ETV Bharat / sitara

এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চিত্র কেমন হতে পারে ?

কোরোনা এসে সবকিছু ওলোটপালট করে দিয়েছে । ভবিষ্যতের কথা এখন নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না । তারই মধ্যে শোনা গেল 5 নভেম্বর থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । এমন পরিস্থিতিতে কীভাবে হবে একটা আস্ত ফেস্টিভাল ?

kolkata international film festival
kolkata international film festival
author img

By

Published : Sep 11, 2020, 2:20 PM IST

কলকাতা : শোনা যাচ্ছে, এবছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে ৫ নভেম্বর থেকে । তবে এই প্যানডেমিকের সময় কীভাবে তা পালন করা হবে এখনও নির্ধারিত হয়নি ।

গতবার ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালিত হয়েছিল কলকাতার বুকে । দায়িত্বে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী । এবারও তিনিই রয়েছেন দায়িত্বে । শোনা যাচ্ছে, উৎসব সংক্রান্ত ইমেল ও ফোন করাও শুরু করে দিয়েছেন তিনি । বিশ্বের অধিকাংশই অ্যাওয়ার্ড শো ও উৎসব এবার ডিজিটালভাবেই পালিত হয়েছে প্যান্ডামিকের কারণে । কলকাতার ফিল্ম উৎসবটি কীভাবে পালিত হবে, সেটি এখনও ঠিক হয়নি যদিও ।

তবে শোনা যাচ্ছে, সামাজিক দূরত্বের বিষয়কে মাথাতে রেখেই প্ল্যান করা হচ্ছে সবটা । শোনা যাচ্ছে, এবছর এই উৎসবের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন পাওলি দাম, আবির চট্টোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সত্রাজিৎ সেনের মতো অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা । এও শোনা যাচ্ছে, যাঁরা সক্রিয়ভাবে উৎসবের কাজ করেননি এর আগে, তাঁদের এবার আর রাখা হবে না ।


ইতিমধ্যেই ফেস্টিভালের কাজ শুরু হয়ে গেছে । তবে এবছর উৎসবের চিত্রটা কেমন হবে, নন্দন প্রাঙ্গণ ফের রঙিন হয়ে উঠবে নাকি ডিজিটাল মাধ্যমেই সাধ মেটাতে হবে, তা একমাত্র সময়ই বলবে ।

কলকাতা : শোনা যাচ্ছে, এবছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে ৫ নভেম্বর থেকে । তবে এই প্যানডেমিকের সময় কীভাবে তা পালন করা হবে এখনও নির্ধারিত হয়নি ।

গতবার ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালিত হয়েছিল কলকাতার বুকে । দায়িত্বে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী । এবারও তিনিই রয়েছেন দায়িত্বে । শোনা যাচ্ছে, উৎসব সংক্রান্ত ইমেল ও ফোন করাও শুরু করে দিয়েছেন তিনি । বিশ্বের অধিকাংশই অ্যাওয়ার্ড শো ও উৎসব এবার ডিজিটালভাবেই পালিত হয়েছে প্যান্ডামিকের কারণে । কলকাতার ফিল্ম উৎসবটি কীভাবে পালিত হবে, সেটি এখনও ঠিক হয়নি যদিও ।

তবে শোনা যাচ্ছে, সামাজিক দূরত্বের বিষয়কে মাথাতে রেখেই প্ল্যান করা হচ্ছে সবটা । শোনা যাচ্ছে, এবছর এই উৎসবের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন পাওলি দাম, আবির চট্টোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সত্রাজিৎ সেনের মতো অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা । এও শোনা যাচ্ছে, যাঁরা সক্রিয়ভাবে উৎসবের কাজ করেননি এর আগে, তাঁদের এবার আর রাখা হবে না ।


ইতিমধ্যেই ফেস্টিভালের কাজ শুরু হয়ে গেছে । তবে এবছর উৎসবের চিত্রটা কেমন হবে, নন্দন প্রাঙ্গণ ফের রঙিন হয়ে উঠবে নাকি ডিজিটাল মাধ্যমেই সাধ মেটাতে হবে, তা একমাত্র সময়ই বলবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.