কলকাতা : দীর্ঘ সময় আর্টিস্ট ফোরামের সভাপতি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । গত 15 নভেম্বর দক্ষিণ কলকাতার মিন্টো পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে অনেক লড়াইয়ের পর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁকে সম্মান জানাতে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে টেকনিশিয়ানস স্টুডিয়োতে ।
টলিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সেখানকার সুচিত্রা সেন ফ্লোরে হবে এই স্মরণসভা । আজ অর্থাৎ 13 ডিসেম্বর সন্ধে 6টা নাগাদ শুরু হবে অনুষ্ঠান ।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদ্দেশে আয়োজিত এই স্মরণসভায় অংশগ্রহণ করবেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট মানুষ । সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ ব্যক্তি এবং অন্যান্য সদস্যরাও । আর্টিস্ট ফোরামের তরফ থেকে তৈরি বিজ্ঞপ্তিতে রয়েছে একটা সুচিন্তার ছাপ স্পষ্ট । অনুষ্ঠানের নামটিও তারা বেশ ভেবেচিন্তে দিয়েছেন বোঝা যায় । মহানগরের ময়ূরবাহন...সত্যি তিনি তো কার্তিক ঠাকুরের মতোই সুদর্শন ছিলেন ।
দেখে নিন...