মূলত নিজেই দায়িত্ব নিয়ে তিনি তাঁর মেয়েদের বড় করেছেন।

কিন্তু, অপর্ণা কোনওদিনও তাঁদের ধরে রাখতে চাননি। অভিনেত্রীর একটাই মন্ত্র, "লাভ দেম অ্যান্ড লিভ দেম অ্যালোন।" ভিডিয়োয় শুনে নিন সিঙ্গল মাদার হিসেবে অপর্ণা সেনের অভিজ্ঞতা...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : 'বহমান' ছবিতে উঠে এসেছে সিঙ্গল মাদারহুডের গল্প। এদিনের অনুষ্ঠানেও তাই এই বিষয় নিয়েই কথা বললেন উপস্থিত সবাই। তার মধ্যে ছিলেন অপর্ণা সেন, সোহাগ সেন, অর্পিতা চ্যাটার্জি ও অনুমিতা দাশগুপ্ত।

অপর্ণার মতে, "সিঙ্গল মাদার হিসেবে আমার যাঁর নাম সবার আগে মনে পড়ে, তিনি হলেন সীতা। একা হাতে সীতা তাঁর দুই ছেলেকে মানুষ করেছেন বাল্মিকীর আশ্রমে।"

অপর্ণা সেনও কিছুটা সিঙ্গল মাদার বলা যেতে পারে। কারণ তাঁর একাধিক বার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং মেয়েদের তিনি একা হাতেই মানুষ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে তিনি তাঁর স্বামীর তরফ থেকে সাহায্য পেলেও মূলত নিজেই দায়িত্ব নিয়ে তিনি তাঁর মেয়েদের বড় করেছেন।

কিন্তু, অপর্ণা কোনওদিনও তাঁদের ধরে রাখতে চাননি। অভিনেত্রীর একটাই মন্ত্র, "লাভ দেম অ্যান্ড লিভ দেম অ্যালোন।" ভিডিয়োয় শুনে নিন সিঙ্গল মাদার হিসেবে অপর্ণা সেনের অভিজ্ঞতা...

দেখে নিন ভিডিয়ো...
Intro:২৯ মুক্তি পেতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অর্পিতা চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু অভিনীত এবং অনুমিতা দাশগুপ্ত পরিচালিত ছবি 'বহমান'।


Body:সেই ছবিতে সিঙ্গেল মাদারহুড বা প্যারেন্টিং একটি বিষয়বস্তু হয়ে উঠে এসেছে। একা অভিভাবকের সন্তান প্রতিপালনের বিষয়টি তুলে ধরা হয়েছে ছবিতে। অপর্ণা সেনের পুত্রের চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। যে পুত্র মায়ের প্রতি অসম্ভব অধিকারী, মাকে সে কারোর সঙ্গে ভাগ করে নিতে চায় না।


Conclusion:এই সিঙ্গেল প্যারেন্টিংয়ের বিষয়টি নিয়ে একটি আলোচনা সভা আয়োজিত হয়েছিল পার্কস্ট্রিটের একটি বইয়ের দোকানে। সেখানে বক্তা হিসেবে ছিলেন 'বহমান'এর প্রধান চরিত্ররা এবং পরিচালক। ETV ভারত সিতারার ক্যামেরায় ধরা পড়ল তাঁদের বক্তব্য।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.