ETV Bharat / sitara

শুরু 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর এডিট - edit of Kakababur Protyaborton starts

কয়েকদিন আগেই তড়িঘড়ি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর শুটিং সেরে দেশে ফিরেছেন সৃজিত মুখার্জি । দেশে ফিরেই কোয়ারেন্টাইনে চলে যান তিনি । এরই মাঝে শুরু হয়ে গেল ছবির এডিটিংয়ের কাজ । টুইট করে একথা জানালেন সৃজিত ।

zxc
zxc
author img

By

Published : Mar 30, 2020, 10:50 PM IST

কলকাতা : কোরোনা-আতঙ্কের জের । কয়েকদিন আগেই তড়িঘড়ি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর শুটিং সেরে দেশে ফিরেছেন সৃজিত মুখার্জি । সঙ্গে ছিলেন 'কাকাবাবু' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আর দেশে ফিরেই তাঁরা চলে গিয়েছিলেন হোম কোয়ারেন্টাইনে । এরই মাঝে শুরু হয়ে গেল ছবির এডিট । ছবি শেয়ার করে টুইটারে সেকথা জানালেন পরিচালক নিজেই ।

টুইটারে তিনি লিখেছেন, '12 দিন হয়ে গেলে রক্ত-মাংসের মানুষের দেখা পাইনি । আমরা লড়াই ছাড়া হেরে যাব না ।' তারপরই 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর এডিট শুরুর কথা জানান ।

কাকাবাবু সিরিজ়ের তৃতীয় এই ছবির ঘোষণা অনেকদিন আগেই করেছিলেন পরিচালক । জানা যায়, এবার কাকাবাবু যাবেন জঙ্গলে । অর্থাৎ মরুরাজ্য ও বরফের দেশের পর এবার জঙ্গল অভিযানে যাবে কাকাবাবু । সেইমতো আফ্রিকার জঙ্গলে শুটিংয়ে যান সৃজিত, প্রসেনজিৎরা । সেখান থেকে নানা মুহূর্তের ছবি পোস্টও করেছেন পরিচালক । কখনও গলায় সাপ জড়িয়ে আবার কখনও সিংহের সামনে দাঁড়িয়ে তুলেছেন ছবি । আবার এখন খোলা মাঠে বসে অন্যরকম মেজাজে ধরা দিয়েছেন তিনি ।

কিন্তু, বিশ্বজুড়ে কোরোনা থাবা বসাতেই সবকিছু ওলটপালট হয়ে যায় । তড়িঘড়ি শুটিং শেষ করে দেশে ফিরতে হয় 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর টিমকে । তবে দেশে ফিরেও শান্তি নেই । 14 দিনের জন্য যেতে হয় কোয়ারেন্টাইনে । তবে কাজ কি থেমে থাকলে চলে । তাই এরই মাঝে শুরু হয়ে গেছে ছবির এডিটিংয়ের কাজ ।

এর আগে মুক্তি পেয়েছে 'মিশর রহস্য' ও 'ইয়েতি অভিযান'। এবার দর্শকরা দেখবেন কাকাবাবুর জঙ্গল অভিযান ।

কলকাতা : কোরোনা-আতঙ্কের জের । কয়েকদিন আগেই তড়িঘড়ি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর শুটিং সেরে দেশে ফিরেছেন সৃজিত মুখার্জি । সঙ্গে ছিলেন 'কাকাবাবু' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আর দেশে ফিরেই তাঁরা চলে গিয়েছিলেন হোম কোয়ারেন্টাইনে । এরই মাঝে শুরু হয়ে গেল ছবির এডিট । ছবি শেয়ার করে টুইটারে সেকথা জানালেন পরিচালক নিজেই ।

টুইটারে তিনি লিখেছেন, '12 দিন হয়ে গেলে রক্ত-মাংসের মানুষের দেখা পাইনি । আমরা লড়াই ছাড়া হেরে যাব না ।' তারপরই 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর এডিট শুরুর কথা জানান ।

কাকাবাবু সিরিজ়ের তৃতীয় এই ছবির ঘোষণা অনেকদিন আগেই করেছিলেন পরিচালক । জানা যায়, এবার কাকাবাবু যাবেন জঙ্গলে । অর্থাৎ মরুরাজ্য ও বরফের দেশের পর এবার জঙ্গল অভিযানে যাবে কাকাবাবু । সেইমতো আফ্রিকার জঙ্গলে শুটিংয়ে যান সৃজিত, প্রসেনজিৎরা । সেখান থেকে নানা মুহূর্তের ছবি পোস্টও করেছেন পরিচালক । কখনও গলায় সাপ জড়িয়ে আবার কখনও সিংহের সামনে দাঁড়িয়ে তুলেছেন ছবি । আবার এখন খোলা মাঠে বসে অন্যরকম মেজাজে ধরা দিয়েছেন তিনি ।

কিন্তু, বিশ্বজুড়ে কোরোনা থাবা বসাতেই সবকিছু ওলটপালট হয়ে যায় । তড়িঘড়ি শুটিং শেষ করে দেশে ফিরতে হয় 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর টিমকে । তবে দেশে ফিরেও শান্তি নেই । 14 দিনের জন্য যেতে হয় কোয়ারেন্টাইনে । তবে কাজ কি থেমে থাকলে চলে । তাই এরই মাঝে শুরু হয়ে গেছে ছবির এডিটিংয়ের কাজ ।

এর আগে মুক্তি পেয়েছে 'মিশর রহস্য' ও 'ইয়েতি অভিযান'। এবার দর্শকরা দেখবেন কাকাবাবুর জঙ্গল অভিযান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.