ETV Bharat / sitara

মায়ের নামে পদবী রাখলেন চিত্রাঙ্গদা, নাম হল 'চিত্রাঙ্গদা শতরূপা' - বাংলা ছবি

জীবনে মায়ের চেয়ে বড় আর কিছু নেই। সেখানে যদি মা'ই হয় কোনও সন্তানের একমাত্র অভিভাবক, তাহলে তিনিই হয়ে ওঠেন সন্তানের জিয়নকাঠি। ঠিক যেমনটা হয়েছে অভিনেত্রী ও মডেল চিত্রাঙ্গদার ক্ষেত্রে।

চিত্রাঙ্গদা শতরূপা
author img

By

Published : Aug 5, 2019, 3:08 PM IST

কলকাতা : এতকাল অভিনেত্রী চিত্রাঙ্গদা তাঁর বাবার পদবি 'চক্রবর্তী' ব্যবহার করছিলেন। সম্প্রতি সেই পদবি ত্যাগ করে মায়ের নামকেই পদবি হিসেবে ব্যবহার করছেন তিনি। এই ব্যাপারে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন চিত্রাঙ্গদা।


চিত্রাঙ্গদা আসলে পরিচালক শতরূপা সান্যালের জ্যেষ্ঠ কন্যা এবং তিনি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী দিদি। নিজেও বেশ কয়েকটি ছবি সুদক্ষ অভিনয়ের ছাপ রেখেছেন। এক মাস হয়ে গেল চিত্রাঙ্গদা নিজের নামের সঙ্গে যুক্ত চক্রবর্তী পদবি ছেঁটে ফেলে সেখানে ব্যবহার করছেন মায়ের নাম। অর্থাৎ, তিনি এখন চিত্রাঙ্গদা শতরূপা।

চিত্রাঙ্গদা শতরূপা
চিত্রাঙ্গদা শতরূপা
এর জন্য তাঁকে সমস্ত নথি এফিডেভিট করে পালটাতে হয়েছে পদবি। চিত্রাঙ্গদা বললেন, "আমি কোনও পদবি ব্যবহার করতে চাইনি। আমার জীবনে আমার মায়ের অবদান অনেক। তাই মায়ের নামটাই পদবি হিসেবে ব্যবহার করছি। এটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারো সঙ্গে আলোচনা করে নেওয়া নয়। আর চিত্রাঙ্গদা শতরূপা শুনতেও খুব ভালো লাগছে।"

কলকাতা : এতকাল অভিনেত্রী চিত্রাঙ্গদা তাঁর বাবার পদবি 'চক্রবর্তী' ব্যবহার করছিলেন। সম্প্রতি সেই পদবি ত্যাগ করে মায়ের নামকেই পদবি হিসেবে ব্যবহার করছেন তিনি। এই ব্যাপারে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন চিত্রাঙ্গদা।


চিত্রাঙ্গদা আসলে পরিচালক শতরূপা সান্যালের জ্যেষ্ঠ কন্যা এবং তিনি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী দিদি। নিজেও বেশ কয়েকটি ছবি সুদক্ষ অভিনয়ের ছাপ রেখেছেন। এক মাস হয়ে গেল চিত্রাঙ্গদা নিজের নামের সঙ্গে যুক্ত চক্রবর্তী পদবি ছেঁটে ফেলে সেখানে ব্যবহার করছেন মায়ের নাম। অর্থাৎ, তিনি এখন চিত্রাঙ্গদা শতরূপা।

চিত্রাঙ্গদা শতরূপা
চিত্রাঙ্গদা শতরূপা
এর জন্য তাঁকে সমস্ত নথি এফিডেভিট করে পালটাতে হয়েছে পদবি। চিত্রাঙ্গদা বললেন, "আমি কোনও পদবি ব্যবহার করতে চাইনি। আমার জীবনে আমার মায়ের অবদান অনেক। তাই মায়ের নামটাই পদবি হিসেবে ব্যবহার করছি। এটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারো সঙ্গে আলোচনা করে নেওয়া নয়। আর চিত্রাঙ্গদা শতরূপা শুনতেও খুব ভালো লাগছে।"
Intro:জীবনে মায়ের চেয়ে বড় আর কিছু নেই। সেখানে যদি মা'ই হয় কোনও সন্তানের একমাত্র অভিভাবক, তাহলে তিনিই হয়ে ওঠেন সন্তানের জিয়নকাঠি। ঠিক যেমনটা হয়েছে অভিনেত্রী ও মডেল চিত্রাঙ্গদার ক্ষেত্রে। চিত্রাঙ্গদা এতকাল বাবার পদবি 'চক্রবর্তী' ব্যবহার করছিলেন। সম্প্রতি সেই পদবি ত্যাগ করে মায়ের নামকেই পদবি হিসেবে ব্যবহার করছেন তিনি। এব্যাপারে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন চিত্রাঙ্গদা।


Body:চিত্রাঙ্গদা আসলে পরিচালক শতরূপা সান্যালের জ্যেষ্ঠ কন্যা। এবং তিনি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী দিদি। এক মাস হয়ে গেল চিত্রাঙ্গদা নিজের নামের সঙ্গে যুক্ত চক্রবর্তী পদবি ছেঁটে ফেলে সেখানে ব্যবহার করছেন মায়ের নাম। অর্থাৎ, তিনি এখন চিত্রাঙ্গদা শতরূপা।




Conclusion:এর জন্য তাকে সমস্ত নথি থেকে এফিডেভিট করে পাল্টাতে হয়েছে পদবি। চিত্রাঙ্গদা বললেন, "আমি কোনও পদবি ব্যবহার করতে চাইনি। আমার জীবনে আমার মায়ের অবদান অনেক। তাই মায়ের নামটাই পদবি হিসেবে ব্যবহার করছি। এটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারোর সঙ্গে আলোচনা করে নেওয়া নয়। আর চিত্রাঙ্গদা শতরূপা শুনতেও খুব ভালো লাগছে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.