কলকাতা : নেতাজি গুমনামী বাবা রূপে এই দেশে ফিরেছিলেন, ইঙ্গিত দেওয়া হচ্ছে সৃজিতের পরবর্তী ছবি 'গুমনামী'-তে। এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সৃজিতকে। আগামী এক সপ্তাহে সৃজিতের বিরুদ্ধে অন্তত 30-40 টি মামলা হবে বলে মনে করছেন জয়দীপ মুখার্জি।
জয়দীপ মুখার্জি বলেন, "আমি বা লিগাল এইড ফোরাম কোনও সিনেমা বন্ধ করার পক্ষপাতী নয়। তবে গুমনামী-র নামকরণের প্রতিবাদ করছি। কারণ সুভাষচন্দ্র বসু কখনও সাধু হয়ে যাননি। নেতাজিকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তার যা কিছু শেষ হয়েছিল সবই পৃথিবীর অন্য কোনও রাষ্ট্রে। এবং সে বিষয়ে এখনও পর্যন্ত বিতর্ক রয়েছে। সরকার কোনও ফাইল প্রকাশ করেনি। সৃজিত কোট করেছেন তিনি জাস্টিস মুখার্জির রিপোর্টের ভিত্তিতে ছবি তৈরি করেছেন। মুখার্জি কমিশনে কোনওদিন বলা হয়নি যে, সুভাষচন্দ্র বসু সাধু হয়ে গিয়েছিলেন। ফলে সৃজিত কেন মুখার্জি কমিশনের নাম ব্যবহার করবেন?
তিনি আরও বলেন, "ছবিতে তিনটে ইন্টারপ্রিটেশন দেখানো হয়েছে বলে জানিয়েছেন সৃজিত। তাহলে কেন 'গুমনামী' নামটাই ব্যবহার করলেন উনি? অন্য কোনও নাম কেন নিলেন না? তৃতীয় হচ্ছে, সৃজিত মুখার্জির এই ছবি প্রকাশিত হলে আমি আশঙ্কাবোধ করছি যে, ভারতের সঙ্গে অন্যান্য দেশের আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হবে। জাস্টিস মুখার্জি কমিশনের কাছে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সেই ফাইলগুলো প্রকাশিত হলে পৃথিবীর ১৬টি রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে।"
শুনে নিন জয়দীপ মুখার্জির বক্তব্য...