ETV Bharat / sitara

কবে থেকে খুলবে সিনেমা হল ? নবান্নের মিটিংয়ে প্রশ্ন তুলবে EIMPA

author img

By

Published : Jul 6, 2020, 11:43 AM IST

লকডাউন শিথিল হওয়ার পর কাজে ফিরেছেন মানুষ । সচল হয়েছে অফিসপাড়া, একটু একটু করে শুরু হয়েছে শুটিংও । কিন্তু কবে থেকে খুলবে সিনেমা হল ? নবান্নের মিটিংয়ে এই প্রশ্নই তুলবে EIMPA ।

piya sengupta on cinema hall open
piya sengupta on cinema hall open

কলকাতা : লকডাউন শিথিল হওয়ার পর থেকে ধীরে ধীরে খুলছে দোকানপাট, শপিং মল, রেস্তোরাঁ, বাস, অটো, ট্রাম পরিষেবা । মানুষ ধীরে ধীরে বাড়ির বাইরে পা রাখছেন । খুলেছে অফিস কাছারি । জনজীবন আস্তে আস্তে স্বাভাবিকের দিকে এগোচ্ছে । এই নতুন লাইফস্টাইলই এখন 'নিউ নর্মাল' । সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে সমস্ত স্তরে । তবে এখনও খোলেনি সিঙ্গলপ্লেক্স, মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলো । এই বিষয়ে চিন্তিত EIMPA ।

আজ দুপুর ৩টের সময় নবান্ন সভাঘরে গোটা বাংলার বিনোদন জগতের নানা বিষয় নিয়ে মিটিং হবে । সেই মিটিংয়েই সিনেমা হলের প্রসঙ্গটি তুলবেন EIMPA'র সভাপতি পিয়া সেনগুপ্ত । জানালেন ETV ভারত সিতারাকে ।

সিনেমা হল কবে খুলবে তাই নিয়ে উদ্বিগ্ন প্রযোজক, ডিস্ট্রিবিউটর, হল মালিক সহ গোটা চলচ্চিত্র জগৎ । দর্শক বঞ্চিত হয়ে রয়েছেন সিনেমা হলে সিনেমা উপভোগ করার আনন্দ থেকে । এখন বড় ব্যানারের ফিল্মগুলোও OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে । তার উপর সিনেমা হল খোলা নিয়ে কোনও নিশ্চিত উত্তর না পাওয়া গেলে তো খুবই মুশকিল ।

piya sengupta on cinema hall open
পিয়া সেনগুপ্ত

লকডাউনের মধ্যেও নিয়ম করে হলগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে । কর্মীদের বেতন দেওয়া হয়েছে । অথচ এক ফোঁটাও আয় নেই ৩ মাস ধরে । এমনিতেই সিঙ্গেল স্ক্রিনগুলি ধুঁকছিল বেশ কয়েক বছর ধরে । তার উপর এই পরিস্থিতি যেন গোদের উপর বিষফোঁড়ার মতো ।

বিষয়টি নিয়ে ভীষণ উদ্বিগ্ন EIMPA প্রেসিডেন্ট পিয়া আমাদের বলেন, "এই যে সিঙ্গলপ্লেক্স হলগুলো বন্ধ হয়ে গেছে, এর পাশে রাজ্যের সাহায্য দরকার । আমফানে ক্ষতিগ্রস্ত হলগুলির পিছনে সাহায্য দরকার । এই যে শুটিং শুরু হচ্ছে, সব ঠিক আছে । কিন্তু, ছবিগুলো দেখাব কোথায় ? আজ নবান্ন সভাঘরে একটা মিটিং আছে বিনোদন জগত নিয়ে । আমি সিনেমাহলের বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ।"

আজ সেই মিটিংয়ের পর কোনও নিশ্চিত উত্তরের অপেক্ষায় বিনোদন জগৎ ।

কলকাতা : লকডাউন শিথিল হওয়ার পর থেকে ধীরে ধীরে খুলছে দোকানপাট, শপিং মল, রেস্তোরাঁ, বাস, অটো, ট্রাম পরিষেবা । মানুষ ধীরে ধীরে বাড়ির বাইরে পা রাখছেন । খুলেছে অফিস কাছারি । জনজীবন আস্তে আস্তে স্বাভাবিকের দিকে এগোচ্ছে । এই নতুন লাইফস্টাইলই এখন 'নিউ নর্মাল' । সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে সমস্ত স্তরে । তবে এখনও খোলেনি সিঙ্গলপ্লেক্স, মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলো । এই বিষয়ে চিন্তিত EIMPA ।

আজ দুপুর ৩টের সময় নবান্ন সভাঘরে গোটা বাংলার বিনোদন জগতের নানা বিষয় নিয়ে মিটিং হবে । সেই মিটিংয়েই সিনেমা হলের প্রসঙ্গটি তুলবেন EIMPA'র সভাপতি পিয়া সেনগুপ্ত । জানালেন ETV ভারত সিতারাকে ।

সিনেমা হল কবে খুলবে তাই নিয়ে উদ্বিগ্ন প্রযোজক, ডিস্ট্রিবিউটর, হল মালিক সহ গোটা চলচ্চিত্র জগৎ । দর্শক বঞ্চিত হয়ে রয়েছেন সিনেমা হলে সিনেমা উপভোগ করার আনন্দ থেকে । এখন বড় ব্যানারের ফিল্মগুলোও OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে । তার উপর সিনেমা হল খোলা নিয়ে কোনও নিশ্চিত উত্তর না পাওয়া গেলে তো খুবই মুশকিল ।

piya sengupta on cinema hall open
পিয়া সেনগুপ্ত

লকডাউনের মধ্যেও নিয়ম করে হলগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে । কর্মীদের বেতন দেওয়া হয়েছে । অথচ এক ফোঁটাও আয় নেই ৩ মাস ধরে । এমনিতেই সিঙ্গেল স্ক্রিনগুলি ধুঁকছিল বেশ কয়েক বছর ধরে । তার উপর এই পরিস্থিতি যেন গোদের উপর বিষফোঁড়ার মতো ।

বিষয়টি নিয়ে ভীষণ উদ্বিগ্ন EIMPA প্রেসিডেন্ট পিয়া আমাদের বলেন, "এই যে সিঙ্গলপ্লেক্স হলগুলো বন্ধ হয়ে গেছে, এর পাশে রাজ্যের সাহায্য দরকার । আমফানে ক্ষতিগ্রস্ত হলগুলির পিছনে সাহায্য দরকার । এই যে শুটিং শুরু হচ্ছে, সব ঠিক আছে । কিন্তু, ছবিগুলো দেখাব কোথায় ? আজ নবান্ন সভাঘরে একটা মিটিং আছে বিনোদন জগত নিয়ে । আমি সিনেমাহলের বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ।"

আজ সেই মিটিংয়ের পর কোনও নিশ্চিত উত্তরের অপেক্ষায় বিনোদন জগৎ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.