ETV Bharat / sitara

আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ, ইস্তফা দেওয়ার কারণ জানালেন রানা

10 জুন, যেদিন বাংলা বিনোদন জগতে শুটিং শুরু হওয়ার কথা ছিল, সেদিনই আর্টিস্ট ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চারজন এগজ়িকিউটিভ মেম্বার । তালিকায় ছিলেন জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায়, অ্যাসিস্ট্যান্ট ট্রেজ়ারার সোহম বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি রানা মিত্র এবং এগজ়িকিউটিভ সদস্য সাগ্নিক । তাঁরা কেউই ইস্তফা দেওয়ার কারণ খোলসা করে জানাননি । তাঁদের কেউ কেউ বলেছিলেন, সময় এলে, একটু ধাতস্থ হলে, সাংবাদিক বৈঠকের মারফত জানিয়ে দেবেন ইস্তফা দেওয়ার আসল কারণ । তারপর কেটে গিয়েছে ১৫ দিন । আজ দুপুরে রানা মিত্র একটি সাংবাদিক বৈঠকে নিজের ইস্তফা দেওয়ার কারণ ব্যক্ত করেন ।

Rana Mitra Resignation from Artist Forum
Rana Mitra Resignation from Artist Forum
author img

By

Published : Jun 26, 2020, 9:00 PM IST

কলকাতা : রানা মিত্র নিজে কেন ইস্তফা দিয়েছেন, সেটা আর্টিস্ট ফোরামের সাধারণ মেম্বারদের জানানোর জন্যই সাংবাদিক বৈঠক করেন তিনি । আর্টিস্ট ফোরাম এখনও পর্যন্ত রানার ইস্তফাপত্র গ্রহণ করেনি, তবে নাকচও করেনি । এই বিষয়ে আর্টিস্ট ফোরাম কী ভাবছে, সেটিও জানেন না রানা । যদিও আগামী 28 জুন একটি মিটিং ডাকতে চেয়েছিল আর্টিস্ট ফোরাম । তবে কোনও কারণে সেটি হচ্ছে না বলেই জানিয়েছেন রানা ।

ব্যক্তিগতভাবে শুটিং বন্ধ করার দাবি রাখেননি রানা । নিয়ম মেনে শুটিং শুরু করার পক্ষে ছিলেন এবং এখনও আছেন । কিন্তু, শিল্পীদের যথাযোগ্য সুরক্ষা না দিয়েই শুরু হল শুটিং । কোরোনায় আক্রান্ত হয়ে যদি কোনও শিল্পীর মৃত্যু হয়ে যায়, সেজন্য 25 লক্ষ টাকার বিমার কথা বলা হয়েছিল 9 তারিখের মিটিংয়ে । তবে সেই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সেদিনের মিটিংয়ে । অথচ 10 তারিখ ফোরামের একাধিক সদস্যকে না জানিয়েই SOP-তে সই করেন কার্যকরী প্রেসিডেন্ট শংকর চক্রবর্তী, ছিলেন আরও কয়েকজন সদস্য । এটা একটা ধাক্কা হয়ে আসে রানার কাছে । আর তারপরই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ।

Rana Mitra Resignation from Artist Forum
.


1998 থেকে 2020 সাল, দীর্ঘ 22 বছর আর্টিস্ট ফোরামের এগজিকিউটিভ কমিটিতে ছিলেন রানা । বললেন, "সেই আর্টিস্ট ফোরামকে নিয়ে যদি তিনি সমালোচনা করেনও, তাহলে, সেটা কোনও ব্যক্তিকেন্দ্রিক হবে না ।" কোনও চ্যানেল, কোনও প্রডিউসারের উপরA ক্ষোভ নেই তাঁর । ক্ষোভ আছে কেবল আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে । আর্টিস্ট ফোরামকে ভাগ করা কিংবা অন্য কোনও সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ারও কোনও পরিকল্পনা নেই তাঁর । বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন রানা ।

তিনি এও জানালেন যে, এই প্রেস মিট তিনি নিজের সিদ্ধান্তে ডেকেছেন, বাকি তিনজন সদস্যদের হয়ে তিনি কোনও কথা বলবেন না । আর্টিস্ট ফোরামের ভাবনাচিন্তা, তাদের পলিসি মেকিং নিয়ে বিরোধ তৈরি হওয়ায় অ্যাসিস্টেন্ট সেক্রেটারির পদ ছেড়েছেন রানা । বাকিরা কেন ছে়ড়েছেন সেটা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি ।

শুনে নিন রানা মিত্রর বক্তব্য...

দেখুন ভিডিয়ো

কলকাতা : রানা মিত্র নিজে কেন ইস্তফা দিয়েছেন, সেটা আর্টিস্ট ফোরামের সাধারণ মেম্বারদের জানানোর জন্যই সাংবাদিক বৈঠক করেন তিনি । আর্টিস্ট ফোরাম এখনও পর্যন্ত রানার ইস্তফাপত্র গ্রহণ করেনি, তবে নাকচও করেনি । এই বিষয়ে আর্টিস্ট ফোরাম কী ভাবছে, সেটিও জানেন না রানা । যদিও আগামী 28 জুন একটি মিটিং ডাকতে চেয়েছিল আর্টিস্ট ফোরাম । তবে কোনও কারণে সেটি হচ্ছে না বলেই জানিয়েছেন রানা ।

ব্যক্তিগতভাবে শুটিং বন্ধ করার দাবি রাখেননি রানা । নিয়ম মেনে শুটিং শুরু করার পক্ষে ছিলেন এবং এখনও আছেন । কিন্তু, শিল্পীদের যথাযোগ্য সুরক্ষা না দিয়েই শুরু হল শুটিং । কোরোনায় আক্রান্ত হয়ে যদি কোনও শিল্পীর মৃত্যু হয়ে যায়, সেজন্য 25 লক্ষ টাকার বিমার কথা বলা হয়েছিল 9 তারিখের মিটিংয়ে । তবে সেই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সেদিনের মিটিংয়ে । অথচ 10 তারিখ ফোরামের একাধিক সদস্যকে না জানিয়েই SOP-তে সই করেন কার্যকরী প্রেসিডেন্ট শংকর চক্রবর্তী, ছিলেন আরও কয়েকজন সদস্য । এটা একটা ধাক্কা হয়ে আসে রানার কাছে । আর তারপরই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ।

Rana Mitra Resignation from Artist Forum
.


1998 থেকে 2020 সাল, দীর্ঘ 22 বছর আর্টিস্ট ফোরামের এগজিকিউটিভ কমিটিতে ছিলেন রানা । বললেন, "সেই আর্টিস্ট ফোরামকে নিয়ে যদি তিনি সমালোচনা করেনও, তাহলে, সেটা কোনও ব্যক্তিকেন্দ্রিক হবে না ।" কোনও চ্যানেল, কোনও প্রডিউসারের উপরA ক্ষোভ নেই তাঁর । ক্ষোভ আছে কেবল আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে । আর্টিস্ট ফোরামকে ভাগ করা কিংবা অন্য কোনও সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ারও কোনও পরিকল্পনা নেই তাঁর । বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন রানা ।

তিনি এও জানালেন যে, এই প্রেস মিট তিনি নিজের সিদ্ধান্তে ডেকেছেন, বাকি তিনজন সদস্যদের হয়ে তিনি কোনও কথা বলবেন না । আর্টিস্ট ফোরামের ভাবনাচিন্তা, তাদের পলিসি মেকিং নিয়ে বিরোধ তৈরি হওয়ায় অ্যাসিস্টেন্ট সেক্রেটারির পদ ছেড়েছেন রানা । বাকিরা কেন ছে়ড়েছেন সেটা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি ।

শুনে নিন রানা মিত্রর বক্তব্য...

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.