কলকাতা : গত 10 জুন আর্টিস্ট ফোরামের চার কার্যনির্বাহী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সপ্তর্ষি রায় (জয়েন্ট সেক্রেটারি), সোহন বন্দ্যোপাধ্যায় (অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার), রানা মিত্র (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) এবং সাগ্নিক (এক্সিকিউটিভ সদস্য)। লকডাউন শিথিল হওয়ার পর শুটিংয়ের নিয়মাবলী সংক্রান্ত বিষয় নিয়েই মতপার্থক্যের কারণে আর্টিস্ট ফোরামের বিভিন্ন এক্সিকিউটিভ সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই চার সদস্য । তবে তাঁদের মধ্যে তিনজন সদস্য সপ্তর্ষি, রানা ও সোহন পদত্যাগ প্রত্যাহার করেছেন । ETV ভারত সিতারাকে জানায় আর্টিস্ট ফোরাম ।
গত 12 জুলাই একটি মিটিং হয় আর্টিস্ট ফোরামের । তাঁদের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশে এই জরুরি মিটিং আয়োজিত হয় বলে আমাদের জানায় আর্টিস্ট ফোরাম । মিটিংয়ে উপস্থিত ছিলেন ফোরামের বিশিষ্ট সদস্যরা, যাঁরা এর আগে নানা সময়ে কার্যকরী সমিতিতে সক্রিয়ভাবে থেকেছেন এবং SOP ও SOP বিষয়ক জটিলতার বিষয়টিও জানতেন ।
পদত্যাগ প্রত্যাহার ! আর্টিস্ট ফোরামে ফিরে এলেন সপ্তর্ষি, রানা ও সোহন
গত 12 জুলাই একটি মিটিং হয় আর্টিস্ট ফোরামের । তাঁদের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশে এই জরুরি মিটিং আয়োজিত হয় বলে আমাদের জানায় আর্টিস্ট ফোরাম ।
কলকাতা : গত 10 জুন আর্টিস্ট ফোরামের চার কার্যনির্বাহী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সপ্তর্ষি রায় (জয়েন্ট সেক্রেটারি), সোহন বন্দ্যোপাধ্যায় (অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার), রানা মিত্র (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) এবং সাগ্নিক (এক্সিকিউটিভ সদস্য)। লকডাউন শিথিল হওয়ার পর শুটিংয়ের নিয়মাবলী সংক্রান্ত বিষয় নিয়েই মতপার্থক্যের কারণে আর্টিস্ট ফোরামের বিভিন্ন এক্সিকিউটিভ সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই চার সদস্য । তবে তাঁদের মধ্যে তিনজন সদস্য সপ্তর্ষি, রানা ও সোহন পদত্যাগ প্রত্যাহার করেছেন । ETV ভারত সিতারাকে জানায় আর্টিস্ট ফোরাম ।
গত 12 জুলাই একটি মিটিং হয় আর্টিস্ট ফোরামের । তাঁদের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশে এই জরুরি মিটিং আয়োজিত হয় বলে আমাদের জানায় আর্টিস্ট ফোরাম । মিটিংয়ে উপস্থিত ছিলেন ফোরামের বিশিষ্ট সদস্যরা, যাঁরা এর আগে নানা সময়ে কার্যকরী সমিতিতে সক্রিয়ভাবে থেকেছেন এবং SOP ও SOP বিষয়ক জটিলতার বিষয়টিও জানতেন ।