ETV Bharat / sitara

"অভিনেত্রী বলে থাকার জন্য ফ্ল্যাট ভাড়া পাচ্ছি না", ক্ষোভপ্রকাশ তুহিনার - ঘরে বাইরে আজ

টলিউডের নতুন প্রজন্মের উঠতি অভিনেত্রী তুহিনা দাস। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে তাঁর পায়ের তলার জমি শক্ত হচ্ছে। তবে এই কারণেই তিনি ফ্ল্যাট ভাড়া পাচ্ছেন না। হ্যাঁ, ঠিকই পড়েছেন। শুধুমাত্র অভিনেত্রী বলে বারবার তাঁকে ফ্ল্যাটের দরজা থেকে ফিরতে হচ্ছে।

তুহিনা দাস
author img

By

Published : Jul 23, 2019, 10:12 PM IST

কলকাতা : অপর্ণা সেন পরিচালিত 'ঘরে বাইরে আজ' ছবিতে বিমলা-র চরিত্রে অভিনয় করছেন তুহিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঘরে বাইরে' অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। সামনেই মুক্তি। এই সময় তো আনন্দে থাকার কথা তুহিনার, কারণ এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম বড় ব্রেক। কিন্তু, শহরের তথাকথিত শিক্ষিত মানুষের এই আচরণে স্তম্ভিত অভিনেত্রী।

ETV ভারত সিতারার পক্ষ থেকে তুহিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আর বলবেন না, খুব বিরক্ত হয়ে আছি। আমি অভিনয় করি শুনে এখানকার সব লোকজন এমন হাবভাব করছে যেন আমি ভিনগ্রহের প্রাণী। অদ্ভুত আচরণ করছে। সামনে তো কিছু বলছে না। ফ্ল্যাট দেখছি। কিন্তু যেই ব্রোকারের মারফত যাচ্ছি, সেই ফ্ল্যাটে ঢুকতে না ঢুকতেই বলে দিচ্ছে, "না না অভিনয় করে একা মেয়ে! আবার ঝামেলা হবে!" চাকরি করা মেয়ে হলে কোনও সমস্যা নেই। একমাত্র মিডিয়া প্রফেশনে হলেই তাঁদের মনে হচ্ছে ঝামেলা হবে।"

তুহিনা দাস
তুহিনা

তুহিনার পরিবার থেকে কাঁথিতে। অভিনয় জগতে আসার আগে তিনিও সেখানেই থাকতেন। এই মুহূর্তে তুহিনা বসবাস করছেন গল্ফগ্রিনের দিকে TV সেন্টারের বিপরীতে একটি অ্যাপার্টমেন্টে, গ্রাউন্ড ফ্লোরে। সেটা প্রপার গল্ফগ্রিন নয়। তুহিনা যেতে চাইছেন গল্ফগ্রিনের কোনও অ্যাপার্টমেন্টে। খুঁজছেন শান্ত পরিবেশ। গ্রাউন্ড ফ্লোর ছাড়তে চাইছেন। তিনি বললেন, "আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। আমরা একটা প্রগতিশীল সমাজে বাস করি। এত কিছু বলি, এত কিছু করি। আসলে আমরা কোথায় বসবাস করছি? আমাদের মন-মানসিকতা কোন জায়গায় রয়েছে? সমাজ একটুও বদলায়নি। প্রপার গল্ফগ্রীনে আমি যেতে চাইছি, যেখানে তথাকথিত শিক্ষিত লোকের বাস। তাঁদের থেকে এটা আমি আশা করিনি। আমি জানি না ওঁরা আমাদের কী চোখে দেখেন। এক একটা সময় মনে হচ্ছে, এই পেশাটা বেছে নিয়ে আমি কোনও অপরাধ করেছি। চাকরি-বাকরি করলে ঘর ভাড়া পাওয়া যায়। আমার বক্তব্য একা মেয়ে অভিনেত্রী হলেই সে উশৃংখল জীবন যাপন করবে? এই প্রশ্নটা আমি সমাজের কাছে করতে চাই।"

তুহিনা দাস
তুহিনা

তিনি আরও বলেন, "এমনও হয়েছে, আমি অগ্রিম টাকা দিয়ে দিয়েছি, ফ্ল্যাটে থাকব বলে ফাইনাল হয়ে গিয়েছে। পরে থাকতে দেবে না বলে বলেছে, "টাকা ফেরত নিয়ে যান।" অদ্ভুত সব গল্প দিয়েছে। গত একমাস ধরে ২০টা বা তারও বেশি ফ্ল্যাটের ক্ষেত্রে এরকম হয়েছে। আমি চাই এই ঘটনাটা সবার সামনে আসুক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা সমস্যা, যেটা নিয়ে আলোচনা করা দরকার। এই পেশাটার সঙ্গে মানুষের কী সমস্যা? এঁরাই তো সপ্তাহান্তে পরিবারের সঙ্গে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখেন। তাহলে যাঁদের পরদায় দেখছে, তাঁদের কি বাস্তবে কোনও অস্তিত্ব নেই?"

প্রশ্নটা করলেন বটে তুহিনা। তবে উত্তর দেবে কে? যারা উত্তর দেবে তারাও কি এই মানসিকতার উর্ধ্বে? জানা নেই।

কলকাতা : অপর্ণা সেন পরিচালিত 'ঘরে বাইরে আজ' ছবিতে বিমলা-র চরিত্রে অভিনয় করছেন তুহিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঘরে বাইরে' অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। সামনেই মুক্তি। এই সময় তো আনন্দে থাকার কথা তুহিনার, কারণ এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম বড় ব্রেক। কিন্তু, শহরের তথাকথিত শিক্ষিত মানুষের এই আচরণে স্তম্ভিত অভিনেত্রী।

ETV ভারত সিতারার পক্ষ থেকে তুহিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আর বলবেন না, খুব বিরক্ত হয়ে আছি। আমি অভিনয় করি শুনে এখানকার সব লোকজন এমন হাবভাব করছে যেন আমি ভিনগ্রহের প্রাণী। অদ্ভুত আচরণ করছে। সামনে তো কিছু বলছে না। ফ্ল্যাট দেখছি। কিন্তু যেই ব্রোকারের মারফত যাচ্ছি, সেই ফ্ল্যাটে ঢুকতে না ঢুকতেই বলে দিচ্ছে, "না না অভিনয় করে একা মেয়ে! আবার ঝামেলা হবে!" চাকরি করা মেয়ে হলে কোনও সমস্যা নেই। একমাত্র মিডিয়া প্রফেশনে হলেই তাঁদের মনে হচ্ছে ঝামেলা হবে।"

তুহিনা দাস
তুহিনা

তুহিনার পরিবার থেকে কাঁথিতে। অভিনয় জগতে আসার আগে তিনিও সেখানেই থাকতেন। এই মুহূর্তে তুহিনা বসবাস করছেন গল্ফগ্রিনের দিকে TV সেন্টারের বিপরীতে একটি অ্যাপার্টমেন্টে, গ্রাউন্ড ফ্লোরে। সেটা প্রপার গল্ফগ্রিন নয়। তুহিনা যেতে চাইছেন গল্ফগ্রিনের কোনও অ্যাপার্টমেন্টে। খুঁজছেন শান্ত পরিবেশ। গ্রাউন্ড ফ্লোর ছাড়তে চাইছেন। তিনি বললেন, "আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। আমরা একটা প্রগতিশীল সমাজে বাস করি। এত কিছু বলি, এত কিছু করি। আসলে আমরা কোথায় বসবাস করছি? আমাদের মন-মানসিকতা কোন জায়গায় রয়েছে? সমাজ একটুও বদলায়নি। প্রপার গল্ফগ্রীনে আমি যেতে চাইছি, যেখানে তথাকথিত শিক্ষিত লোকের বাস। তাঁদের থেকে এটা আমি আশা করিনি। আমি জানি না ওঁরা আমাদের কী চোখে দেখেন। এক একটা সময় মনে হচ্ছে, এই পেশাটা বেছে নিয়ে আমি কোনও অপরাধ করেছি। চাকরি-বাকরি করলে ঘর ভাড়া পাওয়া যায়। আমার বক্তব্য একা মেয়ে অভিনেত্রী হলেই সে উশৃংখল জীবন যাপন করবে? এই প্রশ্নটা আমি সমাজের কাছে করতে চাই।"

তুহিনা দাস
তুহিনা

তিনি আরও বলেন, "এমনও হয়েছে, আমি অগ্রিম টাকা দিয়ে দিয়েছি, ফ্ল্যাটে থাকব বলে ফাইনাল হয়ে গিয়েছে। পরে থাকতে দেবে না বলে বলেছে, "টাকা ফেরত নিয়ে যান।" অদ্ভুত সব গল্প দিয়েছে। গত একমাস ধরে ২০টা বা তারও বেশি ফ্ল্যাটের ক্ষেত্রে এরকম হয়েছে। আমি চাই এই ঘটনাটা সবার সামনে আসুক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা সমস্যা, যেটা নিয়ে আলোচনা করা দরকার। এই পেশাটার সঙ্গে মানুষের কী সমস্যা? এঁরাই তো সপ্তাহান্তে পরিবারের সঙ্গে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখেন। তাহলে যাঁদের পরদায় দেখছে, তাঁদের কি বাস্তবে কোনও অস্তিত্ব নেই?"

প্রশ্নটা করলেন বটে তুহিনা। তবে উত্তর দেবে কে? যারা উত্তর দেবে তারাও কি এই মানসিকতার উর্ধ্বে? জানা নেই।

Intro:অপর্ণা সেনের পরিচালনায় সম্প্রতি একটি ছবি মুক্তি পেতে চলেছে 'ঘরে বাইরে আজ'। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'ঘরে বাইরে' উপন্যাস থেকে অনুপ্রাণিত। এই একই উপন্যাসের গল্প অবলম্বনে ১৯৮৪ সালে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন খোদ সত্যজিৎ রায়। অপর্ণা সেনের ছবিতে বিমলার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তুহিনা দাসকে। সামনেই ছবির মুক্তি। এই সময় আনন্দে থাকার কথা অভিনেত্রীর। জীবনের প্রথম বড় ব্রেক, তাও কিনা অপর্ণা সেনের ছবিতে। কিন্তু এই মুহূর্তে খুশি নন তুহিনা। বরং মুষড়ে পড়েছেন। এক অদ্ভুত পরিস্থিতির মোকাবিলা করছেন তিনি। তুহিনার অভিযোগ, কেবলমাত্র সিনেমাজগতের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং তিনি অভিনেত্রী বলে, কেউ নাকি তাঁকে ফ্ল্যাট ভাড়া দিতে চাইছে না। বিষয়টিকে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। ETV ভারত সিতারার নজরে আসে সেটি। আমরা সরাসরি যোগাযোগ করি তুহিনার সঙ্গে।


Body:যোগাযোগ করা মাত্রই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন তুহিনা। কেমন আছেন প্রশ্ন করায় তুহিনা বলেন, "আর বলবেন না, খুব বিরক্ত হয়ে আছি। আমি অভিনয় করি শুনে এখানকার সব লোকজন এমন হাবভাব করছে যেন আমি ভিনগ্রহের প্রাণী। অদ্ভুত আচরণ করছে। সামনে তো কিছু বলছে না। ফ্ল্যাট দেখছি। কিন্তু যেই ব্রোকারের মারফত যাচ্ছি, সেই ফ্লাটে ঢুকতে না ঢুকতেই বলে দিচ্ছে, না না অভিনয় করে একা মেয়ে! আবার ঝামেলা হবে! চাকরি করা মেয়ে হলে কোনও সমস্যা নেই। একমাত্র মিডিয়া প্রফেশনে হলেই তাঁদের মনে হচ্ছে ঝামেলা হবে। আমি জানি না কী করব। এখনও খুঁজে যাচ্ছি। ফেসবুকে পোস্ট করার পর, কয়েকজন বন্ধুবান্ধব আরও কয়েকজন ব্রোকারের নম্বর পাঠিয়েছে। কিছু মানুষ আবার আমাকে চেনে। তাঁরা আবার মুখের উপর কিছু বলছে না। ঘুরিয়ে কথা বলছে। বলছে আমরা তো ব্রোকারকে বলেছিলাম ফ্যামিলি চাই। কোনও না কোনও একটা বাহানা করছে, যাতে আমি ফ্ল্যাটটা না পাই।"

তুহিনার পরিবার থেকে কাঁথিতে। অভিনয় জগতে আসার আগে তিনিও সেখানেই থাকতেন। এই মুহূর্তে তুহিনা বসবাস করছেন গল্ফ গ্রিনের দিকে TV সেন্টারের বিপরীতে একটি অ্যাপার্টমেন্টে, গ্রাউন্ড ফ্লোরে। সেটা প্রপার গল্ফ গ্রিন নয়। তুহিনা যেতে চাইছেন গল্ফ গ্রিনের কোনও অ্যাপার্টমেন্টে। খুঁজছেন শান্ত পরিবেশ। গ্রাউন্ড ফ্লোর ছাড়তে চাইছেন। কিন্তু কিছুতেই তাঁকে ভাড়া দিচ্ছে না ফ্ল্যাট মালিকরা। বিষয়টিকে অত্যন্ত নিন্দনীয় বলে মনে করছেন অভিনেত্রী। বলছেন, "আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। আমরা একটা প্রগতিশীল সমাজে বাস করি। এত কিছু বলি, এত কিছু করি। আসলে আমরা কোথায় বসবাস করছি? আমাদের মন-মানসিকতা কোন জায়গায় রয়েছে। সমাজ একটুকুও বদলায়নি। প্রপার গল্ফ গ্রীনে আমি যেতে চাইছি, যেখানে সো কল্ড শিক্ষিত লোকের বাস। এটা তাঁদের থেকে আমি আশা করিনি। আমি জানি না ওঁরা আমাদেরকে কী চোখে দেখেন। সেটা অদ্ভুত একটা ধাঁধা আরকী! ধাঁধাটা কী, সেটা ওঁরা নিজেরাই জানেন। আমি জানি না। একেকটা সময় মনে হচ্ছে, এই পেশাটা বেছে নিয়ে আমি কোনও অপরাধ করেছি। চাকরি-বাকরি করলে ঘর ভাড়া পাওয়া যায়। আমি যেহেতু অভিনয় করি, সেজন্য মানুষের মুখভঙ্গি পাল্টে যাচ্ছে। এরকম মুখভঙ্গি হওয়ার কারণ কী, আমার খুব জানতে ইচ্ছে করছে। আমি ব্রোকারকে বলেওছি, তাঁদের কাছে আসল কারণটা জানতে। সমস্যাটা ঠিক কোথায়? ব্রোকার বলছেন, দিদি ওঁদের নির্দিষ্ট চাহিদা রয়েছে। বলছে একা মেয়ে, অভিনেত্রী। আমার বক্তব্য একা মেয়ে অভিনেত্রী হলেই সে উশৃংখল জীবন যাপন করবে? এই প্রশ্নটা আমি সমাজের কাছে করতে চাই। কোনও ব্যাংকার করতে পারে না? কোনও সরকারি চাকুরীজীবী করতে পারে না? IT সেক্টরের মেয়ে করতে পারে না? এটা অফুলি ব্যাড। এমনও হয়েছে, আমি অগ্রিম টাকা দিয়ে দিয়েছি, ফ্ল্যাটে থাকব বলে ফাইনাল হয়ে গিয়েছে। পরে থাকতে দেবে না বলে বলেছে, টাকা ফেরত নিয়ে যান। অদ্ভুত সব গল্প দিয়েছে। গত একমাস ধরে ২০টা বা তারও বেশি ফ্ল্যাটের ক্ষেত্রে এরকম হয়েছে। আমি জানি না কেন? আমার মতো এরকম আরও কত মেয়ে আছে, যাঁরা বাইরে থাকে, কাজ করে। কী কী ধরনের জিনিস আমরা মেয়েরা এখনও পর্যন্ত সহ্য করছি। আমি চাই এই ঘটনাটা সবার সামনে আসা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা সমস্যা, যেটা নিয়ে আলোচনা করা দরকার। এই পেশাটার সঙ্গে মানুষের কী সমস্যা? এঁরাই তো সপ্তাহান্তে পরিবারের সঙ্গে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখেন। তাহলে যাঁদেরকে পর্দায় দেখছে, তাঁদের কি বাস্তবে কোনও অস্তিত্ব নেই?"




Conclusion:তুহিনাকে প্রশ্ন করা হয়, তিনি ইন্ডাস্ট্রিতে এই সমস্যার কথা কাউকে জানিয়েছেন কি না। তুহিনা বলেন, "ইন্ডাস্ট্রিতে এখনও ফ্ল্যাট খুঁজে দেওয়ার কথা কাউকে বলিনি। কারোর কাছে সাহায্য চাইনি। নিজের মতো করেই ফ্ল্যাট ভাড়া খুঁজছিলাম। খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমি আশা করিনি মানুষের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাব। আমার এটাই বারবার মনে হয়েছে, ঘর ভাড়া না পাওয়ার কী আছে!? যে সার্ভিস করে সেও টাকা দেবে, আমিও টাকা দেব। পার্থক্যটা কোথায়? বাড়ি খুঁজতে না বেরলে এই অভিজ্ঞতা তো আমার হত না। আমি জানতেও পারতাম না, সমাজের এই পরিস্থিতির কথা।"

সম্প্রতি বাংলা বিনোদন জগতের মডেল, অভিনেতা-অভিনেত্রীর উপর রাতে নিগ্রহের ঘটনাকেও তীব্র নিন্দা করেন তুহিনা। বললেন, "আর বলবেন না। চারপাশে যা ঘটছে। সমাজ কোন দিকে এগোচ্ছে? আমি শেষ দু'বছর ধরে গাড়ি চালান শেখার চেষ্টা করছি। সেটার জন্যেও আমি অনুমতি পাচ্ছি না। কারণ একটাই, আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানকার নয়।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.