কলকাতা : বয়স বাড়লে অভিনেত্রীরা নাকি অপ্রাসঙ্গিক হয়ে পড়েন । মুখ্য চরিত্রের বদলে তাঁদের নাকি সাইড রোল জোটে । এসব মিথকে মিথ্যে করে দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । তাঁর সমস্ত ছবিতে 'হিরো' তিনিই ।
স্বস্তিকার আসন্ন ছবির নাম 'শ্রীমতী' । অর্জুন দত্ত পরিচালিত এই ছবিতে গৃহমন্ত্রী শ্রী-এর গল্প বলবেন স্বস্তিকা । স্বামী অনিন্দ্য, ছেলে কুট্টুস, ননদ বৃষ্টি, শাশুড়ি প্রতিমা, পরিচারিকা কাজলকে সামলাতে সামলাতে কোথাও যেন নিজের পরিচয়টাই হারিয়ে ফেলে সে ।
আস্তে আস্তে শ্রী বুঝতে পারেন যে, এই মানুষগুলোকে ছাড়া যেন অস্তিত্বই নেই তার । বাহ্যিক চাকচিক্যের সঙ্গে যেন তাল মিলিয়ে উঠতে পারছে না সে । শ্রী-এর এই উপলব্ধি তাকে কোথায় নিয়ে যাবে ? সেই গল্পই বলবে 'শ্রীমতী' ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'তাসের ঘর'-এর সুজাতাও একজন গৃহবধূ ছিল । তবে তার গল্প অন্যরকম । অনেক যন্ত্রণার মধ্যেও সে নিজেকে হারিয়ে ফেলেনি, বরং প্রতিদিন সে নিজেকে ভালোবেসেছে । সেদিক থেকে দেখতে গেলে একেবারে বিপরীতধর্মীয় গল্প 'শ্রীমতী' । সত্যি, স্বস্তিকা পারেন বটে !
'শ্রীমতী' মুক্তি পাবে এই বছরেই ।