প্রসেনজিৎ চ্যাটার্জি : 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর শুটিং মাঝপথে রেখেই দেশে ফিরে নিজের বাড়িতে ১৪ দিনের সেল্ফ কোয়ারেন্টিনে চলে গেছেন বুম্বাদা । লকডাউন উঠলে কী করবেন তিনি ? বললেন, "যেই কাজগুলো এই সময় করার কথা ছিল সেগুলো পেন্ডিং হয়ে গেল । লকডাউন উঠলে সবার আগে সেই কাজগুলো শেষ করতে চেষ্টা করব । তারসঙ্গে আরও অনেক কাজ বাকি রয়েছে যেগুলো সেই সময় হওয়ার কথা ছিল, সেগুলোও যাতে হয়ে যায়, তা আগে দেখব ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অর্পিতা চ্যাটার্জি : ছেলে মিশুক লন্ডন থেকে ফেরার পর ঘরবন্দি, রয়েছেন সম্পূর্ণ কোয়ারেন্টাইনে । তাঁর অভিনেত্রী মা অর্পিতা চ্যাটার্জি কলকাতাতেই ছিলেন । তবে মিশুকের সঙ্গে থাকছেন বলে নিজেও কোয়ারেন্টিনে চলে গেছেন অর্পিতা । লকডাউনে বেরোচ্ছেন না মোটেই । আমাদের বলেছেন, "আগে তো লকডাউন উঠুক, তারপর ঠিক করব কী করব ।"
ঋতুপর্ণা সেনগুপ্ত : অর্পিতার মতো ঋতুপর্ণার গলাতেও একই সুরে শোনা গেল । তিনি এখন সিঙ্গাপুরে নিজের স্বামী, ছেলেমেয়ের সঙ্গে রয়েছেন । কলকাতায় ফেরেননি এই পরিস্থিতিতে । বললেন, "আমি অপেক্ষায় আছি কবে লকডাউন উঠবে । আগে উঠুক । তারপর ঠিক করব ।"
সুদীপ্তা চক্রবর্তী : কোরোনা সংক্রমণ নিয়ে দেশজুড়ে তুমুল হইহই হওয়ার অনেক আগেই নিজেকে গৃহবন্দি করে ফেলেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী । অনেক আগে থেকেই সতর্কতা মানতে শুরু করেছেন । চারবছরের মেয়ে শাহিদার সঙ্গে সময় কাটাচ্ছেন । সোশ্যাল মিডিয়াতে মেয়ের কোয়ারেন্টিনকালীন ভিডিও শেয়ার করেছেন । নেটিজেনদের কাছে তা বেশ উপভোগ্য হয়ে উঠেছিল । সুদীপ্তা আমাদের একেবারে অন্য কথা বললেন। বলেলন, "আমি লকডাউন ভাঙলে হুড়মুড় করে বেরিয়ে পরব না । সেটা করলে খুব ব্যাকফায়ার করবে ব্যাপারটা । সেটাই মানুষ বুঝতে পারছেন না । তখনও আমি নিজেকে সংযত রাখব । তবে হ্যাঁ, বাড়ির চারপাশটা ঘুরে দেখব । এই যা ।"
মধুমিতা সরকার : 'লভ আজ কাল পরশু' ছবিতে অভিনয় করেছেন টেলিজগতের পরিচিত মুখ মধুমিতা সরকার । তিনিও সকলের মতোই ঘরে আটকা পড়েছেন কোয়ারেন্টিনের সময়ে । বললেন, "আর বলবেন না, বাবা আর দাদাকে কতদিন দেখিনি । কোয়ারেন্টিন কাটলে আমার প্রথম কাজ হবে বাবা আর দাদাকে মিট করা । তারপর নিজের দ্বিতীয় ছবির শুটিং শুরু করব ।"
ঋক বসু : 'দেবী', 'রানি', 'কামিনী', 'চুপকথা'র পরিচালক ঋক বসুও বাড়িতেই আটকে পড়েছেন । কোরোনার জন্যে অনেক ছবির শুটিং বাতিল হয়েছে, পিছিয়ে গেছে । ঋক বললেন, "এখন তো সব কাজ বন্ধ হয়ে গেছে । সব শুটিং বাতিল হয়েছে । তবে কোরোনাকে রুখতে এটার প্রয়োজন আছে । এই সময় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি । স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি । লকডাউন ভাঙলে আগে বাকি থাকা কাজগুলো শেষ করব ।"
সৌরসেনী মৈত্র : বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিমান অভিনেত্রী সৌরসেনী । পুরোপুরি বাড়িতে লকডাউন করে রেখেছেন নিজেকে । এদিকে ঠাকুরমার বয়স হয়েছে । তিনি অসুস্থ, দেখতেও যেতে পারছেন না তাঁকে । লকডাউন ভাঙলে, "আমি সবার আগে আমার ঠাকুমার সঙ্গে দেখা করতে যাব । এখন যেতে পারছি না । আমার ঠাকুমা ভালো নেই । শরীর খুব খারাপ ওঁর । এখন আমি যদি যাই তাহলে ঠাকুমার সংক্রমণ হতে যেতে পারে । সামনাসামনি আমার বন্ধুদেরও অনেকদিন দেখি না । ভিডিয়ো কল আর ভালো লাগছে না ।"
সৌরভ দাস :'চরিত্রহীন' ওয়েব সিরিজের অভিনেতা সৌরভ দাস কখনওই বাড়িতে থাকতে পারেন না । তিনি বেড়াতে যেতে ভালোবাসেন । এই লকডাউনে খুব অসুবিধের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি । বললেন, "আমার মাথা আর কাজ করছে না । লকডাউন উঠলে কী করব সত্যি জানি না । বিগত কয়েকবছরে এতগুলো দিন টানা বাড়িতে থাকিনি । এখন কেমন একটা লাগছে । তবে এটাও ঠিক আমাদের বাড়িতেই থাকতে হবে । এই ভাইরাসকে হারানোর এটাই একমাত্র উপায় । অন্য উপায় নেই ।"
অন্বেষা হাজরা :'চুনিপান্না' ধারাবাহিকের মুখ্যচরিত্র চুনি, অর্থাৎ অন্বেষা হাজরা। এই মুহূর্তে তিনি রয়েছেন বর্ধমানে নিজের পরিবারের সঙ্গে । শুটিং ফ্লোরকে মিস করেছেন খুব। বললেন, "লকডাউন উঠে গেলে প্রথমে শুটিং ফ্লোরে গিয়ে মা কালিকে প্রণাম করব ।"