ETV Bharat / sitara

"অনেকেই মনে রাখতে পারেন না", মান্না দে-র প্রয়াণ দিবসে আক্ষেপ গৌতম রায়ের

author img

By

Published : Oct 24, 2019, 7:57 PM IST

আজ ছ'বছর হয়ে গেল মান্না দে আর নেই আমাদের মধ্যে নেই। তাঁর তিরোধান দিবসে 'মান্না দে সংগীত অ্যাকাডেমি'-র শ্রদ্ধাঞ্জলী 'তবু মনে রেখো'।

Manna Dey death anniversary

কলকাতা : 2013 সালে 24 অক্টোবর ভারতবর্ষের তামাম সংগীতপ্রেমীদের কাঁদিয়ে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। আজও সেই শূণ্যতা কষ্ট দেয় তাঁর অনুরাগীদের। 'মান্না দে সংগীত অ্যাকাডেমি'-র উদ্যোগে তাই আয়োজিত হল একটি অনুষ্ঠান, 'তবু মনে রেখো'।

মান্না দের গাওয়া গান নিয়ে একটি গীতিনাট্য তৈরি করা হয়েছে। এছাড়াও আয়োজন করা হয়েছে একটি সংগীত প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় স্থান পাওয়া প্রতিযোগীদের পারফর্মেন্সও ছিল আজকের অনুষ্ঠানে। সুরে, ছন্দে, আবেগে পালিত হল 'তবু মনে রেখো'।

Goutam Ray on Manna Dey
প্রতিযোগীদের পুরস্কার বিতরণ

অনুষ্ঠান নিয়ে কথা বললেন এই পুরো কর্মকাণ্ডের প্রধান উদ্যোক্তা গৌতম রায়। বললেন, হাজারো কাজের মধ্যে আজ হয়তো অনেকেরই মনে নেই আজকের দিনটার কথা। তবুও, মান্না দের দেখানো পথেই আজও হেঁটে চলেছেন সুরসম্রাটের বিশেষ অনুরাগীরা।

শুনে নিন গৌতম রায়ের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : 2013 সালে 24 অক্টোবর ভারতবর্ষের তামাম সংগীতপ্রেমীদের কাঁদিয়ে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। আজও সেই শূণ্যতা কষ্ট দেয় তাঁর অনুরাগীদের। 'মান্না দে সংগীত অ্যাকাডেমি'-র উদ্যোগে তাই আয়োজিত হল একটি অনুষ্ঠান, 'তবু মনে রেখো'।

মান্না দের গাওয়া গান নিয়ে একটি গীতিনাট্য তৈরি করা হয়েছে। এছাড়াও আয়োজন করা হয়েছে একটি সংগীত প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় স্থান পাওয়া প্রতিযোগীদের পারফর্মেন্সও ছিল আজকের অনুষ্ঠানে। সুরে, ছন্দে, আবেগে পালিত হল 'তবু মনে রেখো'।

Goutam Ray on Manna Dey
প্রতিযোগীদের পুরস্কার বিতরণ

অনুষ্ঠান নিয়ে কথা বললেন এই পুরো কর্মকাণ্ডের প্রধান উদ্যোক্তা গৌতম রায়। বললেন, হাজারো কাজের মধ্যে আজ হয়তো অনেকেরই মনে নেই আজকের দিনটার কথা। তবুও, মান্না দের দেখানো পথেই আজও হেঁটে চলেছেন সুরসম্রাটের বিশেষ অনুরাগীরা।

শুনে নিন গৌতম রায়ের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...
Intro:আজ ছয় বছর হয়ে গেল মান্না দে আমাদের ছেড়ে চলে গেছেন। ২০১৩ সালের ২৪ অক্টোবর ভারতবর্ষের তামাম সঙ্গীতপ্রেমীদের কাঁদিয়ে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। আজ তাঁর তিরোধান দিবস উপলক্ষে সংগীত রত্ন মান্না দে'কে শ্রদ্ধাঞ্জলি জানাল মান্না দে সংগীত অ্যাকাডেমী। অনুষ্ঠানের নাম 'তবু মনে রেখো'। অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে দক্ষিন কলকাতার বিড়লা অ্যাকাডেমিতে। সেখানে উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।


Body:সশরীরে চলে গেলেও, মানুষের মনে তাঁর গানের মাধ্যমে অমর হয়ে থেকে গেছেন মান্না দে। সেই আভাসই ফের একবার পাওয়া গেল এই অনুষ্ঠানে। গানে, ছন্দে নাটকে, পুরস্কার বিতরণী এবং সম্মান জ্ঞাপনে মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্না অনুরাগীরা। তাঁদের কারো চোখে জল, কারো কন্ঠে স্মৃতি মেদুরতা।


Conclusion:সেই মেদুরতা নিয়েই আমাদের সঙ্গে কথা বললেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মান্না দের খুবই কাছের মানুষ গৌতম রায়। শুনুন তাঁর বক্তব্য ভিডিওতে :
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.