ETV Bharat / sitara

সৃজিত যে দম্ভ দেখাচ্ছেন, তার উত্তর ওঁকে পেতে হবে : আইনজীবী জয়দীপ মুখার্জি - Srijit Mukherjee news

'গুমনামি' ছবির নাম পরিবর্তনের দাবি তুলল অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম (AILAF)। আজ প্রেসক্লাবে ডাকা সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।

সৃজিত মুখার্জি গুমনামি
author img

By

Published : Aug 23, 2019, 5:27 PM IST

কলকাতা : নেতাজি গুমনামী বাবা রূপে এই দেশে ফিরেছিলেন, ইঙ্গিত দেওয়া হচ্ছে সৃজিতের পরবর্তী ছবি 'গুমনামী'-তে। এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সৃজিতকে। আগামী এক সপ্তাহে সৃজিতের বিরুদ্ধে অন্তত 30-40 টি মামলা হবে বলে মনে করছেন জয়দীপ মুখার্জি।

জয়দীপ মুখার্জি বলেন, "আমি বা লিগাল এইড ফোরাম কোনও সিনেমা বন্ধ করার পক্ষপাতী নয়। তবে গুমনামী-র নামকরণের প্রতিবাদ করছি। কারণ সুভাষচন্দ্র বসু কখনও সাধু হয়ে যাননি। নেতাজিকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তার যা কিছু শেষ হয়েছিল সবই পৃথিবীর অন্য কোনও রাষ্ট্রে। এবং সে বিষয়ে এখনও পর্যন্ত বিতর্ক রয়েছে। সরকার কোনও ফাইল প্রকাশ করেনি। সৃজিত কোট করেছেন তিনি জাস্টিস মুখার্জির রিপোর্টের ভিত্তিতে ছবি তৈরি করেছেন। মুখার্জি কমিশনে কোনওদিন বলা হয়নি যে, সুভাষচন্দ্র বসু সাধু হয়ে গিয়েছিলেন। ফলে সৃজিত কেন মুখার্জি কমিশনের নাম ব্যবহার করবেন?

তিনি আরও বলেন, "ছবিতে তিনটে ইন্টারপ্রিটেশন দেখানো হয়েছে বলে জানিয়েছেন সৃজিত। তাহলে কেন 'গুমনামী' নামটাই ব্যবহার করলেন উনি? অন্য কোনও নাম কেন নিলেন না? তৃতীয় হচ্ছে, সৃজিত মুখার্জির এই ছবি প্রকাশিত হলে আমি আশঙ্কাবোধ করছি যে, ভারতের সঙ্গে অন্যান্য দেশের আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হবে। জাস্টিস মুখার্জি কমিশনের কাছে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সেই ফাইলগুলো প্রকাশিত হলে পৃথিবীর ১৬টি রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে।"

শুনে নিন জয়দীপ মুখার্জির বক্তব্য...

শুনে নিন জয়দীপ মুখার্জির বক্তব্য...

কলকাতা : নেতাজি গুমনামী বাবা রূপে এই দেশে ফিরেছিলেন, ইঙ্গিত দেওয়া হচ্ছে সৃজিতের পরবর্তী ছবি 'গুমনামী'-তে। এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সৃজিতকে। আগামী এক সপ্তাহে সৃজিতের বিরুদ্ধে অন্তত 30-40 টি মামলা হবে বলে মনে করছেন জয়দীপ মুখার্জি।

জয়দীপ মুখার্জি বলেন, "আমি বা লিগাল এইড ফোরাম কোনও সিনেমা বন্ধ করার পক্ষপাতী নয়। তবে গুমনামী-র নামকরণের প্রতিবাদ করছি। কারণ সুভাষচন্দ্র বসু কখনও সাধু হয়ে যাননি। নেতাজিকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তার যা কিছু শেষ হয়েছিল সবই পৃথিবীর অন্য কোনও রাষ্ট্রে। এবং সে বিষয়ে এখনও পর্যন্ত বিতর্ক রয়েছে। সরকার কোনও ফাইল প্রকাশ করেনি। সৃজিত কোট করেছেন তিনি জাস্টিস মুখার্জির রিপোর্টের ভিত্তিতে ছবি তৈরি করেছেন। মুখার্জি কমিশনে কোনওদিন বলা হয়নি যে, সুভাষচন্দ্র বসু সাধু হয়ে গিয়েছিলেন। ফলে সৃজিত কেন মুখার্জি কমিশনের নাম ব্যবহার করবেন?

তিনি আরও বলেন, "ছবিতে তিনটে ইন্টারপ্রিটেশন দেখানো হয়েছে বলে জানিয়েছেন সৃজিত। তাহলে কেন 'গুমনামী' নামটাই ব্যবহার করলেন উনি? অন্য কোনও নাম কেন নিলেন না? তৃতীয় হচ্ছে, সৃজিত মুখার্জির এই ছবি প্রকাশিত হলে আমি আশঙ্কাবোধ করছি যে, ভারতের সঙ্গে অন্যান্য দেশের আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হবে। জাস্টিস মুখার্জি কমিশনের কাছে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সেই ফাইলগুলো প্রকাশিত হলে পৃথিবীর ১৬টি রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে।"

শুনে নিন জয়দীপ মুখার্জির বক্তব্য...

শুনে নিন জয়দীপ মুখার্জির বক্তব্য...
Intro:গুমনামি ছবির নাম পরিবর্তনের দাবি উঠল অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম (AILAF) থেকে। আজ প্রেসক্লাবে ডাকা সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি সৃজিৎ মুখার্জিকে উদ্দেশ্য করে মিডিয়ার কাছে প্রশ্ন তুলে ধরেছে। জয়দীপ মুখার্জি কথা বলেন ইটিভি ভারত সিতারার সঙ্গে।


Body:জয়দীপ মুখার্জি বলেন, "সৃজিতের সিনেমায় তিনটে ইন্টারপ্রিটেশন রেখেছেন। আমি কোনও সিনেমার বন্ধ করার পক্ষপাতী নই। তবে গুমনামির নামকরণের প্রতিবাদ করছি। কারণ সুভাষচন্দ্র বসু কখনও সাধু হয়ে যাননি। নেতাজি বিষয়ে বিতর্ক রয়েছে। তার যা কিছু শেষ হয়েছিল পৃথিবীর অন্য কোনও রাষ্ট্রে। এবং সে বিষয়ে এখনও পর্যন্ত বিতর্ক রয়েছে। সরকার কোনও ফাইল প্রকাশিত করেনি। সৃজিত কোট করেছেন তিনি জাস্টিস মুখার্জির রিপোর্টের ভিত্তিতে ছবি তৈরি করেছেন। মুখার্জি কমিশনে কোনওদিন বলা হয়নি যে, সুভাষচন্দ্র বসুর সাধু হয়ে গিয়েছিলেন। ফলে সৃজিত কেন মুখার্জি কমিশনের নাম উল্লেখ করবেন। তিনটে ইন্টারপ্রিটেশন দেখান সত্ত্বেও কেন গুমনামি নামটা নেবেন। অন্য কোনও নাম তিনি কেন করলেন না। তৃতীয় হচ্ছে, সৃজিৎ মুখার্জির যে ছবি সেই ছবি প্রকাশিত হলে আমি আশঙ্কাবোধ করি আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হবে অন্যান্য দেশের সঙ্গে ভারতের। যে আশঙ্কা বোধ করেছিলেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জাস্টিস মুখার্জি কমিশনের কাছে। যে ফাইলগুলো প্রকাশিত হলে পৃথিবীর ১৬টি রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমি আশা করব গুমনামি নামকরণ যেন চেঞ্জ করে বা পাল্টে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সম্মিলিত প্রচেষ্টা করে।"




Conclusion:সৃজিতের বিরুদ্ধে তিনি আরও বলেন, "এটা নন অ্যাপ্লিকেশন অফ মাইন্ড। মাননীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পড়াশোনা না করে এই সিনেমাকে তৈরি করেছেন। এমন তিনি যেটা করেছেন, সেটা ভয়ঙ্কর মিথ্যাচারিতা। এবং তাঁর এই সিনেমা ভারতবর্ষের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক নষ্ট করবে। এবং তাঁর সিনেমা ইতিহাসকে বিকৃত করবে। আমি আশা করব কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে ছবির নামকরণ পাল্টানোর ব্যবস্থা নেবে। না হলে ভারতবর্ষের কোটি কোটি নেতাজি অনুরাগীরা মামলা ফাইল করবে। আইনের সাহায্য নিয়ে এই ছবিকে ব্যান করার জন্য ব্যবস্থা নেবে। তবে আমি কোনও ছবি ব্যান করার পক্ষপাতি নই। আমাদের ছেলেরা সেটা করবে না। কিন্তু যে পরিস্থিতির দিকে এগোচ্ছে, সৃজিত যে অ্যারোগেন্সিটা দেখাচ্ছেন... সুভাষচন্দ্রের পরিবার থেকেও আপত্তি এসেছে। এই অ্যারোগেন্সির উত্তর কিন্তু ওঁকে পেতে হবে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.