ETV Bharat / sitara

কেমন সাজে 'পাসওয়ার্ড' ছবির চরিত্ররা, নাম কী তাদের? - দেব

কয়েকদিন আগের খবর। ব্যাংককে শুটিং শেষ হল দেব প্রযোজিত এবং কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'পাসওয়ার্ড'। আর এবার সামনে এল ছবির চরিত্রদের লুক এবং তাদের নাম। ছবিগুলি ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করল দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'।

কমলেশ্বর মুখার্জি
author img

By

Published : Aug 6, 2019, 7:41 AM IST

কলকাতা : 'পাসওয়ার্ড' ছবিতে পাঁচটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম ও আদৃত রায়। দেব এখানে একজন কপ, প্রশাসনিক ব্যক্তিত্ব। অপরাধীদের শাস্তি দেওয়াই তার কাজ। দেব অভিনীত চরিত্রটির নাম রোহিত দাশগুপ্ত।

অন্যদিকে রুক্মিণীর চরিত্রের নাম নিশা, পরমব্রতকে দেখা যাবে ইসমাইলভের ভূমিকায়। পাওলির চরিত্রের নাম মারিয়ম এবং আদৃত রায়কে দেখা যাবে আদির চরিত্রে।

কমলেশ্বর মুখার্জি
দেব - রোহিত দাশগুপ্ত
কমলেশ্বর মুখার্জি
পরমব্রত - ইসমাইলভ
কমলেশ্বর মুখার্জি
রুক্মিনী - নিশা
কমলেশ্বর মুখার্জি
পাওলি - মারিয়ম
কমলেশ্বর মুখার্জি
আদৃত - আদি


সাইবার দুনিয়ার ভয়ানক দিকগুলোকে তুলে ধরবে 'পাসওয়ার্ড' ছবিটি। কীভাবে ব্যক্তির অলক্ষ্যেই তার সমস্ত ব্যক্তিগত তথ্য অপরের হাতে চলে যায়, সেটি দেখানো হবে। এই ছবি সতর্ক করবে মানুষকে, যাতে সে সমস্ত বিপদ এড়িয়ে সাইবার দুনিয়ায় নিজেকে বাঁচিয়ে চলতে পারে। ছবিটি মুক্তি পাবে এই পুজোতে।

কলকাতা : 'পাসওয়ার্ড' ছবিতে পাঁচটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম ও আদৃত রায়। দেব এখানে একজন কপ, প্রশাসনিক ব্যক্তিত্ব। অপরাধীদের শাস্তি দেওয়াই তার কাজ। দেব অভিনীত চরিত্রটির নাম রোহিত দাশগুপ্ত।

অন্যদিকে রুক্মিণীর চরিত্রের নাম নিশা, পরমব্রতকে দেখা যাবে ইসমাইলভের ভূমিকায়। পাওলির চরিত্রের নাম মারিয়ম এবং আদৃত রায়কে দেখা যাবে আদির চরিত্রে।

কমলেশ্বর মুখার্জি
দেব - রোহিত দাশগুপ্ত
কমলেশ্বর মুখার্জি
পরমব্রত - ইসমাইলভ
কমলেশ্বর মুখার্জি
রুক্মিনী - নিশা
কমলেশ্বর মুখার্জি
পাওলি - মারিয়ম
কমলেশ্বর মুখার্জি
আদৃত - আদি


সাইবার দুনিয়ার ভয়ানক দিকগুলোকে তুলে ধরবে 'পাসওয়ার্ড' ছবিটি। কীভাবে ব্যক্তির অলক্ষ্যেই তার সমস্ত ব্যক্তিগত তথ্য অপরের হাতে চলে যায়, সেটি দেখানো হবে। এই ছবি সতর্ক করবে মানুষকে, যাতে সে সমস্ত বিপদ এড়িয়ে সাইবার দুনিয়ায় নিজেকে বাঁচিয়ে চলতে পারে। ছবিটি মুক্তি পাবে এই পুজোতে।

Intro:কয়েকদিন আগের খবর। ব্যাংককে গিয়ে শুটিং শেষ হয়েছে দেব প্রযোজিত এবং কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'পাসওয়ার্ড'। তারপরই সামনে এল ছবির চরিত্রদের লুক এবং তাদের নাম। ছবিগুলি ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করেছে দেবের প্রযোজনা সংস্থা এন্টারটেনমেন্ট অ্যাডভেঞ্চারস।


Body:পাসওয়ার্ড ছবিতে পাঁচটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম এবং আদৃত রায়। দেব এখানে একজন কপ, অর্থাৎ প্রশাসনিক লোক। অপরাধীদের শাস্তি দেওয়াই তাঁর কাজ। দেব অভিনীত চরিত্রটির নাম রোহিত দাশগুপ্ত।

অন্যদিকে রুক্মিণীর চরিত্রের নাম নিশা, পরমব্রতকে দেখা যাবে ইসমাইলভের ভূমিকায়। পাওলির চরিত্রের নাম মারিয়ম এবং আদৃত রায়কে দেখা যাবে আদির চরিত্রে।




Conclusion:সাইবার দুনিয়ার ভয়ানক দিকগুলোকে তুলে ধরবে পাসওয়ার্ড ছবিটি। কীভাবে ব্যক্তির অলক্ষ্যেই তার সমস্ত ব্যক্তিগত তথ্য অপরের হাতে চলে যায়, সেটি দেখান হবে। এই ছবি সতর্ক করবে মানুষকে, যাতে সে সমস্ত বিপদ এড়িয়ে সাইবার দুনিয়ায় নিজেকে বাঁচিয়ে চলতে পারে। ছবিটি মুক্তি পাবে এই পুজোতে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.