কলকাতা : 'বহমান' ছবিতে উঠে এসেছে সিঙ্গল মাদারহুডের গল্প। এদিনের অনুষ্ঠানেও তাই এই বিষয় নিয়েই কথা বললেন উপস্থিত সবাই। তার মধ্যে ছিলেন অপর্ণা সেন, সোহাগ সেন, অর্পিতা চ্যাটার্জি ও অনুমিতা দাশগুপ্ত।
অপর্ণার মতে, "সিঙ্গল মাদার হিসেবে আমার যাঁর নাম সবার আগে মনে পড়ে, তিনি হলেন সীতা। একা হাতে সীতা তাঁর দুই ছেলেকে মানুষ করেছেন বাল্মিকীর আশ্রমে।"
অপর্ণা সেনও কিছুটা সিঙ্গল মাদার বলা যেতে পারে। কারণ তাঁর একাধিক বার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং মেয়েদের তিনি একা হাতেই মানুষ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে তিনি তাঁর স্বামীর তরফ থেকে সাহায্য পেলেও মূলত নিজেই দায়িত্ব নিয়ে তিনি তাঁর মেয়েদের বড় করেছেন।
কিন্তু, অপর্ণা কোনওদিনও তাঁদের ধরে রাখতে চাননি। অভিনেত্রীর একটাই মন্ত্র, "লাভ দেম অ্যান্ড লিভ দেম অ্যালোন।" ভিডিয়োয় শুনে নিন সিঙ্গল মাদার হিসেবে অপর্ণা সেনের অভিজ্ঞতা...