ETV Bharat / sitara

'সুরুর'-এর লুক টেস্ট - Soorur look test

হয়ে গেল 'সুরুর'-এর ফার্স্ট লুক টেস্ট । পরিচালক শুভেন্দু রাজ সেই ফার্স্ট লুক শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে ।

Soorur look test
Soorur look test
author img

By

Published : Jul 21, 2020, 8:02 PM IST

কলকাতা : মীনা শেট্টি মন্ডল, এম.এস. ফিল্ম প্রযোজিত ও শুভেন্দু রাজ ঘোষ পরিচালিত হিন্দি ছবি 'সুরুর'-এ ছবিতে অভিনয় করেছেন কলকাতার তিনকন্যা । রয়েছেন প্রেরণা, চিত্রালী ও পূজা । শুরু হবে ছবির শুটিংও। তাই আনকোড়া তিন অভিনেত্রীর জোরকদমে প্রস্তুতি চলছে । চলছে ওয়ার্কশপ । পরিচালক শুভেন্দু রাজ তাঁদের প্রথম লুক শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে ।


পরিচালকের 'ম্যায় মুলায়ম সিং যাদব' ছবিতে ডেবিউ করেছেন প্রেরণা । সেখানে তাঁকে দেখা গেছে একটি ছোট্ট রোলে । 'সুরুর'-এ খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তিনি । আমাদের বললেন, "এই চরিত্রটার জন্য নিজেকে তৈরি করেছি । অনেক প্রত্যাশা আছে আমাদের এই ছবিটা থেকে । ভালো তো করতেই হবে ।"

Soorur look test
.
'সুরুর' ছবির জন্য ওয়ার্কশপ করাচ্ছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় । দমদমের মেয়ে পূজা এত বড় একটা সুযোগ পেয়ে নিজের আনন্দ ভাগ করে নিলেন আমাদের সঙ্গে । বললেন, "সুদীপদার সঙ্গে আমাদের আপাতত দুটো ক্লাস হয়েছে । এখন আমাদের আশা রাখতেই হবে । এটা আমার প্রথম ব্রেক । তাছাড়া রাজদা আমাদের জন্য খুব খাটছেন । রাজদার জন্যেই আমাদের প্রমাণ করতে হবে । এটা একটা বড় চ্যালেঞ্জ ।"
Soorur look test
.
প্রেরণা, চিত্রালী এবং পূজা তিনজনেই কলকাতায় মডেলিং করেছেন । চিত্রালী একজন নৃত্যশিল্পীও । চিত্রালী আমাদের বলেন, " নাচ ও মডেলিং থেকে অভিনয় করার ইচ্ছে জাগে মনে । 9 বছর ধরে স্বপ্ন দেখেছি কবে সিনেমায় অভিনয় করব । এই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে । আমি রাজদার কাছে ভীষণ কৃতজ্ঞ । সেই সঙ্গে পরিবারের সাপোর্টও পাচ্ছি । এত আনন্দ কোনওদিনও হয়নি ।"
Soorur look test
.
তিনজন বন্ধুর গল্প 'সুরুর' । এই তিন বন্ধুর ছাড়াছাড়ি হয় । তারপর সোশাল মিডিয়ায় যোগাযোগ হয় । তারা একে অপরের সঙ্গে দেখা করতে চায় । তারপরই শুরু হয় রহস্যের খেলা । ছবির সিনেমাটোগ্রাফি করবেন যোগেশ কোলি । গল্প ও চিত্রনাট্য লিখেছেন রশিদ ইকবাল । সঙ্গীত পরিচালনা করবেন বব এস.এন । সব ঠিক থাকলে ২০২০ সালের অক্টোবরেই শুরু হবে ছবির শুটিং ।

কলকাতা : মীনা শেট্টি মন্ডল, এম.এস. ফিল্ম প্রযোজিত ও শুভেন্দু রাজ ঘোষ পরিচালিত হিন্দি ছবি 'সুরুর'-এ ছবিতে অভিনয় করেছেন কলকাতার তিনকন্যা । রয়েছেন প্রেরণা, চিত্রালী ও পূজা । শুরু হবে ছবির শুটিংও। তাই আনকোড়া তিন অভিনেত্রীর জোরকদমে প্রস্তুতি চলছে । চলছে ওয়ার্কশপ । পরিচালক শুভেন্দু রাজ তাঁদের প্রথম লুক শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে ।


পরিচালকের 'ম্যায় মুলায়ম সিং যাদব' ছবিতে ডেবিউ করেছেন প্রেরণা । সেখানে তাঁকে দেখা গেছে একটি ছোট্ট রোলে । 'সুরুর'-এ খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তিনি । আমাদের বললেন, "এই চরিত্রটার জন্য নিজেকে তৈরি করেছি । অনেক প্রত্যাশা আছে আমাদের এই ছবিটা থেকে । ভালো তো করতেই হবে ।"

Soorur look test
.
'সুরুর' ছবির জন্য ওয়ার্কশপ করাচ্ছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় । দমদমের মেয়ে পূজা এত বড় একটা সুযোগ পেয়ে নিজের আনন্দ ভাগ করে নিলেন আমাদের সঙ্গে । বললেন, "সুদীপদার সঙ্গে আমাদের আপাতত দুটো ক্লাস হয়েছে । এখন আমাদের আশা রাখতেই হবে । এটা আমার প্রথম ব্রেক । তাছাড়া রাজদা আমাদের জন্য খুব খাটছেন । রাজদার জন্যেই আমাদের প্রমাণ করতে হবে । এটা একটা বড় চ্যালেঞ্জ ।"
Soorur look test
.
প্রেরণা, চিত্রালী এবং পূজা তিনজনেই কলকাতায় মডেলিং করেছেন । চিত্রালী একজন নৃত্যশিল্পীও । চিত্রালী আমাদের বলেন, " নাচ ও মডেলিং থেকে অভিনয় করার ইচ্ছে জাগে মনে । 9 বছর ধরে স্বপ্ন দেখেছি কবে সিনেমায় অভিনয় করব । এই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে । আমি রাজদার কাছে ভীষণ কৃতজ্ঞ । সেই সঙ্গে পরিবারের সাপোর্টও পাচ্ছি । এত আনন্দ কোনওদিনও হয়নি ।"
Soorur look test
.
তিনজন বন্ধুর গল্প 'সুরুর' । এই তিন বন্ধুর ছাড়াছাড়ি হয় । তারপর সোশাল মিডিয়ায় যোগাযোগ হয় । তারা একে অপরের সঙ্গে দেখা করতে চায় । তারপরই শুরু হয় রহস্যের খেলা । ছবির সিনেমাটোগ্রাফি করবেন যোগেশ কোলি । গল্প ও চিত্রনাট্য লিখেছেন রশিদ ইকবাল । সঙ্গীত পরিচালনা করবেন বব এস.এন । সব ঠিক থাকলে ২০২০ সালের অক্টোবরেই শুরু হবে ছবির শুটিং ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.