ETV Bharat / sitara

"মেলবোর্নে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারের জন্য মনোনীত ঋতুদি", উচ্ছ্বসিত 'আহারে' পরিচালক রঞ্জন - টলিউড

মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর নিজের প্রযোজনায় তৈরি 'আহারে' ছবিটিই তাঁকে এই মনোনয়ন এনে দিল। আর এই একই মঞ্চে মনোনীত হয়েছেন আলিয়া ভাট বা টাবুর মতো অভিনেত্রীরা। বিষয়টি নিয়ে ETV ভারত সিতারার কাছে উচ্ছ্বাস প্রকাশ করলেন 'আহারে'-র পরিচালক রঞ্জন ঘোষ।

আহারে
author img

By

Published : Jul 19, 2019, 8:47 PM IST

Updated : Jul 29, 2019, 1:07 PM IST

কলকাতা : এর আগে হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভালে প্রায় ৪০০ দর্শকের সামনে দেখানো হয়েছিল 'আহারে'। আর এবার মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল। তবে এই সমস্ত ফেস্টিভালে যাওয়ার আগে বাংলা দর্শক সাদরে গ্রহণ করেছে এই ছবিকে। প্রেক্ষাগৃহে ১০০ দিন পূর্ণ করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভর অনবদ্য কেমিস্ট্রি।

আহারে
ছবির পোস্টার...

রঞ্জন বললেন, "আহারে যখন মুক্তি পেয়েছিল, তখন আমরা কেউ ভাবিনি যে, ছবিটি ১০০ দিন পর্যন্ত পৌঁছতে পারবে। কেননা, আমাদের ছোটো ছবি, ইন্ডিপেন্ডেন্ট ছবি। সেইখানে কোনওরকম ম্যানিপুলেশন ছাড়াই, 'আহারে' নন্দনে ৫০দিন অতিক্রম করেছিল। তারপর ৭৫দিন পর্যন্ত অতিক্রম করল। ১০০ দিন সম্পূর্ণ করল। এটাই আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার ছিল।"

আহারে
পরিচালক আর অভিনেত্রী একসঙ্গে...

তিনি আরও বলেন, " এই ফেস্টিভালে ঋতুদি সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন জাতীয় স্তরের অভিনেত্রীদের সঙ্গে। যেমন আলিয়া ভাট, টাবু। আমার ভালো লাগছে এটা ভেবে, যে আমার ছবি ঋতুদিকে তাঁর সঠিক জায়গাটা দিতে পারল। এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার যে, আমি টাবু বা আলিয়া ভাটের সঙ্গে ঋতুদিকে রাখতে পেরেছি। পুরস্কার জয় তো অন্য ব্যাপার। কিন্তু এঁদের নাম একসঙ্গে উচ্চারিত হচ্ছে, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় পুরস্কার এবং এটাই আমাদের জয়।"

আহারে
ছবির নেপথ্যে...

কলকাতা : এর আগে হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভালে প্রায় ৪০০ দর্শকের সামনে দেখানো হয়েছিল 'আহারে'। আর এবার মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল। তবে এই সমস্ত ফেস্টিভালে যাওয়ার আগে বাংলা দর্শক সাদরে গ্রহণ করেছে এই ছবিকে। প্রেক্ষাগৃহে ১০০ দিন পূর্ণ করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভর অনবদ্য কেমিস্ট্রি।

আহারে
ছবির পোস্টার...

রঞ্জন বললেন, "আহারে যখন মুক্তি পেয়েছিল, তখন আমরা কেউ ভাবিনি যে, ছবিটি ১০০ দিন পর্যন্ত পৌঁছতে পারবে। কেননা, আমাদের ছোটো ছবি, ইন্ডিপেন্ডেন্ট ছবি। সেইখানে কোনওরকম ম্যানিপুলেশন ছাড়াই, 'আহারে' নন্দনে ৫০দিন অতিক্রম করেছিল। তারপর ৭৫দিন পর্যন্ত অতিক্রম করল। ১০০ দিন সম্পূর্ণ করল। এটাই আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার ছিল।"

আহারে
পরিচালক আর অভিনেত্রী একসঙ্গে...

তিনি আরও বলেন, " এই ফেস্টিভালে ঋতুদি সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন জাতীয় স্তরের অভিনেত্রীদের সঙ্গে। যেমন আলিয়া ভাট, টাবু। আমার ভালো লাগছে এটা ভেবে, যে আমার ছবি ঋতুদিকে তাঁর সঠিক জায়গাটা দিতে পারল। এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার যে, আমি টাবু বা আলিয়া ভাটের সঙ্গে ঋতুদিকে রাখতে পেরেছি। পুরস্কার জয় তো অন্য ব্যাপার। কিন্তু এঁদের নাম একসঙ্গে উচ্চারিত হচ্ছে, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় পুরস্কার এবং এটাই আমাদের জয়।"

আহারে
ছবির নেপথ্যে...
Intro:দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখান হচ্ছে রঞ্জন ঘোষের ছবি 'আহারে'। ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনায় তৈরি এই ছবি আজ রোমে, কাল হ্যাবিট্যাটে, পরশু ব্যাঙ্গালোরে দর্শকদের ভালোবাসা অর্জন করে নিচ্ছে। ইতিমধ্যেই এই ফেস্টিভালগুলিতে সেরা অভিনেত্রী পপুলার এবং সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছে। এবার এই ছবি পাড়ি দেবে মেলবোর্নে। সেখানে ইন্ডিয়ান ফিলম ফেস্টিভাল অফ মেলবোর্নে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একই বিভাগে অন্য অভিনেত্রী যাঁরা মনোনীত হয়েছেন, তাঁরা সকলেই সর্বভারতীয় স্তরের অভিনেত্রী। 'গালি বয়' ছবির জন্য মনোনীত হয়েছেন আলিয়া ভাট এবং 'আন্ধাধুন' ছবির জন্য টাবু। এই বিষয়টি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে আলাপচারিতায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন পরিচালক রঞ্জন ঘোষ।


Body:পরিচালক রঞ্জন ঘোষ বললেন, "আহারে যখন মুক্তি পেয়েছিল, তখন আমরা কেউ ভাবিনি, যে ১০০ দিন পর্যন্ত পৌঁছতে পারবে। কেননা, আমাদের ছোটো ছবি, ইন্ডিপেন্ডেন্ট ছবি। সেইখানে কোনওরকম ম্যানিপুলেশন ছাড়াই, আহারে নন্দনে ৫০দিন অতিক্রম করেছিল। তারপর ৭৫দিন পর্যন্ত অতিক্রম করল। ১০০ দিন সম্পূর্ণ করল। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় ছিল। এবং দর্শকের ভালোবাসা সবচেয়ে বড় ব্যাপার। সেইটা হওয়ার পর, ফেস্টিভ্যালে গেল। হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে ৪০০ মানুষ হাউসফুল করে এল। প্রশংসা করল। সেটা আমাদের কাছে খুব বড় পাওনা ছিল। ইন্ডিয়ান ফিলম ফেস্টিভাল অফ রোমে সিলেকশন পেল। চায়না সাউথ ইস্ট এশিয়া ফিল্ম এগজিবিশনে দেখান হল। বেঙ্গালুরুতে অনেক ভালো ভালো ছবির সঙ্গে দেখান হল এবং সেখানে সেরা পরিচালক পেলাম আমরা। তার মাঝে আবার টেলি সিনে অ্যাওয়ার্ডে ঋতুদি বেস্ট অ্যাক্ট্রেস পপুলার পুরস্কার পেলেন। এখন হায়দ্রাবাদে বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে দেখান হচ্ছে ছবিটা। তারপর ইন্ডিয়ান ফিলম ফেস্টিভাল অফ মেলবোর্নে দেখান হবে। সেখানে ঋতুদি বেস্ট অ্যাক্ট্রেস বিভাগে মনোনীত হয়েছেন জাতীয় স্তরের অভিনেত্রীদের সঙ্গে। যেমন আলিয়া ভাট, টাবু। আমার ভালো লাগছে এটা ভেবে, যে আমার ছবি করে ঋতুদির টাবু বা আলিয়া ভাটের সঙ্গে নমিনেশন পাচ্ছেন মেলবোর্নে। আমার মনে হয় এটাই আমার কাছে স্বপ্নপূরণ। যে ঋতুপর্ণাকে তাঁর সঠিক জায়গাটা আমি দিতে পেরেছি একটা ছবি বানিয়ে, ঋতুদির প্রযোজনায়। এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার, যে আমি টাবু বা আলিয়া ভাটের সঙ্গে ঋতুদিকে রাখতে পেরেছি। পুরস্কার জয় তো অন্য ব্যাপার। কিন্তু একসঙ্গে এঁদের নাম উচ্চারিত হচ্ছে, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় পুরস্কার এবং এটাই আমাদের জয়।"





Conclusion:ছবিতে ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের হার্টথ্রব আরিফিন শুভ, কলকাতার অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। ছবিকে ঘিরে রয়েছে প্রেম, বিচ্ছেদ, মান-অভিমান, এবং অবশ্যই রন্ধনশিল্প। এই মুহূর্তে আহারে পৌঁছে গেছে হায়দ্রাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে। এখন সেখানেই রয়েছেন আহারে ছবির পরিচালক রঞ্জন ঘোষ।
Last Updated : Jul 29, 2019, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.