ETV Bharat / sitara

"দু'কোটির থেকে 'দু পয়সা' অনেক দামি", মহুয়াকে কটাক্ষ কমলেশ্বর-রুদ্রনীলের - tolly celebs slams mahua

মহুয়া মৈত্রর "দু'পয়সার প্রেস" মন্তব্যকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় । এবার তাঁর এই মন্তব্যের সমালোচনা করলেন পরিচালক কমলেশ্বর মুখার্জি ও অভিনেতা রুদ্রনীল ঘোষ ।

sdf
sdf
author img

By

Published : Dec 8, 2020, 7:02 PM IST

Updated : Dec 8, 2020, 8:51 PM IST

কলকাতা : "দু'পয়সার প্রেস"। সোশাল মিডিয়া ভরে গিয়েছে এই তিনটি শব্দে । তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এই মন্তব্যের নিন্দা করেছেন অনেকে । এরপর গতকাল টুইট করে ক্ষমা চান তিনি । তবে ক্ষমা চাইলেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি । আর সেকথা টুইটে স্পষ্ট করে দিয়েছেন । আর এবার সাংসদের এই মন্তব্যের সমালোচনা করলেন টলি তারকারা ।

6 ডিসেম্বর নদিয়ার গয়েশপুরে তৃণমূলের কর্মীসভা ছিল । এদিকে মহুয়া সেখানে পৌঁছাতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয় । তবে দলের দুই গোষ্ঠীকেই বুঝিয়ে বৈঠক সারেন তিনি । কিন্তু, বিবাদ চলাকালীন সংবাদমাধ্যমকে দেখে মেজাজ হারিয়ে ফেলেছিলেন সাংসদ । চিৎকার করে তাঁকে বলতে শোনা গিয়েছিল, "কে এই দু'পয়সার প্রেসকে ভিতরে ডাকে ? প্রেসকে এখান থেকে সরাও । কেন প্রেসকে ডাকো তোমরা দলের মিটিংয়ে ? কর্মীদের বৈঠক হচ্ছে আর সবার কাগজে ও টিভিতে মুখ দেখানোর এত শখ ।" এদিকে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি তো আপনাদের রেকর্ড করতে বলিনি । আপনারা এখন সেটাকে রেকর্ড করেছেন । আমি কিছু করিনি । আমি কাউকে আক্রমণ করিনি ।" মহুয়ার এই মন্তব্যকে ঘিরে নিন্দার ঝড় বয়ে যায় সোশাল মিডিয়ায় । প্রতিবাদে সরব হন সাংবাদিকরা । ভাইরাল হয়ে যায় তাঁর এই মন্তব্য ।

asd
রুদ্রনীল ঘোষের পোস্ট

এদিকে সোশাল মিডিয়া জুড়ে সমালোচনা শুরু হতেই গতকাল টুইটারে ক্ষমা চান মহুয়া । তিনি লেখেন, "দুঃখজনক সঠিক কথা বলার জন্য আমি ক্ষমপ্রার্থী ।"

এরপরই মহুয়ার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হন টলি সেলেবরা । তাঁর মন্তব্যের সমালোচনা করে ফেসবুকে পরিচালক কমলেশ্বর মুখার্জি লেখেন, "উপার্জনের 'দু পয়সা' তোলাবাজির দু কোটির থেকে অনেক দামি ।"

zscdsad
কমলেশ্বর মুখার্জির পোস্ট

নাম না করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রুদ্রনীল ঘোষ । সেখানে তিনি লেখেন, "অহংকারের রোদ চশমায় আঁধার হলেও দেশ, সবার কাছে ভরসা আজও "দু'পয়সার প্রেস"!"

ফেসবুকে মহুয়া মৈত্রর এই মন্তব্যের প্রেক্ষিতে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, "আমি আজ যা তার জন্য আমার দক্ষতা, আমার কাছে যে সুযোগ এসেছে, আমার দর্শক ও সাংবাদিকরা দায়ি । প্রতিটি পেশাতেই ব্যতিক্রমী রয়েছেন । সাংবাদিকদের 'দু'পয়সার সাংবাদিক' বলার বিষয়টির আমি তীব্র নিন্দা করছি ।"

" class="align-text-top noRightClick twitterSection" data="

I am what I am today because of my skills, the opportunities that came my way, my audience and of course, the...

Posted by Sudiptaa Chakraborty on Monday, 7 December 2020
">

I am what I am today because of my skills, the opportunities that came my way, my audience and of course, the...

Posted by Sudiptaa Chakraborty on Monday, 7 December 2020

কলকাতা : "দু'পয়সার প্রেস"। সোশাল মিডিয়া ভরে গিয়েছে এই তিনটি শব্দে । তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এই মন্তব্যের নিন্দা করেছেন অনেকে । এরপর গতকাল টুইট করে ক্ষমা চান তিনি । তবে ক্ষমা চাইলেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি । আর সেকথা টুইটে স্পষ্ট করে দিয়েছেন । আর এবার সাংসদের এই মন্তব্যের সমালোচনা করলেন টলি তারকারা ।

6 ডিসেম্বর নদিয়ার গয়েশপুরে তৃণমূলের কর্মীসভা ছিল । এদিকে মহুয়া সেখানে পৌঁছাতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয় । তবে দলের দুই গোষ্ঠীকেই বুঝিয়ে বৈঠক সারেন তিনি । কিন্তু, বিবাদ চলাকালীন সংবাদমাধ্যমকে দেখে মেজাজ হারিয়ে ফেলেছিলেন সাংসদ । চিৎকার করে তাঁকে বলতে শোনা গিয়েছিল, "কে এই দু'পয়সার প্রেসকে ভিতরে ডাকে ? প্রেসকে এখান থেকে সরাও । কেন প্রেসকে ডাকো তোমরা দলের মিটিংয়ে ? কর্মীদের বৈঠক হচ্ছে আর সবার কাগজে ও টিভিতে মুখ দেখানোর এত শখ ।" এদিকে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি তো আপনাদের রেকর্ড করতে বলিনি । আপনারা এখন সেটাকে রেকর্ড করেছেন । আমি কিছু করিনি । আমি কাউকে আক্রমণ করিনি ।" মহুয়ার এই মন্তব্যকে ঘিরে নিন্দার ঝড় বয়ে যায় সোশাল মিডিয়ায় । প্রতিবাদে সরব হন সাংবাদিকরা । ভাইরাল হয়ে যায় তাঁর এই মন্তব্য ।

asd
রুদ্রনীল ঘোষের পোস্ট

এদিকে সোশাল মিডিয়া জুড়ে সমালোচনা শুরু হতেই গতকাল টুইটারে ক্ষমা চান মহুয়া । তিনি লেখেন, "দুঃখজনক সঠিক কথা বলার জন্য আমি ক্ষমপ্রার্থী ।"

এরপরই মহুয়ার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হন টলি সেলেবরা । তাঁর মন্তব্যের সমালোচনা করে ফেসবুকে পরিচালক কমলেশ্বর মুখার্জি লেখেন, "উপার্জনের 'দু পয়সা' তোলাবাজির দু কোটির থেকে অনেক দামি ।"

zscdsad
কমলেশ্বর মুখার্জির পোস্ট

নাম না করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রুদ্রনীল ঘোষ । সেখানে তিনি লেখেন, "অহংকারের রোদ চশমায় আঁধার হলেও দেশ, সবার কাছে ভরসা আজও "দু'পয়সার প্রেস"!"

ফেসবুকে মহুয়া মৈত্রর এই মন্তব্যের প্রেক্ষিতে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, "আমি আজ যা তার জন্য আমার দক্ষতা, আমার কাছে যে সুযোগ এসেছে, আমার দর্শক ও সাংবাদিকরা দায়ি । প্রতিটি পেশাতেই ব্যতিক্রমী রয়েছেন । সাংবাদিকদের 'দু'পয়সার সাংবাদিক' বলার বিষয়টির আমি তীব্র নিন্দা করছি ।"

" class="align-text-top noRightClick twitterSection" data="

I am what I am today because of my skills, the opportunities that came my way, my audience and of course, the...

Posted by Sudiptaa Chakraborty on Monday, 7 December 2020
">

I am what I am today because of my skills, the opportunities that came my way, my audience and of course, the...

Posted by Sudiptaa Chakraborty on Monday, 7 December 2020
Last Updated : Dec 8, 2020, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.