ETV Bharat / sitara

আমি বিচারপতি হইলে অযোধ্যার রায়টা অন্যভাবে দিতাম : তসলিমা - তসলিমা নারসিনের খবর

অযোধ্যা রায় প্রসঙ্গে মন্তব্য তসলিমা নাসরিনের।

Taslima nasreen on Ayodhya
author img

By

Published : Nov 12, 2019, 9:04 AM IST

কলকাতা : শনিবার অযোধ্যা মামলার রায় জানিয়েছেন সুপ্রিম কোর্ট। দেশজুড়ে বেশিরভাগ মানুষ সেই রায়কে স্বাগত জানিয়েছেন, শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। কিন্তু তসলিমার ভাবনা অন্যরকম। তিনি বিচারক হলে এই জমি ব্যবহার করতেন দেশের উন্নয়নে। সোশাল মিডিয়ায় নিজেই জানালেন লেখিকা।

তসলিমা লিখেছেন, "আমি বিচারপতি হইলে অযোধ্যার রায়টা অন্যভাবে দিতাম। ২.৭৭ একর জমি যেইখানে রাম মন্দির বানানির অনুমতি দেওয়া হইছে সেইটা সরকারকে দিতাম আধুনিক একটা বিজ্ঞান স্কুল বানানির জন্য । আর যে ৫ একর জমি দেওয়া হবে মসজিদ বানানির জন্য, সেই ৫ একর জমিও আমি সরকারকে দিতাম একটা আধুনিক হাসপাতাল আর চিকিৎসা গবেষণাকেন্দ্র বানানির জন্য। আধুনিক বিজ্ঞান স্কুলে পুলাপানেরা ফ্রি পড়বে। আধুনিক হাসপাতালেও সবাই ফ্রি চিকিৎসা পাবে।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নেটিজেনরা প্রশংসা করেছেন তসলিমার এই ভাবনার। তবে শুধুমাত্র তসলিমা নন, সলমন খানের বাবা সেলিম খানও কিছুটা এরকমই ইচ্ছা প্রকাশ করেছিলেন। সংবাদমাধ্যমকে তিনি জানান যে, অযোধ্য়ার পাঁচ একর জমিতে স্কুল-কলেজের নির্মাণ করা হোক, সেটাই এই সময় দাঁড়িয়ে সব থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত হবে।

Taslima nasreen on Ayodhya
সেলিম খান

কলকাতা : শনিবার অযোধ্যা মামলার রায় জানিয়েছেন সুপ্রিম কোর্ট। দেশজুড়ে বেশিরভাগ মানুষ সেই রায়কে স্বাগত জানিয়েছেন, শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। কিন্তু তসলিমার ভাবনা অন্যরকম। তিনি বিচারক হলে এই জমি ব্যবহার করতেন দেশের উন্নয়নে। সোশাল মিডিয়ায় নিজেই জানালেন লেখিকা।

তসলিমা লিখেছেন, "আমি বিচারপতি হইলে অযোধ্যার রায়টা অন্যভাবে দিতাম। ২.৭৭ একর জমি যেইখানে রাম মন্দির বানানির অনুমতি দেওয়া হইছে সেইটা সরকারকে দিতাম আধুনিক একটা বিজ্ঞান স্কুল বানানির জন্য । আর যে ৫ একর জমি দেওয়া হবে মসজিদ বানানির জন্য, সেই ৫ একর জমিও আমি সরকারকে দিতাম একটা আধুনিক হাসপাতাল আর চিকিৎসা গবেষণাকেন্দ্র বানানির জন্য। আধুনিক বিজ্ঞান স্কুলে পুলাপানেরা ফ্রি পড়বে। আধুনিক হাসপাতালেও সবাই ফ্রি চিকিৎসা পাবে।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নেটিজেনরা প্রশংসা করেছেন তসলিমার এই ভাবনার। তবে শুধুমাত্র তসলিমা নন, সলমন খানের বাবা সেলিম খানও কিছুটা এরকমই ইচ্ছা প্রকাশ করেছিলেন। সংবাদমাধ্যমকে তিনি জানান যে, অযোধ্য়ার পাঁচ একর জমিতে স্কুল-কলেজের নির্মাণ করা হোক, সেটাই এই সময় দাঁড়িয়ে সব থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত হবে।

Taslima nasreen on Ayodhya
সেলিম খান
Intro:Body:

আমি বিচারপতি হইলে অযোধ্যার রায়টা অন্যভাবে দিতাম : তসলিমা



অযোধ্যা রায় প্রসঙ্গে মন্তব্য তসলিমা নাসরিনের।



কলকাতা : শনিবার অযোধ্যা মামলার রায় জানিয়েছেন সুপ্রিম কোর্ট। দেশজুড়ে বেশিরভাগ মানুষ সেই রায়কে স্বাগত জানিয়েছেন, শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। কিন্তু তসলিমার ভাবনা অন্যরকম। তিনি বিচারক হলে এই জমি ব্যবহার করতেন দেশের উন্নয়নে। সোশাল মিডিয়ায় নিজেই জানালেন লেখিকা।



তসলিমা লিখেছেন, "আমি বিচারপতি হইলে অযোধ্যার রায়টা অন্যভাবে দিতাম। ২.৭৭ একর জমি যেইখানে রাম মন্দির বানানির অনুমতি দেওয়া হইছে সেইটা সরকারকে দিতাম আধুনিক একটা বিজ্ঞান স্কুল বানানির জন্য । আর যে ৫ একর জমি দেওয়া হবে মসজিদ বানানির জন্য, সেই ৫ একর জমিও আমি সরকারকে দিতাম একটা আধুনিক হাসপাতাল আর চিকিৎসা গবেষণাকেন্দ্র বানানির জন্য। আধুনিক বিজ্ঞান স্কুলে পুলাপানেরা ফ্রি পড়বে। আধুনিক হাসপাতালেও সবাই ফ্রি চিকিৎসা পাবে।"



নেটিজেনরা প্রশংসা করেছেন তসলিমার এই ভাবনার। তবে শুধুমাত্র তসলিমা নন, সলমন খানের বাবা সেলিম খানও কিছুটা এরকমই ইচ্ছা প্রকাশ করেছিলেন। সংবাদমাধ্যমকে তিনি জানান যে, অযোধ্য়ার পাঁচ একর জমিতে স্কুল-কলেজের নির্মাণ করা হোক, সেটাই এই সময় দাঁড়িয়ে সব থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.