কলকাতা : শীত বেশ জাঁকিয়ে বসেছে কলকাতায় । উত্তরে হাওয়া এসে কাঁপিয়ে যাচ্ছে শহরবাসীকে । সোয়েটার-চাদরে উষ্ণতা খুঁজে নিচ্ছে সবাই । তবে স্বস্তিকা মুখোপাধ্যায় কিন্তু ভিজে শাড়িতে ।
কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'মোহমায়া' সিরিজ়ে অভিনয় করতে গিয়ে এই অভিজ্ঞতা হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের । এমনই অবস্থা যে টানা ছ'দিন একই ভিজে শাড়িতে কাটাচ্ছেন অভিনেত্রী ।
নিজেই একথা শেয়ার করেছেন স্বস্তিকা । টুইটারে লিখেছেন, "এত ঠান্ডা, খুবই হাওয়া দিচ্ছে আজ । আর আমি টানা ছ'দিন ভিজে শাড়িতে শুটিং করে চলেছি । এটাই অভিনেতার জীবন ।" দেখে নিন তাঁর পোস্ট..
-
It is COLD and WINDY today.
— Swastika Mukherjee (@swastika24) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
And I am shooting in wet clothes for 6 days at a stretch.
(Life of an actor) 😢😩😭
">It is COLD and WINDY today.
— Swastika Mukherjee (@swastika24) December 18, 2020
And I am shooting in wet clothes for 6 days at a stretch.
(Life of an actor) 😢😩😭It is COLD and WINDY today.
— Swastika Mukherjee (@swastika24) December 18, 2020
And I am shooting in wet clothes for 6 days at a stretch.
(Life of an actor) 😢😩😭
'হইচই' প্ল্যাটফর্মের জন্য তৈরি 'মোহমায়া' সিরিজ়ে স্বস্তিকার সঙ্গে রয়েছেন আরও এক দাপুটে অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি । অনেকদিন পর এই জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে দেখতে পাবে দর্শক । সব মিলিয়ে এক দারুণ প্রজেক্টে স্বস্তিকা ।
তার জন্য একটু কষ্ট তো করতেই হবে !