ETV Bharat / sitara

তনুশ্রী-রজতাভ-রুদ্রনীলের অস্তিত্ব রক্ষার লড়াই 'জ়ম্বিস্তান' ট্রেলারে - tanushree zombiesthaan

মুক্তি পেল 'জ়ম্বিস্তান' ছবির ট্রেলার । মুখ্য চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষ ।

df
dgf
author img

By

Published : Nov 28, 2019, 2:21 PM IST

কলকাতা : মুক্তি পেল 'জ়ম্বিস্তান' ছবির ট্রেলার । বাংলা সিনেমার জগতে এই প্রথম জ়ম্বি নিয়ে ছবি তৈরি করা হয়েছে । 13 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অভিরূপ ঘোষের ছবি 'জ়ম্বিস্তান'। মুখ্য চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষ । গতকাল ছিল ছবির ট্রেলার লঞ্চ পার্টি ।

ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ছেড়ে সিনেমা তৈরি করতে এগিয়ে এসেছেন অভিরূপ । বিষয়টির প্রশংসা করেছেন রজতাভ দত্ত । ছবিতে তাঁর চরিত্রটির নাম রাজা হরিদাস ।

দেখুন ভিডিয়ো

বিভিন্ন OTT প্ল্যাটফর্ম এবং হলিউডে এর আগে জ়ম্বি নিয়ে বহু ছবিই তৈরি করা হয়েছে । কিন্তু, এই বিষয়কে কেন্দ্র করে হাতোগোনা কয়েকটি ছবি রয়েছে ভারতীয় সিনেমা জগতে । ছবিতে আকিরার চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী । মানবজাতি বিলুপ্তপ্রায় । প্রত্যেকে জ়ম্বি বা নরখাদকে পরিণত হচ্ছে । সেই পরিস্থিতির মধ্যে মোকাবিলা কররা চেষ্টা করছে আকিরা । সে একজন যোদ্ধাও । ছবিতে অ্যাকশনও করেছেন তনুশ্রী ।

ট্রেলার লঞ্চ পার্টিতে অনুপস্থিত ছিলেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা রুদ্রনীল ঘোষ । ছবিতে তাঁর চরিত্রের নাম অনিল চ্যাটার্জি । নরখাদকদের মাঝে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির অস্তিত্ব রক্ষার লড়াই তুলে ধরা হয়েছে ছবিতে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : মুক্তি পেল 'জ়ম্বিস্তান' ছবির ট্রেলার । বাংলা সিনেমার জগতে এই প্রথম জ়ম্বি নিয়ে ছবি তৈরি করা হয়েছে । 13 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অভিরূপ ঘোষের ছবি 'জ়ম্বিস্তান'। মুখ্য চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষ । গতকাল ছিল ছবির ট্রেলার লঞ্চ পার্টি ।

ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ছেড়ে সিনেমা তৈরি করতে এগিয়ে এসেছেন অভিরূপ । বিষয়টির প্রশংসা করেছেন রজতাভ দত্ত । ছবিতে তাঁর চরিত্রটির নাম রাজা হরিদাস ।

দেখুন ভিডিয়ো

বিভিন্ন OTT প্ল্যাটফর্ম এবং হলিউডে এর আগে জ়ম্বি নিয়ে বহু ছবিই তৈরি করা হয়েছে । কিন্তু, এই বিষয়কে কেন্দ্র করে হাতোগোনা কয়েকটি ছবি রয়েছে ভারতীয় সিনেমা জগতে । ছবিতে আকিরার চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী । মানবজাতি বিলুপ্তপ্রায় । প্রত্যেকে জ়ম্বি বা নরখাদকে পরিণত হচ্ছে । সেই পরিস্থিতির মধ্যে মোকাবিলা কররা চেষ্টা করছে আকিরা । সে একজন যোদ্ধাও । ছবিতে অ্যাকশনও করেছেন তনুশ্রী ।

ট্রেলার লঞ্চ পার্টিতে অনুপস্থিত ছিলেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা রুদ্রনীল ঘোষ । ছবিতে তাঁর চরিত্রের নাম অনিল চ্যাটার্জি । নরখাদকদের মাঝে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির অস্তিত্ব রক্ষার লড়াই তুলে ধরা হয়েছে ছবিতে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:শীতের মরশুমে ১৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পরিচালক অভিরূপ ঘোষের ছবি 'জম্বিস্তান'। এটিকে বলা হচ্ছে বাংলা ছবির জগতের প্রথম 'জম্বি' মুভি। ছবিতে মুখ্য চরিত্রগুলিতে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষ। হয়ে গেল ছবির ট্রেলার পার্টি।


Body:ইঞ্জিনিয়ারিং কেরিয়ার ও নিশ্চিত চাকরি ছেড়ে, অভিরূপ বাংলা ছবি বানানোর জন্য এগিয়ে এসেছেন। বিষয়টিকে প্রথমেই বাহবা জানিয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। তাঁর চরিত্রের নাম রাজা হরিদাস। 'জম্বিস্তান'এর শুটিং হয়েছে গরমের সময়।

বিভিন্ন OTT প্লাটফর্মে এবং হলিউডের অনেক ছবিতেই জম্বি বিষয়টি উঠে এসেছে। বিশ্বের অন্যান্য দেশেও জম্বি মুভি তৈরি হয়েছে। ভারতীয় ছবিতে কয়েকটা হাতেগোনা ছবি হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে। ছবিতে আকিরার চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী। মানবজাতি বিলুপ্তপ্রায়। প্রত্যেকে জম্বি বা নরখাদকে পরিণত হচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আকিরা একজন সার্ভাইভার। সে একজন যোদ্ধাও। প্রচুর ফাইট সিকোয়েন্স আছে তনুশ্রীর। ঠিক যেধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন তনুশ্রী, অভিরূপ তাঁকে তেমনই একটি চরিত্র দিয়েছেন 'জম্বিস্তান'এ।




Conclusion:এদিন ট্রেলার পার্টিতে অনুপস্থিত ছিলেন ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা রুদ্রনীল ঘোষ। ছবিতে তাঁর চরিত্রের নাম অনিল চ্যাটার্জি। ট্রেলার লঞ্চ করার পর উদযাপিত হল কেক মিক্সিং অনুষ্ঠানও। কারণ, সামনেই ক্রিসমাস। আর ক্রিসমাসে অপরিহার্য হল কেক। তাই বড়দিন স্পেশাল কেকের মিক্সিং করা হল ট্রেলার লঞ্চের সঙ্গে। রজতাভ, তনুশ্রী, অভিরূপ সকলেই যোগদান করলেন তাতে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.