কলকাতা : কেটে গেছে 50টা বছর । তার মধ্যে দেখাও হয়নি একে অপরের সঙ্গে । এরপর হঠাৎই দেখা মাধুরীর সঙ্গে সেলিম খানের । তাঁদের ফেলে আসা 50টা বছর, প্রেম ও টানাপোড়েন ও সম্পর্কের কথা বলা হয়েছে 'বহমান' ছবিতে । সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার ।
রুপোলি পরদায় একবার ফের রোম্যান্টিক জুটি হিসেবে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনকে । অপর্ণার চরিত্রটির নাম মাধুরী ও সেলিম খানের চরিত্রে সৌমিত্র । অপর্ণার ছেলের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে । চরিত্রটির নাম সুব্রত । আর তার স্ত্রী জয়িতা । ওই চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায় । পরিচালনায় অনুমিতা দাশগুপ্ত ।
50 বছর পর নিজের হারিয়ে যাওয়া প্রেমিককে ফিরে পায় মাধুরী । তার নাম সেলিম খান । কিন্তু, মাধুরীর পুত্র সুব্রত মায়ের এই সম্পর্ককে মোটেই ভালো ভাবে নিতে পারছে না । এদিকে শাশুড়ির পাশে দাঁড়ায় সুব্রতর স্ত্রী জয়িতা । সেলিমকে প্রাণে মারারও চেষ্টা করে সুব্রত । এই প্রতিকূলতার মধ্যে কি পরিণতি পাবে তাদের প্রেম ? সেই গল্পই বলবে 'বহমান' ছবিটি ।
ছবিতে তিনটি সম্পর্ক সমান্তরাল গতিতে এগোবে। একটি মা ও ছেলের গল্প । এখানে ইডিপাস কমপ্লেক্সের ছায়া দেখতে পাওয়া যাবে গল্পের মধ্যে । সে কারণেই ছবির প্রথম নাম ছিল 'আত্মজ'। পরে ছবিটিকে প্রেমের গল্প হিসেবে দেখানোর জন্য নাম পাল্টে করা হয়েছে 'বহমান'। অন্য একটি সম্পর্ক সৌমিত্র-অপর্ণার বার্ধক্যের প্রেমের । যেখানে অতীত এসে দাঁড়িয়েছে বসন্তের মতো । তৃতীয় সম্পর্কটি অর্পিতা ও ব্রাত্যর । অর্থাৎ স্বামী-স্ত্রীর।
অপর্ণা সেন বলেন, "এই ছবি মানুষের সম্পর্কের কথা বলে । কথা বলে হিন্দু-মুসলমানের প্রেমের । এক ট্রান্সজেন্ডার মানুষকেও দেখানো হয়েছে । কিন্তু, এই সবকিছুই দেখানো হয়েছে খুব সরলভাবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">