কলকাতা : 'পাতাল লোক' বা 'দিল বেচারা'-র পর স্বস্তিকা মুখোপাধ্যায় এখন লাইমলাইটে । তবে তাঁকে হেনস্থা করার লোকেরও অভাব নেই সমাজে । বিশেষ করে সোশাল মিডিয়ায় ভুয়ো নামের আড়ালে লুকিয়ে তাঁকে অকারণ ট্রোল করা হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে অবিরাম । এই প্রসঙ্গে IANS-এ মুখ খুললেন স্বস্তিকা ।
অভিনেত্রী বললেন, "আমাদের সমাজে সফল মহিলাদের ভয় পায় লোকে । আর তাই তাঁদের ট্রোলিং করা, অপমান করা চলতেই থাকে । আমাদের পরিশ্রম কেউ কোনওদিন দেখে না, আমাদের প্রতিভার প্রশংসা করা হয় না কখনও ।"
শুধু তাই নয়, চাচাছোলা স্বস্তিকা বললেন, "আর কোনও মহিলা যদি সফল হওয়ার সঙ্গে সুন্দরীও হয়, তাহলে তো গসিপের কোনও শেষ নেই । বলা হয় যে, তারা নাকি সবার সঙ্গে শুয়ে বেড়াচ্ছে । নিজের টাকায় গাড়ি কিনলে বলা হয় যে, বসের থেকে উপহার পেয়েছে । আমি এই ধরনের সমালোচনা শুনে এখন অভ্যস্ত হয়ে গেছি ।"
স্বস্তিকার বাবা সন্তু মুখোপাধ্যায় বাংলা সিনেমা ও টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ ছিলেন । কিন্তু, তিনি কোনওদিনই স্বস্তিকাকে নিয়ে ফিল্মের সেটে যাননি । নিজের যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্বস্তিকা । টেলিভিশনের পর ধীরে ধীরে বড় পরদায় জায়গা পেয়েছেন । তারপরেও কেন এত সমালোচনা, এত বিরোধ তাঁকে নিয়ে ? উত্তর জানা নেই অভিনেত্রীর ।