হায়দরাবাদ, 7 ডিসেম্বর: বিয়ের অনুষ্ঠান শুরু ৷ তবে এখনও নিজেদের জীবনের স্পেশাল এই ইভেন্টকে লোকচক্ষুর আড়ালে রাখার যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Vickat wedding) ৷ এমনকী সোশ্যাল মিডিয়ায় যাতে তাঁদের বিয়ের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে না পড়ে, সেদিকেও কড়া নজর রেখেছেন বলিউডের তারকা জুটি ৷ তাহলে কি বিয়ের মুহূর্তগুলির এক্সক্লুসিভ ফুটেজ বিক্রি (vicky katrina to sell wedding footage) করার কথাই ভেবে রেখেছেন ভিক্যাট ? একটি ওটিটি প্ল্যাটফর্ম (vicky katrina wedding footage on ott) এই স্বত্ব কেনার জন্য যে পরিমাণ টাকা অফার করেছে, তা জানলে হাঁ হয়ে যাবেন ৷ টাকার পরিমাণটা কোটিতে তো অবশ্যই, তবে দুই নয়, তিন অঙ্কের ৷
ঠিকই শুনছেন ৷ রাজস্থানে ভিকি ও ক্যাটরিনার রাজকীয় বিয়ের (Vicky Kaushal Katrina Kaif wedding) এক্সক্লুসিভ ফুটেজের স্বত্ব কিনতে চেয়ে তাঁদের 100 কোটি টাকার (ott offers 100 cr for vicky katrina wedding footage) অফার দিয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্ম ৷ 7 থেকে 9 তারিখ - বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান ও একান্ত মুহূর্তের ফুটেজ বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়েছে তারকা জুটিকে ৷
পশ্চিমি দেশগুলিতে বিয়ের ছবি ও ভিডিয়ো ফুটেজের স্বত্ব (exclusive access to wedding footage) ম্যাগাজিন ও পোর্টালকে বিক্রি করার চল রয়েছে ৷ শোনা যাচ্ছে, যে স্ট্রিমিং জায়েন্ট ভিক্যাটকে এই প্রস্তাব দিয়েছে, তারা ভারতেও এই চলের আমদানি করতে তৎপর ৷ নিজেদের ওয়েডিং ফ্র্যাঞ্চাইজি খোলার পরিকল্পনা রয়েছে তাদের ৷
আরও পড়ুন: Vicky Katrina wedding: বিয়ের আগেই ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাজস্থানে, কেন?
2018 সালে বলিউডের আর এক হাই-প্রোফাইল জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের ফুটেজের স্বত্ব (exclusive wedding footage) কিনতে চেয়েও বিরাট অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ তাতে রাজি না হয়ে জীবনের এই বিশেষ মুহূর্তগুলিকে ব্যক্তিগতই রাখতে চেয়েছেন দীপবীর ৷
আরও পড়ুন: Vicky Katrina wedding: রাজস্থানে আজ থেকে শুরু বিয়ের পর্ব, ত্রিনেত্র গণেশের দ্বারে ভিকি-ক্যাট
তবে এই পথে ঝুঁকতে দেখা গিয়েছে আর এক তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে (NickYanka)৷ তাঁরা আড়াই মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে তাঁদের বিয়ের ছবি ও ভিডিয়োর স্বত্ব বিক্রি করেছিলেন আমেরিকার একটি ম্যাগাজিনকে ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 18 কোটি টাকা ৷ উমেইদ ভবন প্যালেসে নিকইয়াঙ্কার গ্র্যান্ড ওয়েডিং সেরিমনিকে ঘিরে ভালই ব্যবসা হয়েছিল ৷ এবার ভিকি ও ক্যাটসুন্দরীও সেই পথে পা বাড়ালে এ ব্যাপারে তাঁরা নিকইয়াঙ্কাকে ছাপিয়ে গিয়ে রেকর্ড করবেন ৷ কারণ তাঁদের বিয়ের ফুটেজের স্বত্বের দাম যে দেশের বহুমূল্য সরকারি প্রকল্পের বরাদ্দকেও হার মানায় !
আরও পড়ুন: Vicky Katrina wedding : সাদা শাড়ি, খোলা চুল ; বিয়ের আগে ভিকির বাড়িতে ক্যাটরিনা