ETV Bharat / sitara

সফল প্লাজ়মাফেরেসিস থেরাপি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম পর্বের প্লাজ়মাফেরেসিস সফলভাবে করা গিয়েছে । ফ্রেশ প্লাজ়মা শরীরে ঢোকার ফলে একটু জটিলতা তৈরি হয়েছিল, সামান্য জ্বর এসেছিল অভিনেতার । তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।

Soumitra chatterjee health update
Soumitra chatterjee health update
author img

By

Published : Nov 13, 2020, 6:57 AM IST

কলকাতা : বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম পর্বের প্লাজ়মাফেরেসিস সফলভাবে হয়েছে । যদিও, বৃহস্পতিবার বিকালে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল । তাঁর জ্বর এসেছিল । তবে রাতে পাওয়া শেষ খবরে জানা গেছে যে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । এদিকে একদিন অন্তর তাঁর প্লাজ়মাফেরেসিস করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা ।


চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে গত 6 অক্টোবর থেকে 85 বছর বয়সী সৌমিত্রর চিকিৎসা চলছে । অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে বৃহস্পতিবার রাতে অরিন্দমবাবু বলেন, "আজ সৌমিত্রবাবুর প্রথম পর্বের প্লাজ়মাফেরেসিস করানো হয়েছে । ভালোভাবেই করা গিয়েছে থেরাপি । কোনও রক্তক্ষরণ হয়নি । তবে, রক্তচাপ সামান্য কমে গিয়েছিল আর সামান্য জ্বরও এসেছিল । এখন সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।"

আরও পডু়ন : ট্র‍্যাকিওস্টমি সফল, আজ প্লাজ়মাফেরেসিস হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

তিনি আরও বলেন, "এদিন বিকালে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে সৌমিত্রবাবুর সিটি স্ক্যান করানো হয় । সিটি স্ক্যানের রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি । এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । তাঁর লাঙস, লিভার, হার্টের অবস্থাও স্থিতিশীল ।"

একদিন অন্তর সৌমিত্রকে প্লাজ়মাফেরেসিস ও ডায়ালিসিস করানো হবে বলে জানিয়েছেন অরিন্দমবাবু । কিংবদন্তীর আরোগ্য কামনা করছে আপামর সিনেপ্রেমী মানুষরা ।

কলকাতা : বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম পর্বের প্লাজ়মাফেরেসিস সফলভাবে হয়েছে । যদিও, বৃহস্পতিবার বিকালে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল । তাঁর জ্বর এসেছিল । তবে রাতে পাওয়া শেষ খবরে জানা গেছে যে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । এদিকে একদিন অন্তর তাঁর প্লাজ়মাফেরেসিস করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা ।


চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে গত 6 অক্টোবর থেকে 85 বছর বয়সী সৌমিত্রর চিকিৎসা চলছে । অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে বৃহস্পতিবার রাতে অরিন্দমবাবু বলেন, "আজ সৌমিত্রবাবুর প্রথম পর্বের প্লাজ়মাফেরেসিস করানো হয়েছে । ভালোভাবেই করা গিয়েছে থেরাপি । কোনও রক্তক্ষরণ হয়নি । তবে, রক্তচাপ সামান্য কমে গিয়েছিল আর সামান্য জ্বরও এসেছিল । এখন সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।"

আরও পডু়ন : ট্র‍্যাকিওস্টমি সফল, আজ প্লাজ়মাফেরেসিস হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

তিনি আরও বলেন, "এদিন বিকালে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে সৌমিত্রবাবুর সিটি স্ক্যান করানো হয় । সিটি স্ক্যানের রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি । এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । তাঁর লাঙস, লিভার, হার্টের অবস্থাও স্থিতিশীল ।"

একদিন অন্তর সৌমিত্রকে প্লাজ়মাফেরেসিস ও ডায়ালিসিস করানো হবে বলে জানিয়েছেন অরিন্দমবাবু । কিংবদন্তীর আরোগ্য কামনা করছে আপামর সিনেপ্রেমী মানুষরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.