ETV Bharat / sitara

তনুশ্রীর সঙ্গে আমার একটা ভালোলাগার জায়গা তৈরি হয় : রুদ্রনীল

author img

By

Published : Aug 16, 2019, 5:08 PM IST

অভিরূপ ঘোষের পরবর্তী ছবি 'জ়ম্বিস্তান'-এ অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত ও তনুশ্রী চক্রবর্তী। একটা লম্বা গ্যাপের পর রুদ্রনীল ও তনুশ্রী একসঙ্গে কাজ করছেন। এক সময় তাঁদের মধ্য়ে একটা প্রেমের সম্পর্ক ছিল বলে শোনা যায়। সবকিছু নিয়েই ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন রুদ্রনীল।

জ়ম্বিস্তান

কলকাতা : বিদেশে জ়ম্বিদের নিয়ে অনেক কাজ হয়েছে। ভারতবর্ষে সেভাবে কাজ হয়নি এই নিয়ে। বাংলায় তো একেবারেই হয়নি। সেদিক থেকে একেবারে অভিনব এই কনসেপ্ট। পরিচালক অভিরূপের সঙ্গে আবার কাজ করতে পেরে খুশি রুদ্রনীল। অভিনেতা জানালেন যে, অভিরূপ এই সমাজ ও মানুষকে অন্য চোখে দেখতে পারে।

জ়ম্বিস্তান
অভিরূপ ঘোষ

রুদ্রনীল বলেন, "এই ধরনের ছবি বাংলায় হয়নি, ভারতেও হয়নি। আমি যে চরিত্রে অভিনয় করছি সেটা একটা রহস্য। গল্পটা আনফোল্ড করলে সেই রহস্যের মজাটা চলে যাবে। যখন জ়ম্বিরা আক্রমণ করা শুরু করে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। মানুষ নরখাদক হয়ে ওঠে। এই পরিস্থিতিতে দুটি চরিত্রকে মিট করে তনুশ্রী। এই ধরনের প্লট নিয়ে আগে ছবি তৈরি হয়নি। প্রত্যেকের পারফর্মেন্স খুব ভালো।"

জ়ম্বিস্তান
রুদ্রনীল

তনুশ্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কথা বললেন রুদ্রনীল। বললেন, "দীর্ঘ সময় ধরে তনুশ্রী আমার বন্ধু। আমার বেস্টফ্রেন্ডও বলতে পারেন। একটা সময় আমাদের মধ্যে একটা ভালোলাগার জায়গা তৈরি হয়। বন্ধুত্বের থেকেও বেশি গভীরতায় ঢুকে পড়ি আমরা। তারপর আমরা নিজেরাই বুঝতে পারি যে,আগের যে বন্ধুত্বটা ছিল সেখানে আমরা অনেক সহজভাবে মিশতে পারতাম। আলোচনা করতে পারতাম। বন্ধুত্বটাই বরং থাক। সেটাই বরং অনেক ভালো। তাই সেই বন্ধুত্বের জায়গাতেই রয়েছে আমাদের সম্পর্ক। একে অপরের প্রতি যে সম্মান ছিল, সেটাও রয়েছে। এতদিন যে আমাদের কাস্ট করা হল না, সেটা পরিচালকদের বিষয়। 'বেডরুম'-এর পর তো কেউ আমাদের কাস্টই করল না। আমাদের তরফ থেকে কোনওরকম নিষেধ ছিল না। আমরা দু'জনেই ভীষণ প্রফেশনাল। এবং আজকের দিনেও আমরা খুব ভালো বন্ধু। আমাদের প্রেম নিয়ে সবাই জানতে আগ্রহী। আমাদের মধ্যে যে একটা ভয়ঙ্কর ভালো বন্ধুত্ব আছে, সেটা নিয়ে জানতে কেউ আগ্রহী নয়।"

নভেম্বরে মুক্তি পেতে পারে 'জ়ম্বিস্তান'।

কলকাতা : বিদেশে জ়ম্বিদের নিয়ে অনেক কাজ হয়েছে। ভারতবর্ষে সেভাবে কাজ হয়নি এই নিয়ে। বাংলায় তো একেবারেই হয়নি। সেদিক থেকে একেবারে অভিনব এই কনসেপ্ট। পরিচালক অভিরূপের সঙ্গে আবার কাজ করতে পেরে খুশি রুদ্রনীল। অভিনেতা জানালেন যে, অভিরূপ এই সমাজ ও মানুষকে অন্য চোখে দেখতে পারে।

জ়ম্বিস্তান
অভিরূপ ঘোষ

রুদ্রনীল বলেন, "এই ধরনের ছবি বাংলায় হয়নি, ভারতেও হয়নি। আমি যে চরিত্রে অভিনয় করছি সেটা একটা রহস্য। গল্পটা আনফোল্ড করলে সেই রহস্যের মজাটা চলে যাবে। যখন জ়ম্বিরা আক্রমণ করা শুরু করে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। মানুষ নরখাদক হয়ে ওঠে। এই পরিস্থিতিতে দুটি চরিত্রকে মিট করে তনুশ্রী। এই ধরনের প্লট নিয়ে আগে ছবি তৈরি হয়নি। প্রত্যেকের পারফর্মেন্স খুব ভালো।"

জ়ম্বিস্তান
রুদ্রনীল

তনুশ্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কথা বললেন রুদ্রনীল। বললেন, "দীর্ঘ সময় ধরে তনুশ্রী আমার বন্ধু। আমার বেস্টফ্রেন্ডও বলতে পারেন। একটা সময় আমাদের মধ্যে একটা ভালোলাগার জায়গা তৈরি হয়। বন্ধুত্বের থেকেও বেশি গভীরতায় ঢুকে পড়ি আমরা। তারপর আমরা নিজেরাই বুঝতে পারি যে,আগের যে বন্ধুত্বটা ছিল সেখানে আমরা অনেক সহজভাবে মিশতে পারতাম। আলোচনা করতে পারতাম। বন্ধুত্বটাই বরং থাক। সেটাই বরং অনেক ভালো। তাই সেই বন্ধুত্বের জায়গাতেই রয়েছে আমাদের সম্পর্ক। একে অপরের প্রতি যে সম্মান ছিল, সেটাও রয়েছে। এতদিন যে আমাদের কাস্ট করা হল না, সেটা পরিচালকদের বিষয়। 'বেডরুম'-এর পর তো কেউ আমাদের কাস্টই করল না। আমাদের তরফ থেকে কোনওরকম নিষেধ ছিল না। আমরা দু'জনেই ভীষণ প্রফেশনাল। এবং আজকের দিনেও আমরা খুব ভালো বন্ধু। আমাদের প্রেম নিয়ে সবাই জানতে আগ্রহী। আমাদের মধ্যে যে একটা ভয়ঙ্কর ভালো বন্ধুত্ব আছে, সেটা নিয়ে জানতে কেউ আগ্রহী নয়।"

নভেম্বরে মুক্তি পেতে পারে 'জ়ম্বিস্তান'।

Intro:শুটিং শেষ করেছে পরিচালক অভিরূপ ঘোষের পরবর্তী ছবি 'জম্বিস্তান'। ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত এবং তনুশ্রী চক্রবর্তী। একটা লম্বা গ্যাপের পর রুদ্রনীল-তনুশ্রী একসঙ্গে একটি ছবিতে কাজ করছেন। শেষবার তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল মৈনাক ভৌমিকের 'বেডরুম' ছবিতে। ছবিটি একটু অন্যরকম। জাম্বিস্তান সম্পর্কে বিস্তারিতভাবে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন রুদ্রনীল ঘোষ এবং অভিরুপ ঘোষ।


Body:বিদেশে জম্বিদের নিয়ে অনেক ছবি হয়েছে। দেখতে গেলে ভারতবর্ষে সেরকমভাবে হয়নি। বাংলাতে তো হয়েইনি। সে দিক থেকে দেখতে গেলে অভিরূপের কল্পনাপ্রসূত এই ছবিতে অন্যরকম বিষয়বস্তু দেখতে চলেছে বাংলার দর্শক ছবিতে ভবিষ্যতের সময়কে দেখান হবে। ২০৩০ সালের আশপাশে।

কেন এই ধরনের একটি ছবি বানাচ্ছেন অভিরূপ, প্রশ্ন করায় তিনি বলেন, "জম্বি মানে এমন ধরনের মানুষ, যাঁরা অন্ধের মতো কোনও কিছুর পিছনে ছুটছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখছি, আমরা প্রত্যেকেই কিছু না কিছুর পিছনে ছুটছি। সেখান থেকে বলা যেতে পারে আমরা সকলেই জম্বিতে পরিণত হচ্ছি। সেই সূত্রেই গল্পটা লেখা। আর শুধু জম্বি মুভি বলে নয়, আমরা দেখাচ্ছি ভবিষ্যতের পৃথিবী। আজ থেকে ১০-২০ বছর পরের পৃথিবী। আজকে আমাদের আশপাশে যা ঘটনা ঘটছে, পেপারে পড়ছি বা নিউজে দেখছি, সেটা নিঃসন্দেহে ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। হয়তো আজ থেকে ১-২ দশক পর আমরা সেরকম একটা জম্বি স্টেটে পৌঁছে গেলাম।"

রুদ্রনীল, রজতাভ এবং তনুশ্রীকে কেন চরিত্রগুলোর জন্য ভাবলেন... উত্তরে অভিরূপ বলেন, "তিনজনই ভীষণ ভার্সেটাইল অভিনেতা। রুদ্রদার সঙ্গে তো আগে অনেকগুলো কাজ করেছি, রজতাভদার সঙ্গেও তাই। তনুশ্রীর সঙ্গে এই প্রথমবার কাজ করছি। তনুশ্রী চরিত্রের নাম আকিরা, একটা ওয়ারিয়ার ধরনের চরিত্র। ছবিতে সে একজন সিঙ্গল সারভাইভার। চরিত্রটা তনুশ্রীর অভিনয় ক্ষমতা এবং চেহারার সঙ্গে মানানসই। রুদ্রদা ও রনিদার চরিত্র দুটো ক্যামেলিয়ন, অর্থাৎ গিরগিটির মতো। পরতে পরতে পাল্টে যাচ্ছে। দুজনেই খুব ইন্টারেস্টিং চরিত্র করেছে। এই চরিত্রগুলো হয়তো ভারতীয় ছবিতে আগে দেখা যায়নি। এর থেকে বেশি বললে হয়তো স্পয়লার দেওয়া হয়ে যাবে। কিন্তু এটুকু বলতে পারি এই তিনজনের চরিত্রই একেবারে স্বতন্ত্র, ইউনিক। এই চরিত্রগুলোতে অভিনয় করে নিশ্চয়ই ওঁরাও ভীষণ আনন্দ পেয়েছে..."

অভিনেতা রুদ্রনীল ঘোষ বললেন, "এই ধরনের ছবি আগে বাংলায় হয়নি, ভারতেও হয়নি। আমি যেই চরিত্র অভিনয় করছি সেটা একটা মিস্ট্রি, রহস্য। গল্পটা আনফোল্ড করলেই মজাটা চলে যাবে। যখন জম্বি আক্রমণ করতে শুরু করে ব্লাক ডে নেমে আসে। সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। বলতে পারেন মানুষ নরখাদক হয়ে ওঠে। জম্বিস্তান এই কারণেই নামটা করা হয়েছে। একটা দেশে যদি মানুষ নরখাদক হয়ে ওঠে, তাহলে সেখান থেকে বেঁচে বেরোনোটা ভয়ানক বিষয়। যেখানে প্রশাসন, সরকার, সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এইরকম পরিস্থিতিতে দুটি চরিত্রকে মিট করে তনুশ্রী। আমার চরিত্রটা একজন ফার্মাসিস্টের, যার সঙ্গে তনুশ্রী প্রথম মিট করে, যে ওকে বিপদ থেকে উদ্ধার করে মুক্তির দিকে ঠেলে দেয়। সেটা খুব সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে ঘটতে থাকে। যে কারণেই বলতে চাই, এই ধরনের প্লট নিয়ে বাংলায় ছবি হয়নি। প্রত্যেকের পারফরম্যান্স ভীষণ ভালো। অভিরূপের প্রথম কাজ 'কে' থেকে আমিও সঙ্গে রয়েছি। তখনই আমি দেখেছিলাম অভিরূপের দেখার চোখটা অন্যরকম। সম্পূর্ণ অন্যরকমভাবে মানুষকে এবং এই সমাজকে দেখে। খুব অ্যানালিটিক্যাল কথা বলে।"




Conclusion:রুদ্রনীলের সঙ্গে তনুশ্রীর একটা সম্পর্ক ছিল ব্যক্তিগত জীবনে। তারপরে সেই প্রেমের সম্পর্কে ইতি টেনেছিলেন তাঁরা। তাঁদেরকে শেষবারের মতো মৈনাক ভৌমিকের বেডরুম ছবিতে দেখা যায়। সেটাও বেশ কয়েক বছর আগের কথা। জম্বিস্তানে ফের রুদ্রনীল, তনুশ্রী একসঙ্গে কাজ করছেন। রুদ্রনীল বললেন, "দীর্ঘ বছর ধরে তনুশ্রী আমার বন্ধু। আমার বেস্টফ্রেন্ডও বলতে পারেন। একটা সময় আমাদের মধ্যে প্রেম সম্পর্ক তৈরি হয়। তারপর আমরা নিজেরাই বুঝতে পারি, যে আগের যে বন্ধুত্বটা ছিল, সেখানে আমরা অনেক সহজভাবে মিশতে পারতাম। আলোচনা করতে পারতাম। বন্ধুত্বটাই বরং থাক। সেটাই বরং অনেক ভালো। তাই সেই বন্ধুত্বের জায়গাতেই রয়েছে আমাদের সম্পর্ক। একে অপরের প্রতি যে সম্মান ছিল, সেটাই রয়েছে। এতদিন যে আমাদের কাস্ট করা হল না, সেটা পরিচালকদের বিষয়। বেডরুমের পর তো কেউ আমাদের কাস্টই করল না। আমাদের তরফ থেকে কোনওরকম না ছিল না। আমরা দুজনেই ভীষণ প্রফেশনাল। এবং আজকের দিনেও আমরা খুব ভালো বন্ধু। আমাদের প্রেম নিয়ে সবাই জানতে আগ্রহী। আমাদের মধ্যে যে একটা ভয়ঙ্কর ভালো বন্ধুত্ব আছে, সেটা নিয়ে জানতে কেউ আগ্রহী নয়।"



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.