কলকাতা : হিন্দু-মুসলমানদের মধ্যে চলতে থাকা টেনশন, বিদ্বেষের বিরুদ্ধে সবসময়ই গলা তুলেছেন তসলিমা। মৌলবাদীদের কুনজরে পড়ে ছাড়তে হয়েছে নিজের দেশ বাংলাদেশ। কিন্তু, এখনও কোথাও ধর্মের উর্দ্ধে গিয়ে মানবতার জয় দেখলে তাঁর মনে নেচে ওঠে। ঠিক যেমন হল সৃজিত-মিথিলার বিয়ের পর।
একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন তসলিমা। তবে একান্ত নিজস্ব ভাষায়, নিজস্ব ভাবনায়। তিনি লিখেছেন, "সৃজিতকে জানি তাঁর ছবি দেখে। মিথিলা সম্পর্কে কিছুই জানতাম না। কাল ফেসবুকে দুজনের বিয়ের খবর পড়ার পর মিথিলা কে সে তথ্য গুগল করে পেয়েছি।"
ফিল্ম পরিচালক হিসেবে বেশ সৃজিত। তবে মিথিলা সেরকম লাইমলাইটে না থাকলেও তাঁকে মাল্টি ট্যালেন্টেড বললে ভুল হবে না। মডেলিং, অভিনয়ের পাশাপাশি তিনি এক সমাজকর্মী। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে তাঁর পড়াশোনা, আর ব্রাক ইন্টারন্যাশনালে সেই প্রোগ্রামেরই প্রধান মিথিলা। গত এগারো বছর ধরে এই ফিল্ডে কাজ করছেন তিনি। বাংলাদেশেও শিশু এবং নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে আন্দোলনের পরিচিত মুখ তিনি।
মিথিলার ব্যাপারে গুগল করে এই সমস্ত তথ্য জানতে পেরেছেন তসলিমা। তিনি বললেন, "ব্যাপারটা চমৎকার। এই প্রেমটা। সৃজিত মিথিলার প্রেম। হিন্দু মুসলমানের প্রেম। শুধু প্রেমই নয়, বিয়েও। পুব আর পশ্চিমের মিলন। এসব যত বেশি ঘটবে, তত উড়বে ধর্ম, ঘুচবে সংস্কার, ছিঁড়বে কাঁটাতার, মরবে বিদ্বেষ।"
দেখে নিন তসলিমার সেই পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">