ETV Bharat / sitara

নেতাজির মূর্তি উন্মোচনে উপস্থিত টিম 'গুমনামী' - gumnami

উত্তর কলকাতায় উন্মোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ।

ছবি
author img

By

Published : Oct 1, 2019, 7:49 PM IST

কলকাতা : উত্তর কলকাতায় উন্মোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি । ছিল টিম 'গুমনামী'। সম্প্রতি সামনে এসেছে ছবির গান 'ধনধান্য'। ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং সৃজিত মুখার্জি ।

গানটি সম্পর্কে সৃজিৎ বলেন, "নেতাজির মূর্তি উন্মোচন করা গৌরবের ব্যাপার । 'ধনধান্য' লঞ্চের জন্য এর থেকে বড় অনুষ্ঠান আর হতে পারত না । শুধু আমাদের মাতৃভূমিকে নয়, এই গানটি আমাদের দেশের গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসুকেও উৎসর্গ করা হয়েছে।"

আগামীকাল রাজ্যে মুক্তি পাবে 'গুমনামী'। এবং সর্বভারতীয় স্তরে হিন্দি ভাষায় সেটি মুক্তি পাবে ১১ অক্টোবর । ছবির সংগীত পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইন্দ্রদীপ দাশগুপ্ত।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : উত্তর কলকাতায় উন্মোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি । ছিল টিম 'গুমনামী'। সম্প্রতি সামনে এসেছে ছবির গান 'ধনধান্য'। ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং সৃজিত মুখার্জি ।

গানটি সম্পর্কে সৃজিৎ বলেন, "নেতাজির মূর্তি উন্মোচন করা গৌরবের ব্যাপার । 'ধনধান্য' লঞ্চের জন্য এর থেকে বড় অনুষ্ঠান আর হতে পারত না । শুধু আমাদের মাতৃভূমিকে নয়, এই গানটি আমাদের দেশের গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসুকেও উৎসর্গ করা হয়েছে।"

আগামীকাল রাজ্যে মুক্তি পাবে 'গুমনামী'। এবং সর্বভারতীয় স্তরে হিন্দি ভাষায় সেটি মুক্তি পাবে ১১ অক্টোবর । ছবির সংগীত পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইন্দ্রদীপ দাশগুপ্ত।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:উত্তর কলকাতায় উন্মোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। সঙ্গী ছিল টিম 'গুমনামী'। সেই সঙ্গে সামনে এল ছবির 'ধনধান্য'।


Body:মূর্তি উন্মোচন এবং গানের লঞ্চের এই অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং সৃজিত মুখার্জি।

মূর্তি উন্মোচনের পর গানটি সম্পর্কে সৃজিৎ বলেন, "নেতাজির মূর্তি উন্মোচন করা গৌরবের ব্যাপার। এমন একজন মানুষের যাঁকে ছোটোবেলা থেকে অনুসরণ করে চলেছি। 'ধনধান্য' লঞ্চের জন্য এর থেকে বড় অনুষ্ঠান আর হতে পারত না। শুধু আমাদের মাতৃভূমিকে নয়, এই গানটি আমাদের দেশের গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসুকেও উৎসর্গ করা হয়েছে।"


Conclusion:'গুমনামী' পশ্চিমবঙ্গের মুক্তি পাবে ২ অক্টোবর। এবং সর্বভারতীয় স্তরে হিন্দি ভাষায় সেটি মুক্তি পাবে ১১ অক্টোবর। ছবির জন্য INA এবং DL রায়ের আসল সাউন্ডট্র্যাক ব্যবহার করা হয়েছে। ছবির সংগীত পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইন্দ্রদীপ দাশগুপ্ত।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.