ETV Bharat / sitara

শুটিং শেষে অভিনেতা-পরিচালকের একান্ত ভ্রমণ - Sweater film director

অরুণাচলপ্রদেশের আনাচে-কানাচে বাইক রাইড করছেন শিলাদিত্য ও প্রান্তিক......ছবি এল ETV ভারত সিতারার কাছে।

Sweater film director
author img

By

Published : Nov 9, 2019, 7:31 PM IST

কলকাতা : সম্প্রতি 'হৃদপিণ্ড' ছবির শুটিং শেষ করেছেন 'সোয়েটার'-এর পরিচালক শিলাদিত্য মৌলিক। কলকাতায় শুটিং সেরে গোটা টিম পাড়ি দিয়েছিল অরুণাচল প্রদেশের পাহাড়ে। ঠিক সময়ে শুটিং শেষ হয়, কিন্তু শেষ হয় না অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং শিলাদিত্য মৌলিকের অরুণাচল ভ্রমণ। ব়্যাপ আপ করেই তাঁরা বাইক চালিয়ে বেরিয়ে পড়েন অরুণাচলের পাহাড়ি রাস্তায়। শিলাদিত্য নিজেই আমাদের সঙ্গে শেয়ার করলেন সেই ছবি।

Sweater film director
বাইক আর সামনে খোলা পথ..

শিলাদিত্য আমাদের জানিয়েছেন, "শুটিং সেরে আমি আর প্রান্তিক বেরিয়ে পড়েছিলাম অরুণাচল প্রদেশ ঘুরতে। দু'জনেই বাইক চালিয়ে ঘুরে বেড়াই অঞ্চলটা। সে এক অনবদ্য অভিজ্ঞতা। গিয়েছিলাম সেখানকার পরশুরাম কুণ্ডে। জাপানিদের তৈরি গোল্ডেন প্যাগোডায় পান্না দিয়ে তৈরি বুদ্ধমূর্তি দেখে অবাক হয়ে যাই। কী অসামান্য ভাস্কর্য।"

Sweater film director
মনোরম..

তবে সবচেয়ে মনোরম অভিজ্ঞতা চায়না বর্ডারে। শিলাদিত্য আমাদের জানিয়েছেন, "আমাদের শুটিংয়ের জন্য অনেকরকমের পারমিশন করানো ছিল। আর যেসব জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে যেতেও অনুমতি লাগে। শুটিং সেরে সেই সব জায়গায় চলে যাই, যেখানে আমাদের ছবির ক্যামেরা যায়নি। আমরা গিয়েছি চিনের বর্ডারে। জায়গাটার নাম তেজু। অনেক দূরে দূরে ছোটো ছোটো গ্রাম, যেখানে দু-একজন মানুষ থাকেন। গায়ে কাঁটা দিয়েছে, বিশ্বাস করুন। পাহাড় যাঁদের পছন্দ, হলফ করে বলতে পারি, তেজু তাঁদের মন ভরাবেই।"

Sweater film director
একসঙ্গে..

শিলাদিত্য ও প্রান্তিক ছিলেন গোল্ডেন প্যাগোডার কাছে। সেখানকার স্থানীয় মিশমি প্রজাতির তৈরি বাড়িতে। শিলাদিত্য আমাদের সঙ্গে সেই ছবি শেয়ার করে বলেছেন, "মিশমীদের তৈরি দারুণ ছোট্ট বাড়ি, সেখানেই আমরা ছিলাম। সেখানে পশুদের খুলি সাজিয়ে রেখেছেন মিশমিরা।"

Shiladitya Moulik latest news
আস্তানা..

ট্রিপ সেরে শিলাদিত্য-প্রান্তিক এখন কলকাতায়। ছবি দেখে বোঝাই যায়, কী অভূতপূর্ব ভ্রমণ পর্ব সেড়েছেন তাঁরা! পরিচালক-অভিনেতার এই বন্ধুত্ব নতুন কিছু নয়। তবে এতটা মিলে যাওয়ার ঘটনা খুবই আনকমন। ছবিতেও প্রকাশ পাচ্ছে তাঁদের কেমিস্ট্রি, মনের মিল। 'হৃদপিণ্ড' ছবিটিও মনের কথাই বলে...

Sweater film director
চারপেয়েদের সঙ্গে...

কলকাতা : সম্প্রতি 'হৃদপিণ্ড' ছবির শুটিং শেষ করেছেন 'সোয়েটার'-এর পরিচালক শিলাদিত্য মৌলিক। কলকাতায় শুটিং সেরে গোটা টিম পাড়ি দিয়েছিল অরুণাচল প্রদেশের পাহাড়ে। ঠিক সময়ে শুটিং শেষ হয়, কিন্তু শেষ হয় না অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং শিলাদিত্য মৌলিকের অরুণাচল ভ্রমণ। ব়্যাপ আপ করেই তাঁরা বাইক চালিয়ে বেরিয়ে পড়েন অরুণাচলের পাহাড়ি রাস্তায়। শিলাদিত্য নিজেই আমাদের সঙ্গে শেয়ার করলেন সেই ছবি।

Sweater film director
বাইক আর সামনে খোলা পথ..

শিলাদিত্য আমাদের জানিয়েছেন, "শুটিং সেরে আমি আর প্রান্তিক বেরিয়ে পড়েছিলাম অরুণাচল প্রদেশ ঘুরতে। দু'জনেই বাইক চালিয়ে ঘুরে বেড়াই অঞ্চলটা। সে এক অনবদ্য অভিজ্ঞতা। গিয়েছিলাম সেখানকার পরশুরাম কুণ্ডে। জাপানিদের তৈরি গোল্ডেন প্যাগোডায় পান্না দিয়ে তৈরি বুদ্ধমূর্তি দেখে অবাক হয়ে যাই। কী অসামান্য ভাস্কর্য।"

Sweater film director
মনোরম..

তবে সবচেয়ে মনোরম অভিজ্ঞতা চায়না বর্ডারে। শিলাদিত্য আমাদের জানিয়েছেন, "আমাদের শুটিংয়ের জন্য অনেকরকমের পারমিশন করানো ছিল। আর যেসব জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে যেতেও অনুমতি লাগে। শুটিং সেরে সেই সব জায়গায় চলে যাই, যেখানে আমাদের ছবির ক্যামেরা যায়নি। আমরা গিয়েছি চিনের বর্ডারে। জায়গাটার নাম তেজু। অনেক দূরে দূরে ছোটো ছোটো গ্রাম, যেখানে দু-একজন মানুষ থাকেন। গায়ে কাঁটা দিয়েছে, বিশ্বাস করুন। পাহাড় যাঁদের পছন্দ, হলফ করে বলতে পারি, তেজু তাঁদের মন ভরাবেই।"

Sweater film director
একসঙ্গে..

শিলাদিত্য ও প্রান্তিক ছিলেন গোল্ডেন প্যাগোডার কাছে। সেখানকার স্থানীয় মিশমি প্রজাতির তৈরি বাড়িতে। শিলাদিত্য আমাদের সঙ্গে সেই ছবি শেয়ার করে বলেছেন, "মিশমীদের তৈরি দারুণ ছোট্ট বাড়ি, সেখানেই আমরা ছিলাম। সেখানে পশুদের খুলি সাজিয়ে রেখেছেন মিশমিরা।"

Shiladitya Moulik latest news
আস্তানা..

ট্রিপ সেরে শিলাদিত্য-প্রান্তিক এখন কলকাতায়। ছবি দেখে বোঝাই যায়, কী অভূতপূর্ব ভ্রমণ পর্ব সেড়েছেন তাঁরা! পরিচালক-অভিনেতার এই বন্ধুত্ব নতুন কিছু নয়। তবে এতটা মিলে যাওয়ার ঘটনা খুবই আনকমন। ছবিতেও প্রকাশ পাচ্ছে তাঁদের কেমিস্ট্রি, মনের মিল। 'হৃদপিণ্ড' ছবিটিও মনের কথাই বলে...

Sweater film director
চারপেয়েদের সঙ্গে...
Intro:সম্প্রতি 'হৃদপিণ্ড' ছবির শুটিং শেষ করেছেন 'সোয়েটার'এর পরিচালক শিলাদিত্য মৌলিক। কলকাতায় শুটিং সেরে গোটা টিম পাড়ি দিয়েছিল অরুণাচল প্রদেশের পাহাড়ে। যথা সময়ে শুটিং শেষ হয়, কিন্তু শেষ হয় না অভিনেতা প্রান্তিক বন্দোপাধ্যায় এবং শিলাদিত্য মৌলিকের অরুণাচল ভ্রমণ। Wrap আপ করেই তাঁরা বাইক চালিয়ে বেরিয়ে পড়েন অরুণাচলের পাহাড়ি রাস্তায়। শিলাদিত্য নিজেই ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করেছেন তাঁর ভ্রমণের কিছু এক্সক্লুসিভ ছবি।


Body:শিলাদিত্য আমাদের জানিয়েছেন, "শুটিং সেরে আমি আর প্রান্তিক বেরিয়ে পড়েছিলাম অরুণাচল প্রদেশ ঘুরতে। দু'জনেই বাইক চালিয়ে ঘুরে বেড়াই অঞ্চলটা। সে এক অনবদ্য অভিজ্ঞতা। গিয়েছিলাম সেখানকার পরশুরাম কুণ্ডে। জাপানিদের তৈরি গোল্ডেন প্যাগোঠায় পান্না দিয়ে তৈরি বুদ্ধমূর্তি দেখে অবাক হয়ে যাই। কী অসামান্য ভাস্কর্য।"

তবে সবচেয়ে মনোরম অভিজ্ঞতা চায়না বর্ডারে। শিলাদিত্য আমাদের জানিয়েছেন, "আমাদের শুটিংয়ের জন্য অনেকরকমের পারমিশন করান ছিল। আর যেসব জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে যেতেও অনুমতি লাগে। শুটিং সেরে সেই সব জায়গায় চলে যাই, যেখানে আমাদের ছবির ক্যামেরা যায়নি। আমরা গিয়েছি চায়নার বর্ডারে। জায়গাটার নাম তেজু। অনেক দূরে দূরে ছোটো ছোটো গ্রাম, যেখানে দু-একজন মানুষ থাকেন। গায়ে কাঁটা দিয়েছে, বিশ্বাস করুন। পাহাড় যাঁদের পছন্দ, হলফ করে বলতে পারি, তেজু তাঁদের মন ভরাবেই।"






Conclusion:শিলাদিত্য ও প্রান্তিক ছিলেন গোল্ডেন প্যাগোডার আছে। সেখানকার স্থানীয় মিশমি প্রজাতির তৈরি বাড়িতে। শিলাদিত্য আমাদের সঙ্গে সেই ছবি শেয়ার করে বলেছেন, "মিশমীদের তৈরি দারুণ ছোট্ট বাড়ি, সেখানেই আমরা ছিলাম। সেখানে পশুদের খুলি সাজিয়ে রেখেছেন মিশমীরা।"

ট্রিপ সেরে শিলাদিত্য-প্রান্তিক এখন কলকাতায়। ছবি দেখে বোঝাই যায়, কী অভূতপূর্ব ভ্রমণ পর্ব সেড়েছেন তাঁরা! পরিচালক-অভিনেতার এই বন্ধুত্ব নতুন কিছু নয়। তবে এঁদের পাহাড় প্রেমে ধরা পড়ে মনের মিল। হৃদপিণ্ড ছবিটিও মনের কথাই বলে...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.