ETV Bharat / sitara

পদত্যাগ প্রত্যাহার ! আর্টিস্ট ফোরামে ফিরে এলেন সপ্তর্ষি, রানা ও সোহন

গত 12 জুলাই একটি মিটিং হয় আর্টিস্ট ফোরামের । তাঁদের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশে এই জরুরি মিটিং আয়োজিত হয় বলে আমাদের জানায় আর্টিস্ট ফোরাম ।

Artsist forum members quit resignation
Artsist forum members quit resignation
author img

By

Published : Jul 15, 2020, 6:16 PM IST

কলকাতা : গত 10 জুন আর্টিস্ট ফোরামের চার কার্যনির্বাহী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সপ্তর্ষি রায় (জয়েন্ট সেক্রেটারি), সোহন বন্দ্যোপাধ্যায় (অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার), রানা মিত্র (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) এবং সাগ্নিক (এক্সিকিউটিভ সদস্য)। লকডাউন শিথিল হওয়ার পর শুটিংয়ের নিয়মাবলী সংক্রান্ত বিষয় নিয়েই মতপার্থক্যের কারণে আর্টিস্ট ফোরামের বিভিন্ন এক্সিকিউটিভ সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই চার সদস্য । তবে তাঁদের মধ্যে তিনজন সদস্য সপ্তর্ষি, রানা ও সোহন পদত্যাগ প্রত্যাহার করেছেন । ETV ভারত সিতারাকে জানায় আর্টিস্ট ফোরাম ।


গত 12 জুলাই একটি মিটিং হয় আর্টিস্ট ফোরামের । তাঁদের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশে এই জরুরি মিটিং আয়োজিত হয় বলে আমাদের জানায় আর্টিস্ট ফোরাম । মিটিংয়ে উপস্থিত ছিলেন ফোরামের বিশিষ্ট সদস্যরা, যাঁরা এর আগে নানা সময়ে কার্যকরী সমিতিতে সক্রিয়ভাবে থেকেছেন এবং SOP ও SOP বিষয়ক জটিলতার বিষয়টিও জানতেন ।

Artsist forum members quit resignation
সোহন বন্দ্যোপাধ্যায়
এছাড়াও ছিলেন পল্লবী চট্টোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অরিজিৎ চৌধুরি এবং আর্টিস্ট ফোরামের কার্যকরী সমিতির সদস্যরা । বিস্তারিত আলোচনার পর এবং শুটিং শুরু করা সংক্রান্ত SOP সই হওয়ার সময় যেসব ত্রুটি-বিচ্যুতি ঘটেছিল, তা নিয়ে সকলেই একমত হন মিটিংয়ে । যে সমস্যাগুলি তৈরি হয়েছিল, সেগুলির মীমাংসা হয় এবং সেগুলি সংশোধন করা হবে বলেও ঠিক করা হয় ।
Artsist forum members quit resignation
রানা মিত্র
এই মিটিংয়ের ফলস্বরূপ যে চারজন কার্যনির্বাহী সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন, তাঁদের ইস্তফা প্রত্যাহার করার আর্জি জানানো হয় । সপ্তর্ষি রায়, রানা মিত্র এবং সোহন বন্দ্যোপাধ্যায় ইস্তফা প্রত্যাহার করে নেন । তবে শারীরিক অসুস্থতার কারণে সাগ্নিক এই বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি । তাঁকেও এই বৈঠক সম্পর্কে জানানো হয়েছে এবং পদত্যাগ সম্পর্কে পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে ।
Artsist forum members quit resignation
সপ্তর্ষি রায়

কলকাতা : গত 10 জুন আর্টিস্ট ফোরামের চার কার্যনির্বাহী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সপ্তর্ষি রায় (জয়েন্ট সেক্রেটারি), সোহন বন্দ্যোপাধ্যায় (অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার), রানা মিত্র (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) এবং সাগ্নিক (এক্সিকিউটিভ সদস্য)। লকডাউন শিথিল হওয়ার পর শুটিংয়ের নিয়মাবলী সংক্রান্ত বিষয় নিয়েই মতপার্থক্যের কারণে আর্টিস্ট ফোরামের বিভিন্ন এক্সিকিউটিভ সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই চার সদস্য । তবে তাঁদের মধ্যে তিনজন সদস্য সপ্তর্ষি, রানা ও সোহন পদত্যাগ প্রত্যাহার করেছেন । ETV ভারত সিতারাকে জানায় আর্টিস্ট ফোরাম ।


গত 12 জুলাই একটি মিটিং হয় আর্টিস্ট ফোরামের । তাঁদের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশে এই জরুরি মিটিং আয়োজিত হয় বলে আমাদের জানায় আর্টিস্ট ফোরাম । মিটিংয়ে উপস্থিত ছিলেন ফোরামের বিশিষ্ট সদস্যরা, যাঁরা এর আগে নানা সময়ে কার্যকরী সমিতিতে সক্রিয়ভাবে থেকেছেন এবং SOP ও SOP বিষয়ক জটিলতার বিষয়টিও জানতেন ।

Artsist forum members quit resignation
সোহন বন্দ্যোপাধ্যায়
এছাড়াও ছিলেন পল্লবী চট্টোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অরিজিৎ চৌধুরি এবং আর্টিস্ট ফোরামের কার্যকরী সমিতির সদস্যরা । বিস্তারিত আলোচনার পর এবং শুটিং শুরু করা সংক্রান্ত SOP সই হওয়ার সময় যেসব ত্রুটি-বিচ্যুতি ঘটেছিল, তা নিয়ে সকলেই একমত হন মিটিংয়ে । যে সমস্যাগুলি তৈরি হয়েছিল, সেগুলির মীমাংসা হয় এবং সেগুলি সংশোধন করা হবে বলেও ঠিক করা হয় ।
Artsist forum members quit resignation
রানা মিত্র
এই মিটিংয়ের ফলস্বরূপ যে চারজন কার্যনির্বাহী সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন, তাঁদের ইস্তফা প্রত্যাহার করার আর্জি জানানো হয় । সপ্তর্ষি রায়, রানা মিত্র এবং সোহন বন্দ্যোপাধ্যায় ইস্তফা প্রত্যাহার করে নেন । তবে শারীরিক অসুস্থতার কারণে সাগ্নিক এই বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি । তাঁকেও এই বৈঠক সম্পর্কে জানানো হয়েছে এবং পদত্যাগ সম্পর্কে পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে ।
Artsist forum members quit resignation
সপ্তর্ষি রায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.