ETV Bharat / sitara

রচনা চুরির অভিযোগ উড়িয়ে মৈনাক বললেন, "কাজটাই করছি না" - বাংলা ছবি

সৌমজিৎ মজুমদারের প্রথম পরিচালিত ছবি 'এভাবেই ফিরে আসা যায়' থেকে বিষয়বস্তু নকল করার অভিযোগ উঠেছিল তাঁর দীর্ঘদিনের বন্ধু পরিচালক মৈনাক ভৌমিকের বিরুদ্ধে। তবে ETV ভারত সিতারার পক্ষ থেকে যোগাযোগ করা হলে পরিচালক বলেন যে, "আমি সিরিজ়টিই তৈরি করছি না।"

মৈনাক ভৌমিক
author img

By

Published : Aug 2, 2019, 2:49 PM IST

কলকাতা : এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌম্যজিতের এই ডেবিউ ছবিটি থেকেই অনুপ্রাণিত হয়ে মৈনাক পরিকল্পনা করেছিলেন একটি ওয়েব সিরিজ় 'বয়েজ়' তৈরি করার এবং সেখানে তিনি কাস্ট করেছিলেন সৌম্যজিৎকেই। সৌম্যজিৎকে স্ক্রিপ্ট পাঠানোর পর অভিনেতা বিষয়টি ধরে ফেলেন। মৈনাক অবশ্য বিষয়টি কাকতালীয় বলে উড়িয়ে দেন তখন। তবে তারপর তিনি সিরিজ়টি তৈরি করবেন না বলে ঠিক করেন। কিন্তু, তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে সৌমজিতের কোনও সম্পর্ক নেই বলে ETV ভারত সিতারাকে জানালেন মৈনাক।

মৈনাক ভৌমিক
সৌম্যজিৎ

তিনি আমাদের বলেন, "সৌম্যজিতের একটা সমস্যা হচ্ছিল আমার ওয়েব সিরিজ়টি নিয়ে। পরে আমার নিজেরও ওয়েব সিরিজ়টা পছন্দ হচ্ছিল না। সৌম্যজিতের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।"

তিনি আরও বলেন, "আমি আর ওই ওয়েব সিরিজ়টাই তৈরি করছি না। এই মুহূর্তে আমি 'গোয়েন্দা জুনিয়র' বানাচ্ছি। সেই কাজেই ব্যস্ত আছি।"

মৈনাক ভৌমিক
সৌম্যজিৎ ও মৈনাক

মৈনাক ও সৌম্যজিৎ একসময়কার ভালো বন্ধু। মৈনাকের সঙ্গে ৬টি ছবিতে কাজ করেছেন সৌম্যজিৎ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, সৌম্যজিৎ তাঁর প্রথম ছবির চিত্রনাট্যের ড্রাফ্ট শেয়ার করেছিলেন মৈনাকের সঙ্গে। পরে মৈনাক ঠিক করেন, 'বয়েজ়' নামক ওয়েব সিরিজ় পরিচালনা করবেন এবং সেখানে সৌম্যজিৎ অভিনয় করবেন। মৈনাকের চিত্রনাট্য পড়ার পর সৌম্যজিৎ বুঝতে পারেন যে, তাঁর লেখা চিত্রনাট্য দ্বারাই অনুপ্রাণিত হয়ে মৈনাকের এই সিরিজ়। তিক্ততার জায়গায় পৌঁছয় তাঁদের সম্পর্ক।

কলকাতা : এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌম্যজিতের এই ডেবিউ ছবিটি থেকেই অনুপ্রাণিত হয়ে মৈনাক পরিকল্পনা করেছিলেন একটি ওয়েব সিরিজ় 'বয়েজ়' তৈরি করার এবং সেখানে তিনি কাস্ট করেছিলেন সৌম্যজিৎকেই। সৌম্যজিৎকে স্ক্রিপ্ট পাঠানোর পর অভিনেতা বিষয়টি ধরে ফেলেন। মৈনাক অবশ্য বিষয়টি কাকতালীয় বলে উড়িয়ে দেন তখন। তবে তারপর তিনি সিরিজ়টি তৈরি করবেন না বলে ঠিক করেন। কিন্তু, তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে সৌমজিতের কোনও সম্পর্ক নেই বলে ETV ভারত সিতারাকে জানালেন মৈনাক।

মৈনাক ভৌমিক
সৌম্যজিৎ

তিনি আমাদের বলেন, "সৌম্যজিতের একটা সমস্যা হচ্ছিল আমার ওয়েব সিরিজ়টি নিয়ে। পরে আমার নিজেরও ওয়েব সিরিজ়টা পছন্দ হচ্ছিল না। সৌম্যজিতের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।"

তিনি আরও বলেন, "আমি আর ওই ওয়েব সিরিজ়টাই তৈরি করছি না। এই মুহূর্তে আমি 'গোয়েন্দা জুনিয়র' বানাচ্ছি। সেই কাজেই ব্যস্ত আছি।"

মৈনাক ভৌমিক
সৌম্যজিৎ ও মৈনাক

মৈনাক ও সৌম্যজিৎ একসময়কার ভালো বন্ধু। মৈনাকের সঙ্গে ৬টি ছবিতে কাজ করেছেন সৌম্যজিৎ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, সৌম্যজিৎ তাঁর প্রথম ছবির চিত্রনাট্যের ড্রাফ্ট শেয়ার করেছিলেন মৈনাকের সঙ্গে। পরে মৈনাক ঠিক করেন, 'বয়েজ়' নামক ওয়েব সিরিজ় পরিচালনা করবেন এবং সেখানে সৌম্যজিৎ অভিনয় করবেন। মৈনাকের চিত্রনাট্য পড়ার পর সৌম্যজিৎ বুঝতে পারেন যে, তাঁর লেখা চিত্রনাট্য দ্বারাই অনুপ্রাণিত হয়ে মৈনাকের এই সিরিজ়। তিক্ততার জায়গায় পৌঁছয় তাঁদের সম্পর্ক।

Intro:সৌমজিৎ মজুমদারের প্রথম পরিচালিত ছবি 'এভাবেই ফিরে আসা যায়' থেকে বিষয়বস্তু নকল করার অভিযোগ উঠেছে তাঁর দীর্ঘদিনের বন্ধু পরিচালক মৈনাক ভৌমিকের বিরুদ্ধে। একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, সৌম্যজিতের এই ডেবিউ ছবিটি থেকেই নাকি অনুপ্রাণিত হয়ে মৈনাক পরিকল্পনা করেছিলেন তাঁর নতুন ওয়েব সিরিজ 'বয়েজ'এর। এবং তাতে কাস্ট করেছিলেন সৌম্যজিৎকেই। সৌম্যজিৎকে স্ক্রিপ্ট পাঠানোর পর তিনি বিষয়টি ধরে ফেলেন। যদিও মৈনাক নাকি অস্বীকার করে বলেন, বিষয়টা পুরোটাই কাকতালীয়। এবিষয়ে মৈনাকের সঙ্গে কথা বলে ETV ভারত সিতারা।


Body:মৈনাক ও সৌম্যজিৎ একসময়কার ভালো বন্ধু। মৈনাকের সঙ্গে ৬টি ছবিতে কাজ করেছেন সৌম্যজিৎ। সেই বন্ধুত্বের খাতিরেই, সৌম্যজিৎ তাঁর প্রথম ছবির চিত্রনাট্যের ড্রাফ্ট শেয়ার করেছিলেন মৈনাকের সঙ্গে। পরে মৈনাক ঠিক করেন, 'বয়েজ' নামক ওয়েব সিরিজ পরিচালনা করবেন এবং সেখানে সৌম্যজিৎ অভিনয় করবেন।

কিন্তু বিষয়টি তিক্ততার দিকে এগোয়, যখন মৈনাক তাঁর বয়জের স্ক্রিপ্ট সৌম্যজিতকে পাঠান। স্ক্রিপ্ট পড়তে পড়তে সৌম্যজিৎ তাঁর প্রথম পরিচালিত ছবি 'এভাবেই ফিরে আসা যায়'এর সঙ্গে কিছু মিল খুঁজে পান। দৃশ্য, চরিত্রায়ণের সঙ্গে আশ্চর্যজনক সেই মিল। বিষয়টা মৈনাককে বলায়, তিনি বিষয়টিকে কাকতালীয় বলে উড়িয়ে দেন। এবং বলেন অংশগুলো পাল্টে দেবেন। পাল্টানোর পরও সৌম্যজিৎ দেখেন, অনেক অংশের সঙ্গে সামঞ্জস্য রয়েছে 'এভাবেই ফিরে আসা যায়' ছবির।

বিষয়টি নিয়ে মৈনাকের সঙ্গে কথা হওয়ায় তিনি বলেন, " সৌমজিতের একটা সমস্যা মনে হচ্ছিল আমার ওয়েব সিরিজ নিয়ে। পরে আমার নিজেরও ওয়েব সিরিজটা পছন্দ হচ্ছিল না। সেই জন্য আমি আর সেই ওয়েব সিরিজ তৈরি করছি না। সৌমজিতের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।"

মৈনাক আরও বলেন, " প্রথম কথা, আমি ওই ওয়েব সিরিজটা তৈরি করছি না। আর এই মুহূর্তে আমি 'গোয়েন্দা জুনিয়র' বানাচ্ছি। সেই কাজেই ব্যস্ত।"







Conclusion:অন্যদিকে সৌমজিৎ সেই দৈনিককে বলেছেন, "আমি একটি স্ক্রিনরাইটার্স কলেক্টিভের ফাউন্ডার। তাঁরা এই বিষয়বস্তুচুরির সমস্ত ডিটেলস বয়েজের প্রযোজককে পাঠিয়েছেন। আমি খুশি, তাঁরা আমার কাছে আসেন, আমার বক্তব্য শুনেছে। তাঁদের উপর আমার বিশ্বাস আছে। এটা খুব হতাশাজনক, যে আমরা এমন একটা সময় বাস করছি, যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত বিষয়বস্তুর চুরির মতো ঘটনা ঘটছে। এটা খুবই আশঙ্কাজনক ব্যাপার, যেখানে কোনও কাছের মানুষকে বিশ্বাস করে কোনও কিছু দিলে, সে নকল করছে, বিশ্বাস ভাঙছে। এমন একজন, যাঁর সঙ্গে আমি ৬টা ছবিতে কাজ করেছি। আরও সাংঘাতিক বিষয়, সেই মানুষটি আবার ওই একই ওয়েব সিরিজে আমাকে একটা চরিত্রে কাস্ট করেছে। আর এই ওয়েব সিরিজে এমন একটা কাজ, যেটার সম্পর্কে বিগত ছয় বছরে আমি বিশেষ কিছুই জানতে পারিনি। সেই মানুষটি বলেছেন, পুরোটাই কাকতালীয়।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.