কলকাতা : 2013 সালে 24 অক্টোবর ভারতবর্ষের তামাম সংগীতপ্রেমীদের কাঁদিয়ে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। আজও সেই শূণ্যতা কষ্ট দেয় তাঁর অনুরাগীদের। 'মান্না দে সংগীত অ্যাকাডেমি'-র উদ্যোগে তাই আয়োজিত হল একটি অনুষ্ঠান, 'তবু মনে রেখো'।
মান্না দের গাওয়া গান নিয়ে একটি গীতিনাট্য তৈরি করা হয়েছে। এছাড়াও আয়োজন করা হয়েছে একটি সংগীত প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় স্থান পাওয়া প্রতিযোগীদের পারফর্মেন্সও ছিল আজকের অনুষ্ঠানে। সুরে, ছন্দে, আবেগে পালিত হল 'তবু মনে রেখো'।
অনুষ্ঠান নিয়ে কথা বললেন এই পুরো কর্মকাণ্ডের প্রধান উদ্যোক্তা গৌতম রায়। বললেন, হাজারো কাজের মধ্যে আজ হয়তো অনেকেরই মনে নেই আজকের দিনটার কথা। তবুও, মান্না দের দেখানো পথেই আজও হেঁটে চলেছেন সুরসম্রাটের বিশেষ অনুরাগীরা।
শুনে নিন গৌতম রায়ের বক্তব্য...