ETV Bharat / sitara

50 বছর পর অপর্ণার সঙ্গে দেখা সৌমিত্রর !

author img

By

Published : Oct 27, 2019, 1:38 PM IST

Updated : Oct 27, 2019, 2:18 PM IST

রূপোলি পরদায় ফের একসঙ্গে জুটি বেঁধেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেন । ছবির নাম 'বহমান' । সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার ।

ছবি

কলকাতা : কেটে গেছে 50টা বছর । তার মধ্যে দেখাও হয়নি একে অপরের সঙ্গে । এরপর হঠাৎই দেখা মাধুরীর সঙ্গে সেলিম খানের । তাঁদের ফেলে আসা 50টা বছর, প্রেম ও টানাপোড়েন ও সম্পর্কের কথা বলা হয়েছে 'বহমান' ছবিতে । সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার ।

bohomaan
ছবির পোস্টার

রুপোলি পরদায় একবার ফের রোম্যান্টিক জুটি হিসেবে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনকে । অপর্ণার চরিত্রটির নাম মাধুরী ও সেলিম খানের চরিত্রে সৌমিত্র । অপর্ণার ছেলের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে । চরিত্রটির নাম সুব্রত । আর তার স্ত্রী জয়িতা । ওই চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায় । পরিচালনায় অনুমিতা দাশগুপ্ত ।

50 বছর পর নিজের হারিয়ে যাওয়া প্রেমিককে ফিরে পায় মাধুরী । তার নাম সেলিম খান । কিন্তু, মাধুরীর পুত্র সুব্রত মায়ের এই সম্পর্ককে মোটেই ভালো ভাবে নিতে পারছে না । এদিকে শাশুড়ির পাশে দাঁড়ায় সুব্রতর স্ত্রী জয়িতা । সেলিমকে প্রাণে মারারও চেষ্টা করে সুব্রত । এই প্রতিকূলতার মধ্যে কি পরিণতি পাবে তাদের প্রেম ? সেই গল্পই বলবে 'বহমান' ছবিটি ।

দেখুন ভিডিয়ো

ছবিতে তিনটি সম্পর্ক সমান্তরাল গতিতে এগোবে। একটি মা ও ছেলের গল্প । এখানে ইডিপাস কমপ্লেক্সের ছায়া দেখতে পাওয়া যাবে গল্পের মধ্যে । সে কারণেই ছবির প্রথম নাম ছিল 'আত্মজ'। পরে ছবিটিকে প্রেমের গল্প হিসেবে দেখানোর জন্য নাম পাল্টে করা হয়েছে 'বহমান'। অন্য একটি সম্পর্ক সৌমিত্র-অপর্ণার বার্ধক্যের প্রেমের । যেখানে অতীত এসে দাঁড়িয়েছে বসন্তের মতো । তৃতীয় সম্পর্কটি অর্পিতা ও ব্রাত্যর । অর্থাৎ স্বামী-স্ত্রীর।

অপর্ণা সেন বলেন, "এই ছবি মানুষের সম্পর্কের কথা বলে । কথা বলে হিন্দু-মুসলমানের প্রেমের । এক ট্রান্সজেন্ডার মানুষকেও দেখানো হয়েছে । কিন্তু, এই সবকিছুই দেখানো হয়েছে খুব সরলভাবে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : কেটে গেছে 50টা বছর । তার মধ্যে দেখাও হয়নি একে অপরের সঙ্গে । এরপর হঠাৎই দেখা মাধুরীর সঙ্গে সেলিম খানের । তাঁদের ফেলে আসা 50টা বছর, প্রেম ও টানাপোড়েন ও সম্পর্কের কথা বলা হয়েছে 'বহমান' ছবিতে । সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার ।

bohomaan
ছবির পোস্টার

রুপোলি পরদায় একবার ফের রোম্যান্টিক জুটি হিসেবে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনকে । অপর্ণার চরিত্রটির নাম মাধুরী ও সেলিম খানের চরিত্রে সৌমিত্র । অপর্ণার ছেলের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে । চরিত্রটির নাম সুব্রত । আর তার স্ত্রী জয়িতা । ওই চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায় । পরিচালনায় অনুমিতা দাশগুপ্ত ।

50 বছর পর নিজের হারিয়ে যাওয়া প্রেমিককে ফিরে পায় মাধুরী । তার নাম সেলিম খান । কিন্তু, মাধুরীর পুত্র সুব্রত মায়ের এই সম্পর্ককে মোটেই ভালো ভাবে নিতে পারছে না । এদিকে শাশুড়ির পাশে দাঁড়ায় সুব্রতর স্ত্রী জয়িতা । সেলিমকে প্রাণে মারারও চেষ্টা করে সুব্রত । এই প্রতিকূলতার মধ্যে কি পরিণতি পাবে তাদের প্রেম ? সেই গল্পই বলবে 'বহমান' ছবিটি ।

দেখুন ভিডিয়ো

ছবিতে তিনটি সম্পর্ক সমান্তরাল গতিতে এগোবে। একটি মা ও ছেলের গল্প । এখানে ইডিপাস কমপ্লেক্সের ছায়া দেখতে পাওয়া যাবে গল্পের মধ্যে । সে কারণেই ছবির প্রথম নাম ছিল 'আত্মজ'। পরে ছবিটিকে প্রেমের গল্প হিসেবে দেখানোর জন্য নাম পাল্টে করা হয়েছে 'বহমান'। অন্য একটি সম্পর্ক সৌমিত্র-অপর্ণার বার্ধক্যের প্রেমের । যেখানে অতীত এসে দাঁড়িয়েছে বসন্তের মতো । তৃতীয় সম্পর্কটি অর্পিতা ও ব্রাত্যর । অর্থাৎ স্বামী-স্ত্রীর।

অপর্ণা সেন বলেন, "এই ছবি মানুষের সম্পর্কের কথা বলে । কথা বলে হিন্দু-মুসলমানের প্রেমের । এক ট্রান্সজেন্ডার মানুষকেও দেখানো হয়েছে । কিন্তু, এই সবকিছুই দেখানো হয়েছে খুব সরলভাবে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:না, না। বাস্তব জীবনে নয়। রুপোলি পর্দায় ফের একবার রোমান্টিক জুটি হিসেবে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সকলের প্রিয় অপর্ণা সেনকে। ছবির নাম 'বহমান'। পরিচালক অনুমিতা দাশগুপ্তর এটি দ্বিতীয় ছবি। আজই মুক্তি পেল ছবির ট্রেইলার এবং সামনে এল প্রথম অফিশিয়াল পোস্টার। দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল হোটেলে ছিল ছবির ট্রেইলার-পোস্টার লঞ্চ। সেখানে উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।


Body:এই প্রেমের গল্প কেমন?

৫০ বছর পর নিজের হারিয়ে যাওয়া প্রেমকে ফিরে পায় মাধুরী। প্রেমিকের নাম সেলিম খান। কিন্তু মাধুরীর পুত্র সুব্রত মায়ের এই সম্পর্ককে প্রশ্রয় দিতে রাজি নয়। কিন্তু সুব্রতর স্ত্রী জয়িতা পাশে এসে দাঁড়ায় তাঁর শাশুড়িমায়ের। এই দ্বিমত প্রভাব ফেলে তাঁদের জীবনেও। সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে এবার মাধুরীকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। কী সেই সিদ্ধান্ত বলবে 'বহমান'' ছবিটি?

এখানে মাধুরীর চরিত্রে অপর্ণা সেন, সেলিম খানের চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়। ব্রাত্য বসুকে দেখা যাবে অপর্ণা সেনের পুত্রের চরিত্রে, এবং পুত্রবধূর চরিত্রে দেখা যাবে অর্পিতা চ্যাটার্জিকে। ছবিতে তিনটের সম্পর্ক সমান্তরাল গতিতে এগোবে। একটি মা ও ছেলের গল্প। এখানে ইডিপাস কমপ্লেক্সের ছায়া দেখতে পাওয়া যাবে গল্পের মধ্যে। সে কারণেই ছবির প্রথম নাম ছিল 'আত্মজ'। পরে ছবিটিকে প্রেমের গল্প হিসেবে দেখানোর জন্য নাম পাল্টে করা হয়েছে 'বহমান'। অন্য একটি সম্পর্ক সৌমিত্র-অপর্ণার বার্ধক্যের প্রেমের, যেখানে অতীত এসে দাঁড়িয়েছে বসন্তের মতো। তৃতীয় সম্পর্কটি অর্পিতা চ্যাটার্জি এবং ব্রাত্য বসুর, অর্থাৎ স্বামী-স্ত্রীর।

অপর্ণা সেন বলেছেন, "এই ছবি মানুষের সম্পর্কের কথা বলে। কথা বলে হিন্দু-মুসলমানের প্রেমের। দেখানো হয়েছে এক ট্রান্সজেন্ডার মানুষকেও। কিন্তু এই সবকিছুই দেখানো হয়েছে খুব সরলভাবে, এবং সেই জন্যই মানুষ প্রবাহিত হবে।"


Conclusion:এরা প্রত্যেকেই কথা বলেন আমাদের সঙ্গে। দেখুন ভিডিও :
Last Updated : Oct 27, 2019, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.